"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #২০৮ [তারিখ : ০২-০২-২০২৪]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে । এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @bdwomen


অথরের নামঃআকলিমা আক্তার মুনিয়া । জাতীয়তা- বাংলাদেশী । বৈবাহিক অবস্থান- বিবাহিত । তার শখ- আর্ট করা, রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করা , ছবি তোলা। তাছাড়া তিনি দারুন সব রেসিপি ও তৈরি করতে পারেন। তার স্টিমেট ব্লগিং ক্যারিয়ার শুরু- ২০২১ সালের এপ্রিল মাসে। তিনি তার পরিশ্রম, মেধা এবং ঐকান্তিক প্রচেষ্টা দিয়ে আমার বাংলা ব্লগে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন।

এক নজরে তাঁর বিগত দিনের পোস্টগুলি :


IMG_20240202_225604.webp

" আমার বাংলা ব্লগ" আজকের ফিচার্ড আর্টিকেল


IMG_20240202_155422.webp

আর্ট :- কার্ডবোর্ড এর মধ্যে আঁকা পাখির পেইন্টিং (তারিখ ২.২.২০২৪)

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে সুন্দর একটা পেইন্টিং করে দেখাবো। এরকম পেইন্টিং গুলো করতে আমার কাছে অনেক ভালো লাগে। কারণ পোস্টার রঙ দিয়ে আঁকলে রংগুলো খুব তাড়াতাড়ি ছবির সাথে মিশে যায়। তাই আজকে আমি একটি গাছের ডালে বসে থাকা পাখির সুন্দর একটি পেইন্টিং। আমার নিজের আঁকা পেইন্টিং গুলো সব সময় আমার কাছেই বেশ ভালই লাগে। কারণ এরকম পোস্টার রং দিয়ে পেইন্টিং গুলো করতে অনেক সময় দিয়ে করতে হয়। তাছাড়া এরকম পেইন্টিং গুলো আঁকতে ধৈর্য দিয়ে আঁকতে‌ হয় কারণ একটু এলোমেলো হয়ে গেলে পুরো আর্ট নষ্ট হয়ে যায়। কিন্তু আমি সব সময় আমার আর্টগুলোর পিছনে বেশ অনেকটাই সময় দিয়ে থাকি। এই আর্ট আমি অনেকদিন আগেই করেছিলাম কিন্তু সময় কারণে করা হয়ে উঠেনি। তাই আজকে চেষ্টা করলাম আপনাদের মাঝে এই সুন্দর আর্ট নিয়ে আবার নতুনভাবে হাজির হওয়ার জন্য। আশা করি আমার করা এই পাখির পেইন্টিং আপনাদের সবার বেশ ভালোই লাগবে।



3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovWyggQHpxCevQSu7TQPuq51FDWW5yeqQkodFuj7QpHv7CyTmRjLRxDtN9rDvRQvUbm1em9m1CVs6qe5dP35YJRie.webp


ছবিটি নেয়া হয়েছে @bdwomen এর পোস্ট থেকে


আকলিমা আক্তার মুনিয়া, যার স্টিমেট আইডির নাম bdwomen। তিনি এই কমিউনিটির অত্যন্ত নিষ্ঠাবান একজন ইউজার। তিনি সম্ভবত আমার বাংলা ব্লগের সবচাইতে সেরা আঁকিয়েদের একজন। তিনি যেমন দুর্দান্ত ছবি আঁকতে পারেন তেমনি ডাইপ্রজেক্ট তৈরিতেও তার জুড়িমেলা ভার। আবার যে কোন কনটেস্টে তিনি দারুন সব ইউনিক আইডিয়া নিয়ে হাজির হয়ে যান।

বিবাহিতা একজন মহিলা হয়ে সংসারের শত ঝামেলা সামলেও তিনি দারুন ভাবে তার ব্লগিং ক্যারিয়ার চালিয়ে যাচ্ছেন। শুধু যে দারুন সব পোস্ট করেই তিনি বসে থাকেন তা নয়। কমিউনিটিতে তার এংগেজমেন্ট ও দারুন।

আজকের ফিচার পোস্ট বাছাই করতে গিয়ে হঠাৎ করে তার এই পোস্টটি দেখে আমি আর চোখ সরিয়ে নিতে পারছিলাম না। একাধিকবার খুঁজেও আজকে এর থেকে ভালো কোন পোস্ট আমি পাইনি। কার্ডবোর্ডের ওপরে তিনি পাখির যে পেইন্টিংটি তৈরি করেছেন সেটা দেখে মনে হচ্ছে কোন প্রফেশনাল শিল্পীর কাজ। নিঃসন্দেহে তার এই পোস্টটি আজকের দিনের সেরা পোস্টগুলোর ভেতরে অন্যতম। এই কারণে আমি তার আজকের পোস্টটি ফিচার পোস্ট হিসেবে মনোনীত করেছি।


ধন্যবাদ

Sort:  
 3 months ago 

আজকের এই ফিচারড আর্টিকেল পোস্টে bdwomen আপুর নাম দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। কমেন্ট করার সময় উনার এই পোস্ট দেখেছিলাম। ওনার এই পোস্টে কমেন্ট করা হয়েছে। এই পেইন্টিংটা যখন আমি প্রথম দেখেছিলাম তখনও আমার কাছে খুব ভালো লেগেছিল। অনেক বেশি মনোমুগ্ধকর ছিল উনার করা এই পেইন্টিংটা। ধন্যবাদ ওনার এই পোস্ট ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করার জন্য।

 3 months ago 

আসলে আমি আমার সংসারের সব কাজগুলোকে প্রথমে প্রাধান্য দিই তারপরেই একই রকম ভাবে এস্টিমেট এর কাজগুলোকেও প্রাধান্য দিয়ে থাকে। কারণ আমার হাজব্যান্ড মাদ্রাসায় চাকরি করে তাছাড়া এই প্লাটফর্মেও কাজ করে। তাই আমরা দুজনেই সব সময় চেষ্টা করি নিজের পরিবারটাকে সুন্দরভাবে সাজিয়ে নেওয়ার জন্য। তাই শত ব্যস্ততার মধ্যেও নিজের কাজগুলোকে সবসময় সবার থেকে সেরা করার চেষ্টা করি। তাই আজকের এই পাখির পেইন্টিংটি আপনাদের ভালো লেগেছে। আমার পোস্টটি সিলেক্ট করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 3 months ago 

bdwomen আমার বাংলা ব্লগের খুব ভালো একজন ইউজার। তিনি সবসময় নিজের ক্রিয়েটিভিটি কে তুলে ধরার চেষ্টা করে সবার মাঝে। ওনার ক্রিয়েটিভিটি দেখলে সত্যি আমি মুগ্ধ হয়ে যাই। কার্ডবোর্ডের মধ্যে আঁকা পাখির পেইন্টিং এর এই পোস্টে আমি কমেন্ট করেছিলাম। তিনি অনেক সময় ব্যবহার করে এটা সম্পূর্ণ করেছিল যা দেখে বুঝতে পেরেছি। উনার এই পোষ্ট ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.033
BTC 61726.60
ETH 3041.60
USDT 1.00
SBD 3.86