@isha.ish কি লিখবো বুঝতে পারছি না! কারণ যার পায়ের তলায় সর্ষে তার যদি এমন মনে হয়, আমাদের কি অবস্থা সেটা বোধহয় ভাষায় প্রকাশ সম্ভব নয়।
অনেক সময় কাছাকাছি যাবার সুযোগ পাই না! যদিও তাতে আমি খুশি, আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমি যেনো সবসময় এমন ভাবেই ব্যস্ত থাকতে পারি।
সমাজে কর্ম হীনতায় কোটি কোটি মানুষ ঘরে বসে আছে, তারাই বোঝে জীবনে কাজের গুরুত্ব কতখানি।