"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড # ১২৬ [তারিখ : ১২-১১-২০২৩]
Banner Credit @alsarzilsiam
০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে । এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @oisheee
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নাম- নীলিমা আক্তার ঐশী।
জাতীয়তা বাংলাদেশী। উনার ভাষ্যমতে - আমি নীলিমা আক্তার ঐশী। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স ৪র্থ বর্ষের ম্যানেজমেন্ট বিভাগের ছাত্রী। আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না আমার খুবই প্রিয়। প্রিয়জনদের পছন্দের খাবার রান্না করে খাওয়াতে এবং তাদের প্রশংসা শুনতে আমার খুবই ভালো লাগে। নতুন নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে।আমি বাংলা ব্লগ কমিউনিটিতে জয়েন হয়েছি সবার সাথে বিভিন্ন রেসিপি এবং আর্ট শেয়ার করার জন্য এবং সেই সাথে অন্য সবার থেকে দারুন দারুন সব ক্রিয়েটিভিটি শিখতে। বাংলা ব্লগ কমিউনিটি একটি পরিবারের মত আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। স্টিমিট ব্লগিং ক্যারিয়ার - ২০২৩ সালের জুন মাসে স্টিমিটে জয়েন করেছেন।
ঐশী আপুর পোস্টগুলো পড়া হয়। উনি বরাবরই সব ক্রিয়েটিভ আর্ট শেয়ার করে থাকেন। চাদঁনী রাতে পেইন্টিংটিি দারুণ ছিল। পোস্টটি ফিচারড আর্টিকেল সিলেক্ট করার জন্য শুভেচ্ছা জানাচ্ছি
তিনি অনেক সুন্দর সুন্দর পোস্ট আমাদের মাঝে উপহার দিয়ে থাকেন । আজকে তার চিত্র অঙ্কন খুবই ভালো লেগেছে । চাঁদনী রাতে সৌন্দর্য উপভোগ করতে সবাই পছন্দ করে। আমি তার পোস্টটি রিভিউ করেছি। প্রতিটা ধাপে দারুন ভাবে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন । সেজন্যই আজ সেরা আর্টিকেল হিসেবে নির্বাচিত হয়েছে। তার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
ফিচার্ড আর্টিকেল হিসেবে পোস্টটি দারুন হয়েছে ।আর্টের কালার কম্বিনেশনটা খুবই সুন্দর হয়েছে দেখতে ভালো লাগছে । সব কিছু মিলিয়ে ভালো একজন ইউজার কে নমিনেশন দেয়া হয়েছে সত্যিই ভালো লাগলো দেখে ।
আজকে আপনার মাধ্যমে অনেক সুন্দর একটি ফিচারড আর্টিকেল দেখতে পেলাম। ঐশী আপুর কাজ গুলো দেখতে খুবই ভালো লাগে। উনি অনেক নিখুঁতভাবে যে কোন ধরনের আর্ট পোস্ট কিংবা ডাই পোস্ট তৈরি করেন। আমার কাছে বেশ ভালো লেগেছে আজকের শেয়ার করা পেইন্টিং। অনেক ভালো লাগলো ফিচারড আর্টিকেলে দেখতে পেয়ে।
আজকের ফিচারড আর্টিকেলে নিজের নাম দেখে খুবই ভালো লাগছে। নিজের আর্টের এত প্রশংসা শুনতে খুব ভাল লাগে এবং অনেক উৎসাহ পাই । আমার আর্ট করতে অনেক ভালো লাগে। তাই প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি করে পেইন্টিং করার জন্য।আমার পোস্ট আজকের ফিচারড আর্টিকেলে নির্বাচন করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
আসলেই চমৎকার একটা পোস্ট, ব্যক্তিগতভাবে ড্রয়িংটা আমারও খুব পছন্দ হয়েছিল। এবং আজকের চমৎকার একটা ড্রইং সকলের সেরা পোস্ট হিসেবে নির্বাচিত হয়েছে।
আজকের ফিচারড আর্টিকেলে দারুন একটি পোস্ট নির্বাচিত করা হয়েছে। ঐশী আপু সত্যি দারুন আর্ট করেন। আপুর আর্ট আমার খুবই ভালো লাগে। রাতের প্রকৃতি দেখতে অনেক সুন্দর। এই আর্ট অসাধারণ হয়েছে। ঐশী আপুর জন্য অনেক অনেক শুভকামনা রইলো।
আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @oisheee আপুকে দেখে ভালো লাগলো।উনার আর্টটি বেশ চমৎকার হয়েছে। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আজকের ফিচারড আর্টিকেলে ঐশী আপুর চমৎকার একটি পেইন্টিং এর পোস্ট দেখে আমার খুবই ভালো লেগেছে। আসলে চিত্র অংকনটি খুবই সুন্দর হয়েছিল। চাঁদনী রাতে দৃশ্যটি খুবই সুন্দরভাবে ফুটে ফুটেছে উক্ত চিত্র অংকনের মধ্যে।
ঐশী আপুর এই পোস্টটা ফিচারড আর্টিকেল হিসেবে বাছাই করে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। ঐশী আপুর এই পোস্টটা আমি দেখেছিলাম। তিনি অনেক নিখুঁতভাবে, ধৈর্য ধরে এবং দক্ষতাকে কাজে লাগিয়ে এই কাজটা সম্পূর্ণ করেছিলেন। ওনার কাজের প্রশংসা সত্যি না করে থাকা যায় না।