Contest of May#1 by @sduttaskitchen |Things for which I want to thank the almighty.

in Incredible Indialast month (edited)
IMG_20240507_235249.jpg Edited by Canva

Hello Friends,
শ্রদ্ধেয়া এডমিন ম্যামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই দুর্দান্ত বিষয়বস্তু নির্বাচন করার জন্য। এই প্রতিযোগিতা গুলো আমার কাজকে উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই নিজেকে উন্নত করার এই সুযোগ আমি কখনোই হাত ছাড়া করবো না।

যদিও একটু বিলম্ব হয়েছে কিন্তু প্রথম থেকেই অংশগ্রহণ করার ইচ্ছে ছিল। ঈশ্বরের আশীর্বাদ আছে যে কারণে অনেক ব্যস্ততার মাঝেও আজই অংশগ্রহণ করতে পারলাম।

Mention three things for which you are grateful to the almighty.
IMG20240423181622.jpg

আমার জীবনের যা কিছু ভালো সবটার জন্যই আমি ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পছন্দ করি। এটা না করলে আমার মনে হয় অন্যায়ই করা হবে। তবে হ্যাঁ সবকিছুর মাঝেও আমাদের প্রত্যেকের কাছে কিছু না কিছু থাকে খুব বেশি গুরুত্বপূর্ণ।

উদাহরণস্বরূপ; সাধারণ আমাদের একটি হাতে পাঁচটি আঙ্গুল থাকে। হয়তো আমার মতো সকলেরই মনে হয় কোনো একটু আঙ্গুল তেমন একটা প্রয়োজন হয় না। অথচ ঐ পাঁচটি আঙ্গুলের যদি মনে হওয়া অপ্রয়োজনীয় আঙ্গুলটি কেটে যায় তখনই আমরা উপলব্ধি করতে পারি যে ঐটা ও সমান গুরুত্বপূর্ণ। ঠিক তেমনিভাবে সব কিছুর জন্যই আমি সর্বশক্তিমানের প্রতি কৃতজ্ঞ।

তবে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি তিনটি বিষয় এই মুহূর্তে বেছে নিয়েছি।

➡️মানবজীবনঃ
ঈশ্বরের ইচ্ছেতেই এই পৃথিবীতে আমার আগমন। নচেৎ আমার কোনো অস্তিত্ব এই পৃথিবীতে থাকার কথা না।

➡️ শারীরিক সুস্থতাঃ
আমি শারীরিক ভাবে সম্পূর্ণ সুস্থ্য এটা সঠিক না। কিন্তু অনেকের তুলনায় আমি সুস্থ্য। নচেৎ এভাবে জীবনযাপন করা সম্ভব ছিল না।

➡️ পরিবারঃ
আমার মনে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমি। কারণ আমি ও আমার মা-বাবা একই সাথে আছি। এর থেকে উত্তম একটা মানুষের জীবনের জন্য কিছু হতেই পারে না। আমাদের বসবাসের জন্য আছে ছোট্ট একটি গোছানো বাড়ি, ঘরে আছে নিজেদের ক্ষেতের ফসল, আবার আছে পুকুরে খাওয়ার জন্য মাছ আর কি চাই।

How those blessings of God impact your lifestyle..
IMG_20240507_235850.jpg

প্রথম প্রশ্নের উত্তরটিতেই দেখবেন আমি উল্লেখ করেছি আমাদের ঘরের লোকসংখ্যা তিনজন। কারণ আমার বোন বিবাহিত যে কারণে সে এখন শশুর বাড়িতেই থাকে। যদিও এই মূহুর্তে আমাদের বাড়িতেই আছি কিন্তু অতিথি হিসেবে।

আমার জীবনে ঈশ্বরের আশীর্বাদ যেটা না বললে অন্যায় হবে। একটা বাস্তব ঘটনাই বলি যেটা আপনারা অনেকেই হয়তো আমার লেখা থেকে ইতিমধ্যেই জানতে পেরেছেন। যাইহোক, আমার বোন যখন সন্তানের মা হবে ঠিক তখনকার কিছুদিন আগেই একটা সমস্যা ধরা পড়েছিল।

যখন আমি বোনের সাথে হাসপাতালে ছিলাম না। কিন্তু আমাকে বাড়িতে ফিরে অবগত করতেই আমাদের বিভাগীয় শহরের পরিচিত কয়েকজনের সাথে আমি বিষয়টি শেয়ার করেছিলাম।

এটাই আমি যে কোনোকিছুতে বিলম্ব করতে পছন্দ করি না। রাত শেষ হতে না হতেই আমার বোনকে নিয়ে বিভাগীয় শহরে পৌঁছে ছিলাম। তারপর সকল পরীক্ষা নিরীক্ষা কিন্তু প্রতিবেদন তেমন সুবিধাজনক ছিল না।

অনেক কিছুই আমি বোনের হাজবেন্ডকেও অবগত করিনি। আবারো সিদ্ধান্ত নেওয়া এবং ডায়াগনেস্টিক সেন্টার পরিবর্তন করে পরীক্ষা এবং শেষ পর্যন্ত আমি আমার ভাগ্নির মুখ দেখেছিলাম।

কিভাবে যে এতোটা পথ পাড়ি দিয়েছিলাম এখন ভাবতেই শিওরে উঠি। অর্থাৎ ঈশ্বরের আশীর্বাদ ঐ সময়ে আমার সাথে ছিল। নচেৎ এতো কিছু করা ও একটা জায়গায় পৌঁছানো সম্ভব ছিল না।

Do you believe if we wish anything by heart; the almighty fulfill those wishes? Share if you have any story related to the same.
IMG_20240508_000019.jpg

হ্যাঁ, আমি বিশ্বাস করি যদি হৃদয় থেকে আমরা ঈশ্বরকে ডাকি তিনি আমাদের ডাকে সাড়া দেন।

এটা আমার বাস্তব জীবনের একটি অভিজ্ঞতা যেটা সত্য। অনেকের কাছে এটা গল্প মনে হতে পারে কারণ কিছুটা অলৌকিক। ঘটনাটি হয়েছিল বছর সাতেক পূর্বে যখন আমার পাড়ার এক ব্যক্তি জীবন জীবিকার তাগিদে উত্তরবঙ্গে দলবেঁধে কাজে গিয়েছিল।

এক মাস কাজ করা শেষ, তারপর বেতন নিয়ে বাড়িতে ফেরার পালা। কিন্তু ঐ দিন রাতে আমার পাড়ার কাকু ও অন্যান্য যারা সাথে ছিল বুঝতে পারলেন তাঁদেরকে মেরে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অচেনা জায়গা, অচেনা মানুষ ঐ মুহুর্তে শুধু বাড়িতে কল করে জানিয়েছিল যে শীতলা তলায় যেন তাদের জন্য প্রার্থনা করা হয়। হয়তো আর কারো সাথে কখনো দেখা হবে না, ঠিক এভাবেই হাউমাউ করে কান্না করে ঐ কাকু কথা গুলো বলেছিল।

ঐ সময় আবার ছিল বাৎসরি শীতলা পূজোর দিন। পুরোহিত দাদু বিলম্ব করে আসাতে তখনো পূজোর মন্ত্র উচ্চারণ চলছিল। কাকুর একটি মাত্র সন্তান বয়স ছিল তখন ৭/৮ বছর দুইজন এসেই অনেক কান্নাকাটি করছিল।

সবকিছু জানার পরে গ্রামের সকলে ও ঐ পরিবারের সকলেই আমরা সারারাত ধরে শীতলা দেবীর পূজো হওয়া স্থানের সামনেই বসেছিলাম। রাত শেষ হতে হতেই সেই কাকুর কন্ঠস্বর শুনেছিলাম। কাকু শুধু মাত্র এইটুকুই বলেছিল যে আজ আমি শীতলা মায়ের আশীর্বাদেই ফিরে আসতে পেরেছি।

উপসংহার:

সর্বশক্তিমানের ঈশারা ছাড়া একটা গাছের পাতা ও পড়ে না। মহাবিশ্বের নিয়ন্ত্রণ কারী স্বয়ং ঈশ্বর। আমি সবকিছুর জন্যই ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ।

I would like to invite some of my honourable steemian friends, @elpastor, @mile16 and @sahmie.

Sort:  
Loading...

Really glad to actually read about what you are grateful to God about in your life. Truly family is golden and whenever we remember that we are surrounded with people who love us, we should appreciate God the more much more

 28 days ago 

কমিউনিটি চ্যালেঞ্জ অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সত্যি কথা বলতে কি আপনার একটি কথা ভালো লেগেছে। আমাদের প্রত্যেকেরই উচিত আল্লাহতালার কাছে শুকরিয়া আদায় করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেমন অবস্থায় রেখেছেন এই অবস্থায় সবাই শুকরিয়া আদায় করব।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 70853.78
ETH 3811.42
USDT 1.00
SBD 3.43