"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #২৩৮ [ তারিখ: ০৬-০৩-২০২৪ ]

Today's Featured post.png

Banner Credit @alsarzilsiam


০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে । এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @bijoy1


অথরের নাম আবদুল্লাহ আল সাইমুন @bijoy1। তার ডাক নাম বিজয়। তিনি একজন ছাত্র। তিনি ফেনী জেলায় বসবাস করেন। তিরি ঘুরতে পছন্দ করেন। তার পাশাপাশি বাইক চালানো, ফটোগ্রাফি করা, বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি তার পছন্দের কাজ। তিনি আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন ভেরিফাইড মেম্বার। তিনি সততা এবং নিষ্ঠার সাথে প্রতিনিয়তই এই কমিউনিটিতে কাজ করে যাচ্ছেন। তিনি এই প্লাটফর্মে যুক্ত হন ২০২২ সালের জুলাই মাসের ২২ তারিখে। তিনি কমিউনিটির অত্যন্ত সুপরিচিত একজন মেম্বার। যিনি শুরু থেকেই তার পরিশ্রম, মেধা এবং ঐকান্তিক প্রচেষ্টা দিয়ে আমার বাংলা ব্লগে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন।

এক নজরে তাঁর বিগত দিনের পোস্টগুলি :


1111.png

222.png

33.png

" আমার বাংলা ব্লগ" আজকের ফিচার্ড আর্টিকেল


adsada.jpeg

৮ পদের সব্জির আমিষ শুক্তো বা ঢাকার বিখ্যাত ভাঙাচোরা শুক্তো রেসিপি [০৬-০৩-২০২৪]

আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আমার একটি পোস্ট। খুবই ভিন্ন ধরনের এই পোস্ট। আমি আশা করি সকলে এই পোস্ট মনোযোগ দিয়ে পড়ে আপনার সুন্দর মন্তব্য শেয়ার করবেন। আজকে আমি আপনাদের সকলের সাথে আমার রান্না করা আরেকটি রেসিপি নিয়ে এসেছি। সচরাচর আমার আম্মু বা আপু রান্না করে। কিন্তু আমাকে এখনো রান্না করা লাগে না,কারণ ম্যাচে থাকি না তাই।কিন্তু এইটা ভাগ্যের বিষয় যে মজার মজার রান্নার স্বাদ এখনো নিতে পারি।তা যাইহোক, ব্যাচেলর লাইফে মাঝে মাঝে রান্না করা লাগে,আর আমরা এখন স্টিমিটে ব্যাচেলর হিসেবেই আছি। তাই প্রতিটা রেসিপি কন্টেস্টে আমাদেরকে যোগদান করতে হলে রান্নায় হাত দিতে হয়। যদিও আমি এর আগে আরেকটা রেসিপি পোস্ট শেয়ার করেছিলাম প্রতিযোগিতায়।আর সেখানে একটা অবস্থান পেয়ে আমি অনুপ্রাণিত। আর এজন্যই ভাবলাম এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবো।মূলত এই রেসিপিটা কখনো খাওয়া হয়নি,নামও শুনেছি হয়তো দু এক বার।কিন্তু এটা খেতে কেমন তা জানতাম না।তাই বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করে,সার্চ করে জানতে পারলাম টুকটাক বিষয়।সেজন্যই আয়োজন করে রেডি করলাম ৮পদের সব্জির ভাঙাচোরা বা আমিষ শুক্তো। নামটা অবশ্য আমার দেয়া নয়। যেহেতু আমি এখানে চিংড়ি মাছ এবং সুরমা মাছের মাথা ব্যবহার করেছি সেক্ষেত্রে এই নামটা মানানসই। তা যাইহোক, রান্নাটা খেয়ে বেশ মজাই লেগেছিলো আমার কাছে।এজন্য @winkles দাদাকে অনেক ধন্যবাদ,এত সুন্দর আর ইউনিক একটা কন্টেস্ট এর আয়োজন করার জন্য।...


dsffdsfsd.jpeg

bijoy.jpeg


ছবিগুলো নেয়া হয়েছে @bijoy1 এর পোস্ট থেকে


আজকের ফিচার্ড পোস্ট বাছাই করতে গিয়ে দারুন দারুন পোস্ট দেখতে পেয়েছিলাম। তবে আমার কাছে ব্যক্তিগতভাবে এই পোস্টটি দারুণ লেগেছিল। বর্তমানে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে একটি প্রতিযোগিতা চলছে, শুক্তো রেসিপি প্রতিযোগিতা অর্থাৎ যেই রেসিপিতে কোন ঝাল থাকবে না। ঠিক সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্যই তিনি এই পোস্ট করেছেন।

বিজয় ভাই এই কমিউনিটির একজন অ্যাক্টিভ মেম্বার। তিনি তার অ্যাক্টিভিটিসের মাধ্যমে তার এই নিজের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছেন। তিনি সব সময় এই কমিউনিটিতে কোয়ালিটি ফুল পোস্ট করে থাকেন। তিনি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়তই বিভিন্ন ধরনের পোস্ট করে যাচ্ছেন। এর মধ্যে ফটোগ্রাফি পোস্ট, ট্রাভেলিং পোস্ট এছাড়াও ডাই প্রজেক্ট অন্যতম। এছাড়াও তিনি বিভিন্ন ধরনের ইউনিক ইউনিক রেসিপি আমাদের মাঝে শেয়ার করেন। কমিউনিটির যে সমস্ত মেম্বার তাদের চমৎকার সব সৃজনশীলতা দিয়ে কমিউনিটিকে সমৃদ্ধ করে চলেছেন তিনি তাদের মধ্যে একজন।

তার রেসিপির প্রত্যেকটি ধাপের ছবিগুলো দেওয়ার পর সেই ছবিগুলোর বর্ণনা তিনি করেছেন এবং এই রেসিপি করতে যা যা উপকরণ দরকার সেগুলো তিনি অনেক চমৎকারভাবে উপস্থাপন করেছেন। মোটকথা আজকের দিনে ফিচার্ড পোস্ট করতে গিয়ে এই পোস্টটি সবথেকে বেশি ভালো লেগেছে বিধায় আজকে এই পোস্টটি ফিচার্ড পোস্ট হিসেবে মনোনীত করা হলো।



ধন্যবাদ

Sort:  
 2 months ago 

বাহ্! দারুণ একটি পোস্ট আজকের ফিচার্ড আর্টিকেল হিসেবে বাছাই করা হয়েছে। শুক্তো রেসিপি খেতে আসলেই দারুণ লাগে। এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা মজার মজার শুক্তো রেসিপি দেখতে পাচ্ছি। এই রেসিপিটা বেশ ইউনিক লেগেছে। যাইহোক এতো লোভনীয় একটি রেসিপি ফিচার্ড আর্টিকেল হিসেবে নির্বাচিত করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 months ago 

সকালে যখন রেসিপি টা দেখি খুবই ভালো লাগছিল। কারণ এত লোভনীয়ভাবে তৈরি করেছে রেসিপিটি আমার কাছে তো দেখেই খাওয়ার জন্য ইচ্ছে জাগলো। বেশ সুন্দর একটি রেসিপি নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন বিজয় ভাই। সেই রেসিপিটি ফিচারড আর্টিকেলে দেখতে পেয়ে অনেক বেশি ভালো লেগেছে।

 2 months ago 

রেসিপিটি দেখে অনেক ভালো লাগলো এবং লোভনীয় লাগছে। তবে শুক্তো রেসিপিটি খেতে কিন্তু বেশ ভালোই লেগেছিল। এবার প্রতিযোগিতায় ইউনিক কিছু রেসিপি দেখতে পেলাম। ফিচার্ড আর্টিকেলে বিজয় ভাইয়ের নামটি দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ দারুন একটি পোস্ট মনোনীত করার জন্য।

 2 months ago 

এই পোস্টে থাকা রেসিপিটির স্বাদ আমি নিতে পেরেছি বিধায় বলতে পারি এটা জাস্ট অসাধারণ একটা রেসিপি ছিল। খেতে যেমন সুস্বাদু দেখতে ও তেমনি খুব সুন্দর। ফটোগ্রাফির কথা না বললেই নয় অনেক সুন্দর ফটোগ্রাফি হয়েছে।আর এই পোস্টটাকে ফিচার্ড আর্টিকেলে এনেছে দেখে খুব ভালো লাগলো।

 2 months ago (edited)

আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @bijoy1 কে দেখে খুব ভালো লাগলো।আসলে রেসিপিটি অনেক সুস্বাদু হয়েছিল। যেহেতু খাওয়ার সুযোগ হয়েছে তাই বললাম আর কি। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.13
JST 0.033
BTC 63252.23
ETH 3035.50
USDT 1.00
SBD 3.73