You are viewing a single comment's thread from:

RE: আমার হাতের তৈরি ফুলকপি, বড়ি দিয়ে ট্যাংড়া মাছের ঝোল।

in Incredible Indialast year

বাহ, চমৎকার কালার এবং ফটোগ্রাফি। ট্যাংরা মাছের রেসিপি দেখেই খেতে ইচ্ছে করতেছে। শীতের মৌসুমে বাহারি সবজি বাজারে পাওয়া যায় এবং বাড়িতে গৃহিণীরা রান্নাঘরে মজাদার রান্না তৈরি করেন। খেতে নিশ্চয়ই সুস্বাদু হয়েছে? আপনাদের এরিয়াতে কি বড়ি পাওয়া যায়? আমাদের বাংলাদেশের রাজশাহী ইহা বেশ জনপ্রিয়। সম্পূর্ণ রেসিপি পোস্টটি আমাদের মাঝে স্টেপ অনুসারে উপস্থাপন করেছেন যা যে কেউ একবার দেখে বাড়িতে রান্না করতে পারবেন।

Sort:  
 last year 

হ্যাঁ স্যার খেতে বেশ সুস্বাদু হয়েছে।আমাদের এখানে বড়ি কিনতে পাওয়া যায় কিন্তু এই বড়িটা আমার স্বামীর একটা ছাএীর মা তৈরি করে পাঠিয়েছে।আমার জানা ছিলো না রাজশাহী নাম আছে।ধন্যবাদ এতো সুন্দর একটা মন্তব্যর জন্য।

 last year 

আপনাকে স্বাগতম। হ্যাঁ, রাজশাহী নামে আমাদের জেলা রয়েছে বাংলাদেশে। বড়ি খাওয়ার সৌভাগ্য হয়েছিল আমার ইহা সত্যি দারুন খেতে। বাড়ির মহিলারা এই মৌসুমে সকলের জন্য বাহারি খাবার তৈরী করেন যার প্রশংসা করতেই হয়। যাইহোক, আপনার হাতে তৈরি পরবর্তী রেসিপির অপেক্ষায় রইলাম।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.033
BTC 69488.13
ETH 3501.35
USDT 1.00
SBD 3.69