RE: কবিতা:- স্মৃতির পাতায়! Poetry:-On the page of memory!
আপনার শহর এবং আমাদের এখানকার আবহাওয়ায় বেশ সাদৃশ্য রয়েছে দেখছি। তাছাড়া বর্ষাঋতুতেও সাদৃশ্যতা লক্ষ্য করেছি। পাশাপাশি, পশ্চিম দিকের জানালা খোলার পেছনে লুকিয়ে থাকা অভিব্যক্তি চমৎকার ছিল।
ঈশ্বর আপনার মাথাতে অতিরিক্ত কি দিয়ে রেখেছেন জানা নেই তবে নিঃসন্দেহে দুর্লভ দিদি।
দুর্ভাগ্যবশত আমি ইদানিং এতোটাই অলস যে এখন অবধি ভোরের কুয়াশা দেখার সুযোগ করে উঠতে পারিনি। কারণ আলসেমি করে সকালে বিলম্ব করে ঘুম থেকে ওঠা।
সবই মোবাইল ক্যামেরা এবং আপনার ইচ্ছা যে কারণে দূরে থাকা সত্ত্বেও ছবিতে পাখি দুটোকে স্পষ্ট দেখা যাচ্ছে।
আপনার কবিতার অর্থ যদিও আমি কিছুটা বুঝতে চেষ্টা করেছি তবে সারসংক্ষেপ আমার সাধ্যের বাইরে। এটা তো সঠিক যে যার ব্যাথা শুধুমাত্র সেই সেটা উপলব্ধি করতে পারে। একটা চেপে রাখা কষ্টানুভুতি এখানে আমি অনুভব করেছি।
দিদি, ঈশ্বর সবসময়ই আপনার সাথে ছিলেন, আছেন এবং থাকবেন। আপনি যেমন আছেন তেমনটাই ভালো। তবে শারীরিক সুস্থতার প্রয়োজনীয়তাটা এই মুহূর্তে আপনার জন্য খুব দরকার।
এটা ঠিক পকেটা ভারী হলেই যেন কথার ওজন ও ভারী হয়ে যায়। তবে আপনি যেমন এটাই উত্তম দিদি। ঈশ্বর যেন এভাবেই আমাদেরকে আপনার সাথে থাকার সুযোগ করে দেন।