"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৮৪৮ [ তারিখ : ২১.১২.২০২৫ ]


Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার- @shimulakter


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

লেখিকা: শিমুল আক্তার। জাতীয়তা: বাংলাদেশী। উনি এম এস সি (জিওগ্রাফি) কমপ্লিট করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। উনি একজন গৃহিণী। স্বাধীনচেতা মানুষ হিসেবে উনি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসেন। ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করেন।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

1000130657.jpg


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


1000130601.jpg

ক্লে দিয়ে ওয়ালমেট তৈরি by @shimulakter (18/12/2025)

বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজ শেয়ার করবো একটি ডাই পোস্ট।ক্লে দিয়ে আমি নানা সময় নানা ধরনের ডাই তৈরি করে থাকি। এ ধরনের ডাই তৈরি করতে যেমন ভালো লাগে ঠিক তেমনি তৈরি হয়ে যাওয়ার পর ঘরে সাজিয়ে রাখলে ও ভালো লাগে। আজ আমি ক্লে দিয়ে একটি ওয়ালমেট তৈরি করে নিলাম।তাই শেয়ার করতে চলে এলাম।আজকের এই ওয়ালমেটটি তৈরি করতে আমার কি কি উপকরণ লেগেছিল আসুন আগে দেখে নেই।----


ক্লে দিয়ে DIY পোস্টের আইডিয়া গুলো দারুণ লাগে আমার! ক্লে ওয়ালমেট যেমন দেখতেও সুন্দর হয় তেমনি বাড়ির সাজসজ্জায় নতুনত্ব নিয়ে আসে। নিজের হাতে বানানো ক্লে ওয়ালমেট বাড়ির দেয়াল গুলোকে রূপান্তরিত করে ফেলা যায়। এই DIY প্রজেক্ট গুলো শুধু ভালোলাগার জন্য নয়, বাড়িতে নিজস্বতার দেওয়ার কাজে লাগে। রঙিন ক্লে, আঁঠা এবং কার্ডবোর্ড ব্যবহার করে আজকের পোস্টদাতা খুব সুন্দর একটি ওয়ালমেট বানিয়েছেন।

যেকোনো ধরনের ডিআইওয়াই বানানো বেশ সময় সাপেক্ষ ব্যাপার তবে যখন সেটা একদম বানানো শেষ হয় তখন সময় কিংবা খাটনি দুটোই যেন সার্থক মনে হয়। আমার বাংলা ব্লগ সব সময় DIY পোস্ট কে সাপোর্ট করে এসেছে। আজ যখন আমার বাংলা ব্লগ স্ক্রল করছিলাম সেই সময়ই পোস্টটি আমার নজরে আসে। উনার বানানো ওয়ালমেট আমার বেশ সুন্দর লেগেছে, আশা করি আপনাদেরও ভালই লাগবে।


1000130601.jpg

ছবিটি শিমুল আক্তারের ব্লগ থেকে নেওয়া।

ধন্যবাদ সবাইকে।