"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড # ৮৫৫ [ তারিখ : ২৯-১২-২০২৫ ]
বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
রেসিপি পোস্ট ঝাল ঝাল দেশি মুরগি ভুনা original recipe by @saymaakter
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নাম: আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
রেসিপি পোস্ট ঝাল ঝাল দেশি মুরগি ভুনা original recipe by @saymaakter (29/12/2025)
ঠান্ডায় মোটামুটি পছন্দের খাবার খাওয়া কিছুটা বন্ধ হয়ে গিয়েছে, গিন্নিকে তেমন জোর করতে পারিনা। তবে ভার্চুয়ালি অথরদের রেসিপি দেখে, মনে মনে খাওয়ার ইচ্ছে পূরণ করে নেই।
এই মাঝরাতে যখন অথরের পোস্ট দেখছিলাম, তখন যেন কাল্পনিকভাবে ঝাল মুরগির মাংস ভুনা খাওয়ার স্বাদ অনুভব করতে পারছিলাম, বেশ ভালো লেগেছে পোস্টটি। কেননা কিছুটা হলেও মনের আহ্লাদ তো পূরণ হয়েছে, এইবা কম কোথায়।
অথরের সৃজনশীল কাজকর্ম কে সাধুবাদ জানাই, যদি বাস্তবে খেয়ে দেখা যেত, তাহলে হয়তো স্বাদের পরিপূর্ণতার কোন ঘাটতি থাকত না। শুভেচ্ছা রইল অথরের জন্য।




Congratulations @abb-featured! Your post was upvoted by @supportive. Accounts that delegate enjoy 10x votes and 10–11% APR.
ফিচার্ড আর্টিকেলে আমার রেসিপি পোস্ট মনোনীত করা হয়েছে দেখে অনেক ভালো লাগলো।সত্যি কথা বলতে যে কোন কাজ যদি লেগে থাকা যায় তাহলে এর মূল্যায়ন অবশ্যই একদিন না একদিন পাওয়া যায় । তাই চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত। এরই মাঝে যখন আবার পোস্ট ফিচার আর্টিকেলে দেখি তখন আনন্দের কোন সীমা থাকে না। অনেক ধন্যবাদ ভাই আমার পোস্টটি ফিচারড আর্টিকেল সিলেক্ট করার জন্য।