You are viewing a single comment's thread from:

RE: "টাকা থাকলে ভালোবাসার অভাব হয় না.........!

in Incredible Indiayesterday

বিগত কিছুদিন ধরে আপনার লেখা পড়ছি এবং বেশ বুঝতে পারছি আপনি কাদের উদ্দেশ্যে এই কথাগুলো লিখছেন।

পরিস্থিতির নিরিখে অনেকের আসল চেহারা সামনে আসে এর উপমা কেবলমাত্র ব্যাক্তি জীবনে নয়, কর্ম জীবনেও লক্ষণীয়।

নিজের মতো করে সবকিছু চলবে এই ভ্রান্ত ধারণা বেশিরভাগ মানুষ পোষণ করেন।

তবে, মুশকিল হলো আমরা যতটুকু পাই, সেটা পাই আমাদের কর্মের ভিত্তিতে, কেবলমাত্র অর্থের জন্য, নিজেদের সুযোগ সুবিধার ভিত্তিতে যদি কোনো কিছু দাড়িয়ে থাকে তাহলে সেটা থাকার চাইতে না না থাকা শ্রেয়।

ঠিক যেমন প্রবাদ আছে, দুষ্টু গরুর চাইতে শূন্য গোয়াল ভালো!

আরও একটি বিষয়ে আমার ভাবনা আপনার চাইতে পৃথক আর সেটা হলো, টাকা থাকলে যারা আমার পাশে থাকবে তাদের থেকে নিজেকে আমি দূরে রাখতে পছন্দ করবো, কারণ খারাপ সময় আসে আমাদের সম্পর্কের পরিভাষা, মানুষের ব্যক্তিত্ব এবং প্রকৃত মানসিকতা দেখাতে।

অন্যের প্রতি অভিযোগের পূর্বে, নিজের উন্নতির প্রয়োজন আছে, সৃষ্টিকর্তা যা আমাদের সাথে করেন সেটা আমাদেরকে উন্নত করবার জন্যই! @rubina203

Sort:  
 14 hours ago 

আসলেই দিদি পরিস্থিতি মানুষকে চিনতে শেখায়। পরিস্থিতির মাধ্যমেই মানুষ একে অপরের প্রতি কতটুকু ভালোবাসা আছে, সেটা বুঝতে শেখায়। এখন বর্তমান সময়ে অনেক কিছুই বুঝতে পারছি, কিন্তু মুখ বুজে সহ্য করতে হচ্ছে কিছুই করার নেই কি করব বুঝতেও পারছি না।

তবে এটা ঠিক যারা আমার সুসময় আমার পাশে থাকবে। তাদেরকে আমার দুঃসময় ও আমার পাশে থাকতে হবে। তা না হলে তারা কিভাবে আমার আপনজন হয়। তারা তো কখনোই আমার আপনজন ছিল না আর কখনো হবেও না। আপনার মত করেও তাদের কাছ থেকে আমি দূরে থাকার চেষ্টা করছি। জানিনা আল্লাহ তায়ালা আমার কপালে কি রেখেছেন। তবে যা হবেন তিনি নিশ্চয়ই সবকিছু দেখবেন ধন্যবাদ।