"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড # ১৬৭ [তারিখ : ২৩-১২-২০২৩

image.png

Banner Credit @alsarzilsiam


০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে । এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @bdwomen


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নাম আকলিমা আক্তার মুনিয়া, স্টিমিট ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

Untitled-1.png
Untitled-11.png

"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


ফটো-1.jpg

চায়ের কেটলি আর কাপের ম্যান্ডেলা আর্ট। by @bdwomen by.• 22 December 2023

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করে দেখাবো। এরকম সুন্দর ম্যান্ডেলা আর্টগুলো করতে আমার কাছে বেশ ভালো লাগে। তাই আজকে কেটলির আর চায়ের কাপের সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করলাম। চায়ের কাপের ম্যান্ডেলা আর্ট গুলো দেখতে বেশ সুন্দর দেখায়। আমার কাছে এরকম ছোট ছোট ফুলের আর্ট গুলো দেখতে বেশ ভালো লাগে। আমি সবসময় চেষ্টা করি সুন্দর আর্ট গুলো করে আপনাদের খুব উপহার দেওয়ার জন্য। কারন আমার কাছে একেক ধরনের আর্ট পোস্টগুলো দেখতে ভালো লাগে না। তাই চেষ্টা করি একেক দিন একেক ধরনের পোস্ট করার জন্য। আজকে চেষ্টা করেছি চায়ের কাপের আর চায়ের কেটলির সুন্দর ম্যান্ডেলা আর্ট করার জন্য।…



ফটো-2.jpg


ছবিগুলো আকলিমা আক্তার মুনিয়া আপুর এর পোস্ট থেকে নেওয়া হয়েছে।

সৃজনশীলতা এবং দক্ষতা প্রকাশের সেরা কমিউনিটি হলো আমার বাংলা ব্লগ, কারন আমরা সবাই চেষ্টা করি সেরা কিছুকে সর্বদা সাপোর্ট দেয়ার। আমরা বিশ্বাস করি সৃজনশীলতা বিহীন কিছু কখনোই কোন কিছুর গুরুত্ব বৃদ্ধি করতে পারে না। সেই জন্য আমার বাংলা ব্লগ শুরু হতেই সৃজনশীলতা এবং সেরাদের সঠিক মূল্যায়নের চেষ্টা করে যাচ্ছে, কোয়ালিটিপূর্ণ কিছু শেয়ার করার ক্ষেত্রে আরো বেশী উৎসাহ দেয়ার চেষ্টা করছে, যাতে সকলের মাঝে লুকিয়ে থাকা সৃজনশীলতা প্রকাশিত হওয়ার সুযোগ পায়।

আমি আজকে যে পোষ্টটিকে সেরা কিছু হিসেবে বিবেচনা করেছি সেটা একটা ম্যান্ডেলা আর্ট, যদিও এগুলো খুব সহজ কিছু মনে কিন্তু যে বা যারা এগুলো তৈরী করে কেবল তারাই বুঝতে বা উপলব্ধি করতে পারে এগুলো তৈরী করা কতটা কঠিন বা কষ্টসাধ্য ব্যাপার। আমি নিজেও একবার ট্রাই করেছিলাম কিন্তু সফল হতে পারি নাই। একটু অসতর্ক হলেই পুরো প্রচেষ্টা ব্যর্থ হয়ে যেতে পারে, শুরু হতে শেষ পর্যন্ত সঠিক মনোযোগের সাথে এগুলো তৈরী করতে হয়। এছাড়াও আজকের ম্যান্ডেলাটি বেশ আকর্ষনীয় কিছু মনে হয়েছে আমার নিকট। তাই আশা করছি আপনাদের কাছেও ম্যান্ডেলাটি ভালো লাগবে।

ধন্যবাদ সবাইকে।

Banner New.png

Sort:  
 5 months ago 

চায়ের কেটলি আর কাপের ম্যান্ডেলা আর্ট আমার ভীষণ ভালো লেগেছিল। এই পোস্টটিতে আমিও মন্তব্য করেছিলাম। সাদা কালো বিভিন্ন আর্ট আমার কাছে অনেক ভালো লাগে। দারুন একটি পোস্ট আজকের ফিচারড আর্টিকেল পোস্ট হিসেবে নির্বাচিত করা হয়েছে দেখে ভালো লাগলো।

 5 months ago 

এই পোস্ট টা আমি গতকালকে পড়েছিলাম। আমার কাছে বেশ ভালই লাগছিল খুব সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট ছিল। পোস্ট টি ফিচারড আর্টিকেলে দেখতে পেয়ে অনেক ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটি আর্টিকেল সিলেক্ট করার জন্য।

 5 months ago 

পোস্টটি পড়ে বেশ ভালো লাগলো আর ম্যান্ডেলা অংকনটি দেখে আমি মুগ্ধ হয়ে গেছি । আসলে ম্যান্ডেলা অঙ্কন করতে অনেক ধৈর্য ও সময় লাগে।সাদাকালো পোশাক যেমন ভালো লাগে তেমনি সাদা কালো অংকন গুলোও আমার অনেক ভালো লাগে।অসংখ্য ধন্যবাদ
ফিচারড আর্টিকেলে আপুর পোস্টটি মনোনীত করার জন্য।

 5 months ago 

আজকের ফিচারড আর্টিকেলে আকলিমা আপুর ম্যান্ডেলা আর্টটি দেখে আমার খুবই ভালো লেগেছে। আসলে চায়ের কেটলি এবং চায়ের কাপের অসাধারণ সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করছেন তিনি। উক্ত ম্যান্ডেলা আর্টের ডিজাইন করে দেওয়াটা খুবই চমৎকার হয়েছে। দারুন একটি পোষ্ট ফিচারড আর্টিকেলে প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 5 months ago 

আজকের এই ফিচারড আর্টিকেল পোস্টে bdwomen নামটা দেখে সত্যি খুব ভালো লাগলো। তিনি প্রতিনিয়ত সুন্দর সুন্দর কাজ করার চেষ্টা করে। ওনার করা এই ম্যান্ডেলা আর্ট আমি দেখেছিলাম। তিনি অনেক নিখুঁত হাতে এই ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছে। ধন্যবাদ ওনার এই পোস্টটা ফিচারড আর্টিকেল হিসেবে বাছাই করার জন্য।

 5 months ago 

আমি প্রায় সময় উনার বিভিন্ন ড্রইং গুলো দেখে থাকি বেশ ভালো লাগে, আরো চমৎকার বিষয় ড্রয়িং গুলোকে আরো বেশি ফুটিয়ে তোলার জন্য ব্যবহার করা হয় মেন্ডেলা এটা চমৎকার একটা আইডিয়া, খুব সুন্দর একটা মেন্ডেল তৈরি করেছে চায়ের কেথলির মধ্যে এটা খুবই চমৎকার লাগছে দেখতে,আপুর জন্য শুভকামনা রইল।

 5 months ago 

আমি এই ম্যান্ডেলা আর্ট দেখেছিলাম। প্রথমবার যখন এই ম্যান্ডেলা আর্ট দেখেছিলাম, তখন আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল দেখতে। এরকম ম্যান্ডেলা আর্ট গুলো এমনিতেই নিখুঁত ভাবে অঙ্কন করা লাগে। তবেই সুন্দর করে অঙ্কন করা যায়। Bdwomen এর নামটা দেখে সত্যি ভালো লেগেছে এই ফিচারডে। ওনার এই পোষ্ট ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করা হয়েছে দেখেই, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।

 5 months ago 

আজকে ফিচারড আর্টিকেলে আমার নিজের ম্যান্ডেলা পোস্টটি দেখে ভীষণ ভালো লাগলো। তাছাড়া আমি সবসময় এভাবে চেষ্টা করি সুন্দর এবং ইউনিক পোস্টগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আর যখন নিজের কাজের কোন একটা সৃজনশীল দেখতে পাই তখন বেশ ভালো লাগে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টি ফিচারড আর্টিকেলে নিয়ে আসার জন্য।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.13
JST 0.032
BTC 61451.22
ETH 2929.56
USDT 1.00
SBD 3.65