গতকাল আমি পুষ্টিকর খাবার খাওয়া এবং সবজি বাগান থেকে সবজি সংগ্রহ করার মধ্যে দিয়ে দিনটি উপভোগ
হ্যালো সকল স্টিমিট বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি গতকালের ডায়েরি গেম শেয়ার করতে যাচ্ছি। আমি আশা করি সবাই খুবই উপভোগ করবে। সত্যি গতকাল পুরোটা সময় বাড়িতে কাটিয়েছিলাম বিভিন্ন সাধারণ জনপ্রিয় খাবার খাওয়ার মধ্যে দিয়ে। আশা করি সকলের পরিচিত খাবার, চলুন শুরু করা যাক।
গতকাল খুব ভোরে ঘুম থেকে প্রতিদিনের মতো উঠে পড়েছিলাম এবং ফ্রেশ হওয়ার পর আমি গতকালের আবহাওয়ার খবর দেখলাম। তারপর আমাদের পোষা বিড়ালের সাথে কিছু সময় কাটালাম। তারপর আমি সকালের খাবার খেলাম। সকালের খাবার মেনু ছিল আলু ভর্তা এবং পেঁপে ভর্তা। দুই ভর্তা খুবই জনপ্রিয় সুস্বাদু বাঙালি খাবার। আমি আশা করি সবাই খুবই উপভোগ করবে। আমিও খুবই উপভোগ করেছিলাম এবং আমার দুইটা পছন্দের ভর্তা খাবার।
আমি সকালের খাবার খাওয়ার পর বাবা মায়ের কাজ কিছুটা এগিয়ে দিলাম এবং স্টিমিট কমিউনিটিতে কিছুটা সময় কাটালাম। তারপর আমি ফোনে এক বন্ধুর সাথে কথা বলে কিছু সময় কাটালাম। তারপর আমি গোসল স্নান করে নিলাম এবং দুপুরের খাবার খেলাম। দুপুরের খাবার খুবই পুষ্টিকর খাবার ছিলো। দুপুরের খাবারের মেনু ছিলো উচ্ছে আলু ভাজি এবং কলার সুক্ত রেসিপি থানকুনি শাকের সাথে। আমি আশা করি সবাই খুবই উপভোগ করবে এবং আমিও খুবই টেস্ট পেয়েছিলাম দুপুরের পুষ্টিকর খাবার খেয়ে।
কিছু সময় বিশ্রাম নেওয়ার পর আমি আমাদের সবজি বাগান পরিদর্শন করেছিলাম এবং আমি আমাদের সবজি বাগান থেকে বরবটি সংগ্রহ করেছিলাম। কিছু বরবটি খাওয়ার জন্য এবং কিছু বরবটি বিক্রি করার জন্য এবং আমি সবজি তুলতেও খুবই আনন্দ পাই।
আমি পাকা তালের আঠি সংগ্রহ করলাম এবং তারপর তালের আঠি কেটে আমি পাকা তালের আঠির শাস বের করে নিলাম এবং আমি তালের আঠির শাস খেলাম এবং একটু হাঁটাহাঁটি করার পর আমি বই নিয়ে বসলাম । এক ঘন্টা পড়ার পর আমি রাতের খাবার খেলাম। রাতের খাবার খুবই সুস্বাদু এবং পুষ্টিকর ছিলো। রাতের মেনু ছিলো বরবটির বিচি দিয়ে চিংড়ি মাছ। আমার খুবই পছন্দের ইউনিক একটা টেস্টি রেসিপি। এভাবেই আমি গতকালের সারাদিন কাটিয়েছিলাম, আশা করি সবাই আমার দিনটিও উপভোগ করবেন পোস্টের মধ্যে দিয়ে।
Regards @simaroy
Congratulations, your post has been curated by @dsc-r2cornell. You can use the tag #R2cornell. Also, find us on Discord
Felicitaciones, su publicación ha sido votada por @ dsc-r2cornell. Puedes usar el tag #R2cornell. También, nos puedes encontrar en Discord
আপনার একটি দিনের কার্যক্রম আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে সাজে উপস্থাপনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার জন্য শুভকামনা রইল।
আপনি সকালে ঘুম থেকে উঠে বিড়ালের সাথে কিছু সময় কাটিয়ে ছিলেন তারপরে খাবার খাওয়ার জন্য প্রস্তুত নিয়েছিলেন সেখানে আপনি দুই রকমের ভর্তা খেয়েছেন আসলে ভর্তা খেতে আমাদের সবারই ভালো লাগে আমি তো অনেক পছন্দ করি এবং আপনার পোস্ট পড়ে জানতে পারলাম আপনিও অনেক বেশি পছন্দ করেন ভর্তা খেতে।
ঠিক বলেছেন আমি ভর্তা খুবই পছন্দ করি। আপনার গঠন মূলক মন্থব্যর জন্য ধন্যবাদ বন্ধু।
আপনার ব্লগ টি পড়ে খুব ভালো লাগলো। আপনি সারাদিন বাড়িতে কাটিয়েছেন এবং একটা খুব সুন্দর সময় উপভোগ করেছেন তা জানতে পেরে বেশ ভালো লাগলো।।
আর আমরা বিভিন্ন রকমের খাবার খেতে তো সবসময় ভালবাসি। তার সাথে সেটা যদি হয় পুষ্টিকর খাবার তাহলে তো কোন কথাই হবে না। আপনি সারাদিন বাড়িতে থেকে নানা রকমের পুষ্টিকর খাবার উপভোগ করেছেন এবং তা আমাদের সঙ্গে শেয়ার করেছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনি আপনার পোষা বিড়ালের সঙ্গে কিছুটা সময় কাটিয়েছেন। বিড়াল আমারও ভীষণ পছন্দের একটি পেট অ্যানিম্যাল। তবে বাড়িতে বিশেষ জায়গা না থাকায় বাড়িতে বিড়াল পোষার ইচ্ছে আমার পূরণ হয় না।
আপনার সকালের খাবার মেনুতে ছিল আলু ভর্তা এবং পেঁপে ভর্তা। দুই সত্যিই বাঙ্গালীদের খুবই প্রিয়। আর বাঙালি হিসেবে এই দুই ভর্তাই আমি খুব পছন্দ করি। গরম গরম ভাত আর আলু ভর্তা হলে তার সাথে আর কিছুই লাগে না। সকালে আপনি এরকম সুস্বাদু খাবার উপভোগ করেছেন জানতে পেরে খুশি হলাম।
আপনি আপনার বাড়িতে মায়ের কাজ খানিকটা এগিয়ে দিয়েছিলেন এবং দুপুরবেলায় আপনি আবারো কিছু সুস্বাদু খাবার উপভোগ করেছিলেন। দুপুরবেলা আপনাদের খাবারের মেনু ছিল উচ্ছে আলু ভাজি আর তার সাথে কলার শুক্ত। এই দুটোই আমার খুব পছন্দের খাবার। উচ্ছে অনেকে খেতে পছন্দ করে না ঠিকই কারণ একটু তেতো হয়। তবে উচ্ছে খেতে আমি খুব ভালোবাসি, তাই সে উচ্ছে ভাজা হোক বা উচ্ছেসিদ্ধ।
তারপর কিছু সময় বিশ্রাম নিয়ে আপনি গিয়েছিলেন ক্ষেত থেকে বরবটি তুলতে। শহরে থেকে আমাদের সেই সুযোগ হয় না। মাঠ থেকে সবজি তুলে আনার সে যে কি আনন্দ তা শুধুমাত্র মামার বাড়ি গেলেই বুঝতে পারি।। আমার মামার বাড়ি গ্রামে। তাই ছোটবেলায় মামার বাড়ি গেলে ভাই বোনেরা মিলে দুপুরবেলায় বেরিয়ে পড়তাম ক্ষেতে। সে আনন্দ বলে বোঝানো যাবে না।
ভাদ্র মাসে বাড়িতে তালের বড়া হলে তালের শাঁস গুলো আমরা এক জায়গায় জড়ো করে রাখি। তারপর লক্ষ্মীপূজোর সময় সেই তালশাঁসগুলো কেটে তালশাঁসের ভিতরের অংশ আমরা খাই। সেই স্বাদ সত্যিই অতুলনীয়।
আপনি কিছু সময় কাটানোর পর তাল শ্বাসের ভেতরের অংশ খেয়েছিলেন এবং তারপর পড়াশোনা করেছিলেন। কিছু সময় পড়াশোনা করার পর আবার রাতের খাবার তৈরি হয়েছিল। রাতের খাবারের ছিল বরবটির বীজ দিয়ে চিংড়ি মাছ। চিংড়ি মাছ খেতে, আমারও বেশ ভালো লাগে। আপনার ব্লগটি পড়ে অনেকটা রিলেট করতে পারলাম।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার একটি দিনের কার্যাবলী আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।