"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৬২২ [ তারিখ : ১২ - ০৪ - ২০২৫ ]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @fasoniya


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নাম-ফারজানা আক্তার সোনিয়া। জাতীয়তা- বাংলাদেশী। শখ-তিনি আর্ট করতে খুবই পছন্দ করি। ওনার প্রিয় শখ হচ্ছে আর্ট করা।শিক্ষাগত যোগ্যতা- এইচএসসি পরীক্ষা কমপ্লিট করে ডিগ্রী জন্য আবেদন করেছেন। স্টিমিট ব্লগিং ক্যারিয়ার-২০২১ সালের মে মাসে স্টিমিটে জয়েন করেছিলেন এবং এখন মোট ব্লগিং ক্যারিয়ারের বয়স ৯৯৫ দিন।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

image.png


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzjrqurwxC3F4RFY95JKTmAvwP5PCiv6uvfo9fywrunjFqP5RHGKw1eb4b6VL5wnU9HDaUgEANBr3LqMe6.jpg

লইট্টা শুটকি ভর্তা রেসিপি..। by @fasoniya( date 12.04.2025 )

আজকেও আপনাদের সাথে নতুন একটি রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি। প্রতি সপ্তাহে চেষ্টা করি আপনাদের মাঝে একটা রেসিপি পোস্ট শেয়ার করতে। তবে বেশ অনেকদিন হয়ে গেল আপনাদের মাঝে রেসিপি পোস্ট শেয়ার করা হয়ে ওঠেনা আরুশ বাবুকে বসতে পারে এবং একটু একটু দাঁড়াতে পারে তার পেছনে অনেকটাই সময় দিতে হয়। সেজন্য আর রেসিপি তৈরি করা হয়ে ওঠেনা। তারপরও ভাবলাম অনেকদিন পর একটু সময় করে একটা রেসিপি তৈরি করি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। ভর্তাটা তৈরি করেছিলাম বেশ কিছুদিন ধরে তেমন কিছু খেতে ছিল না তাই ভাবলাম একটু ঝাল ঝাল ভর্তা তৈরি করি। মজাদারের ঝাল ঝাল লইট্টা শুটকি ভর্তা দিয়ে খুবই মজা করে ভাত খেয়েছিলাম। এই শুটকি ভর্তা দিয়ে যার মুখে রুচি নেই সেও এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবে। আজকে আমি নতুন আরেকটি রেসিপি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লাগবে।--


আমাদের কমিউনিটিতে প্রতিনিয়ত প্রচুর পরিমাণ রেসিপি পোস্ট করা হয় । বেশ ভালো ভালো কিছু রেসিপি পোস্ট আজকেও হয়েছে । তার মধ্যে সোনিয়া আপুর রেসিপি আমার অনেক ভালো লেগেছে । ব্যক্তিগতভাবে ওনার সকল পোস্টটি বেশ ভালো লাগে তবে , আজকে যে রেসিপিটি উনি তৈরি করেছেন সেটি অনেক ভালো ছিল । উনার রেসিপিটির নাম লইট্টা শুটকি ভর্তা রেসিপি। ব্যক্তিগতভাবে লাইটটা শুটকি রেসিপি আমার অনেক ভালো লাগে । আপুর রেসিপিটিও অনেক ভালো লাগে।

সবদিকে বিবেচনা করে তাই এ পোস্টটি কে আজকের ফিচারড আর্টিকেল হিসেবে নির্বাচন করা হলো ।


6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzjrqurwxC3F4RFY95JKTmAvwP5PCiv6uvfo9fywrunjFqP5RHGKw1eb4b6VL5wnU9HDaUgEANBr3LqMe6.jpg

ছবিটি সোনিয়া আপুর ব্লগ থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 8 months ago 

সোনিয়া আপুর রেসিপিটি যেমন লোভনীয় লাগছে খেতেও নিশ্চয়ই অনেক সুস্বাদু ছিল৷ ঝাল ঝাল শুটকি ভর্তা খেতে অতুলনীয় স্বাদ।আপুর রেসিপিটি দেখেই তো লোভ লেগে গেল ধন্যবাদ পোস্টি ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য ।

 8 months ago 

লইট্টা শুঁটকির ভর্তা রেসিপি আমার তো খেতে ভীষণ মজা লাগে। শুঁটকি যেকোনো ধরনের হলেও আমার কাছে ভীষণ ভালো লাগে খেতে। তাছাড়া আপুর রেসিপিগুলো আমার কাছে এমনিতেও ভালো লাগে। আজকে আপু সুন্দর রেসিপি মনোনীত হয়েছে দেখে আরো অনেক খুশি হলাম। আপুর জন্য অনেক শুভেচ্ছা রইল।