ছোটবেলা থেকেই আমি নারিকেলের নাড়ু অনেক বেশি পছন্দ করতাম তবে আমার মা যতবার তৈরি করতে গেছে সঠিকভাবে হয়নি তারপর আমাকে বাজার থেকে কিনে নিয়ে খাওয়াতো এখনো যখন আমার ইচ্ছে হয় তখন বাজার থেকে নারিকেলের নাড়ু খেতে আমার অনেক বেশি ইচ্ছা করে আজকে আপনি চমৎকারভাবে নারিকেলের ভাজান আরও কিভাবে তৈরি করা হয় সেটা আমাদের সাথে শেয়ার করেছেন ধন্যবাদ ভাল থাকবেন।