"টাকা থাকলে ভালোবাসার অভাব হয় না.........!

in Incredible Indiayesterday
pexels-photo-164652.jpeg

Image source

কিছু মানুষের সাথে সম্পর্ক হয় আত্মার, আত্মীয়তা ভেঙ্গে যায় মাঝে মাঝে সেই মানুষ গুলোর কিছু কথা আর আচরণের কারণে। প্রিয় মানুষ গুলোকে বারবার বোঝাতে চেয়েও যখন ব্যর্থ হয় একটা মানুষ। তখন সে চেষ্টা করে তাদের কাছ থেকে দূরে সরে যেতে, আসলে আজকাল টাকা থাকলে সবার কাছেই ভালোবাসা পাওয়া যায়। সেটা পরিবারের মানুষ হোক কিংবা নিজের আত্মার কোন সম্পর্কের মানুষ।

একটা জিনিস বেশ ভালোভাবেই বুঝতে পেরেছি। আজকাল টাকা কথা বলে অভিজ্ঞতা বয়স অনুযায়ী মোটামুটি ভালই হয়েছে। কেননা ওই যে টাকা নেই আমার কাছে, টাকা থাকলে মানুষের ভালোবাসা এমনিতেই আসে। ভেবেছিলাম আমার পাশের মানুষগুলো তো আমাকে এমনিতেই ভালোবাসে, কিন্তু পরবর্তী সময়ে এসে বুঝতে পারলাম। আমি যে তাদের সাথে ভালো ব্যবহার করি তাদের কাজগুলো আগে করে দেই, তার কারণেই তারা আমাকে ভালোবাসে।

যখন থেকে আমি তাদের ওই কাজগুলো করা বন্ধ করে দিয়েছি। তখন থেকেই তারা আমাকে অবহেলার চোখে দেখতে শুরু করেছেন। আসলে এই পৃথিবীতে টাকা ভর্তি যদি কোন বাড়ি থাকতো, তাহলে ওই বাড়িতে গিয়ে থাকতাম এমনটাই মাঝে মাঝে ইচ্ছে হয়। কিন্তু চাইলেই তো আর সব কিছু সম্ভব না। তার পরেও ভরসা ওপরে যিনি আছেন তিনি নিশ্চয়ই এমন কোন দিন দিবেন, যেদিন আমি সবার মুখে হাসি ফোটাতে পারবো।

টাকা না থাকলে বাস্তব জীবনটা অনেকটাই কঠিন। বিশেষ করে যারা চাকরিহীন যুবক রয়েছে তাদের কথা তো কি আর বলব। টাকা না থাকার কারণে পরিবারের কাছ থেকে তাদেরকে অনেক কিছুই শুনতে হয়। টাকা না থাকলে গরিব ঘরের মেয়েটাকে ও শ্বশুরবাড়িতে, নানা কারণে ছোট ছোট ভুলের কারণে অনেক বেশি কথা শুনতে হয়। সারাদিন কাজ করার পরও তাকে শুনতে হয়। সারাদিন কি কাজ কর আমাদের বাড়িতে তো কোন কাজ নেই।

pexels-photo-4968654.jpeg

Image source

আসলেই কি একটা বাড়িতে কোন কাজ থাকে না, নাকি কাজ করার পরেও তাকে টাকার কারনে কথা শুনতে হয়। আজকাল টাকা কথা বলে টাকা থাকলে শ্বশুর বাড়িতে জামাইয়ের আদর হয় একেবারেই অন্যরকম। টাকা থাকলে সন্তানদের আদর হয় তাদের দাদা দাদি ফুফা ফুফির কাছে। বাবার টাকা থাকলে তার সন্তানের এত পরিমাণে মায়া, তার দাদা-দাদী কিংবা তার পরিবারের আত্মীয়-স্বজনের হয় যেটা বলে বোঝানো সম্ভব না।

আসলে নানীর মত আদর আর কেউ করে না, কিন্তু অনেকেই বলে দিনশেষে নাকি নানা নানীর কাছে তাদের নাতনিরা আদর পায়না। এটা আসলে কতটা সত্য সেটা আমার জানা নেই। তবে একটা বিষয় বেশ ভালোভাবেই লক্ষ্য করেছি, যার পকেটে টাকা আছে তার কাছে ভালোবাসার মানুষের অভাব নেই। আর যার পকেটে টাকা নেই তাকে ভালো আছে কিনা সেই খবরটা নেয়ার মত মানুষ নেই।

এই পৃথিবীটা অনেকটাই কঠিন বাস্তবতা তারপরেও আমাদের সবাইকেই কিছু না কিছু শিক্ষা দেয়। সময়ের চাইতে বড় শিক্ষক হয়তোবা এই পৃথিবীতে আর কিছুই নেই। তবে নিজেকে এমন ভাবে তৈরি করা উচিত। যেন মানুষ আপনাকে দেখে হঠাৎ করে চমকে ওঠে, আর মনে মনে বলে এই মানুষটা কিন্তু ঐদিন ঐ রকম ভাবে দেখেছিলাম। যাইহোক নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন।

Sort:  
 22 hours ago 

বিগত কিছুদিন ধরে আপনার লেখা পড়ছি এবং বেশ বুঝতে পারছি আপনি কাদের উদ্দেশ্যে এই কথাগুলো লিখছেন।

পরিস্থিতির নিরিখে অনেকের আসল চেহারা সামনে আসে এর উপমা কেবলমাত্র ব্যাক্তি জীবনে নয়, কর্ম জীবনেও লক্ষণীয়।

নিজের মতো করে সবকিছু চলবে এই ভ্রান্ত ধারণা বেশিরভাগ মানুষ পোষণ করেন।

তবে, মুশকিল হলো আমরা যতটুকু পাই, সেটা পাই আমাদের কর্মের ভিত্তিতে, কেবলমাত্র অর্থের জন্য, নিজেদের সুযোগ সুবিধার ভিত্তিতে যদি কোনো কিছু দাড়িয়ে থাকে তাহলে সেটা থাকার চাইতে না না থাকা শ্রেয়।

ঠিক যেমন প্রবাদ আছে, দুষ্টু গরুর চাইতে শূন্য গোয়াল ভালো!

আরও একটি বিষয়ে আমার ভাবনা আপনার চাইতে পৃথক আর সেটা হলো, টাকা থাকলে যারা আমার পাশে থাকবে তাদের থেকে নিজেকে আমি দূরে রাখতে পছন্দ করবো, কারণ খারাপ সময় আসে আমাদের সম্পর্কের পরিভাষা, মানুষের ব্যক্তিত্ব এবং প্রকৃত মানসিকতা দেখাতে।

অন্যের প্রতি অভিযোগের পূর্বে, নিজের উন্নতির প্রয়োজন আছে, সৃষ্টিকর্তা যা আমাদের সাথে করেন সেটা আমাদেরকে উন্নত করবার জন্যই! @rubina203

 9 hours ago 

আসলেই দিদি পরিস্থিতি মানুষকে চিনতে শেখায়। পরিস্থিতির মাধ্যমেই মানুষ একে অপরের প্রতি কতটুকু ভালোবাসা আছে, সেটা বুঝতে শেখায়। এখন বর্তমান সময়ে অনেক কিছুই বুঝতে পারছি, কিন্তু মুখ বুজে সহ্য করতে হচ্ছে কিছুই করার নেই কি করব বুঝতেও পারছি না।

তবে এটা ঠিক যারা আমার সুসময় আমার পাশে থাকবে। তাদেরকে আমার দুঃসময় ও আমার পাশে থাকতে হবে। তা না হলে তারা কিভাবে আমার আপনজন হয়। তারা তো কখনোই আমার আপনজন ছিল না আর কখনো হবেও না। আপনার মত করেও তাদের কাছ থেকে আমি দূরে থাকার চেষ্টা করছি। জানিনা আল্লাহ তায়ালা আমার কপালে কি রেখেছেন। তবে যা হবেন তিনি নিশ্চয়ই সবকিছু দেখবেন ধন্যবাদ।

Loading...
 yesterday 

বর্তমান যে যুগ চলছে এই যুগে যার অনেক বেশি টাকা আছে । সে সবচেয়ে বেশি সম্মানীয় মানুষ ও ভালোবাসার মানুষ। বর্তমানে নিজের পরিবারের মানুষ ও টাকা না দিতে পারলে ভালোবাসে না। একটি পরিবারের দুটি সন্তান থাকলে যে সন্তানটি বেশি টাকা দিতে পারে। সেই সন্তানটি বেশি ভালো থাকে সবার কাছে। এই দুনিয়াতে মানুষকে দিতে পারলে সবাই খুশি। না দিতে পারলে সবার কাছে খারাপ। তাই আমি নিজেই ব্যক্তিগত হিসাবে এটা বুঝি । যখন মানুষকে আমি দিতে পারবো তখন মানুষের সামনে গিয়ে দাঁড়াবো তার আগে না। যাইহোক সুন্দর একটি লেখা উপহার দেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 9 hours ago 

আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট দেয়ার জন্য। আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পেয়ে অনেক দূর এগিয়ে যাব ইনশাল্লাহ।

 2 hours ago 

টাকা থাকলে ভালোবাসার মানুষের অভাব হয় না এটা ঠিক তবে আমি মনে করি ওই ভালোবাসা শুধু টাকার মধ্যেই সীমাবদ্ধ। আন্তরিকতার মধ্যে যে ভালোবাসা আছে সেটা টাকার কাছে তুচ্ছ সর্বসময়।

আমার ছোট্ট জ্ঞানে অল্প বুদ্ধিতে যেটা মনে করি টাকার জন্য আমাকে যে ভালবাসে তাকে সালাম দিয়ে পাশ কাটিয়ে চলে আসাটাই বেটার। লাইলি মজনুর ভালোবাসার গল্প মানুষ এখনো পড়ে, কিন্তু যারা টাকার জন্য সেই সময় ভালবাসছে অন্য কাউকে তাদের গল্প কিন্তু কেউ পড়ে না টাকা শেষ হওয়ার সাথে সাথেই তাদের গল্প সেখানেই সমর্থ্য ঘটে।