"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড # ৮৫৬ [ তারিখ : ৩০-১২-২০২৫ ]
বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার- @shimulakter
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
লেখিকা: শিমুল আক্তার। জাতীয়তা: বাংলাদেশী। উনি এম এস সি (জিওগ্রাফি) কমপ্লিট করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। উনি একজন গৃহিণী। স্বাধীনচেতা মানুষ হিসেবে উনি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসেন। ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করেন।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
অরিগ্যামি পোস্ট - ❤️🧡 " রঙিন কাগজ দিয়ে উলের টুপির অরিগ্যামি তৈরি "by shimulakter (30/12/2025)
আজ আবার একটি অরিগ্যামি ফিচার্ড পোস্ট হিসেবে বেছে নিয়েছি, তার মূল কারণ হলো DIY। হাতের কাজ মানুষের সৃজনশীলতা প্রকাশের মাধ্যম। আপনারা জানেন, আমার বাংলা ব্লগ সবসময় হাতের কাজ ও মানুষের শৈল্পিক দিককে ও সৃজনশীলতাকে সমর্থন করে। আর শীতকালের একটি বাস্তব সমস্যা থেকে এমন সুন্দর ভাবনার জন্ম নিয়েছে যা প্রতীকী হলেও আমার কাছে দারুন লেগেছে।
DIY শুধু নিখুঁত কারুকার্যই নয়, বরং সেই কাজের পেছনের ভাবনা ও আবেগকে ফুটিয়ে তোলে। পোস্টে যেমন লেখক নিজের সকালের হাঁটার অভ্যাস যা শীতের কারণে পারছেন না, শীতে মানুষের কষ্ট এবং দাদুর স্মৃতির সাথে উলের টুপির ভাবনাকে একসূত্রে বেঁধেছেন। ফলে অরিগ্যামি শুধু DIY এ থেমে থাকেনি, বরং অনেকগুলো অনুভূতির প্রকাশ করেছে। তাই @shimulakter এর বানানো রঙিন কাগজের টুপির অরিগ্যামি শুধু সৌন্দর্য নয়, তার চিন্তা ও সহানুভূতির প্রকাশও বটে।



আমার তৈরি করা রঙিন কাগজের এই ডাই পোস্টটিকে ফিচারড আর্টেকেল হিসেবে মনোনীত করার জন্য অনেক ধন্যবাদ জানাই।