"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৪৮৯ [ তারিখ : ১৬.১১.২০২৪ ]


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।**


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @aongkon


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ


অথরের নাম - অংকন বিশ্বাস, ইউজার আইডি @aongkon। বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছেন।তিনি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করেন।২০২২ সালের আগস্ট মাসে স্টিমিট প্লাটফর্মের সাথে যুক্ত হয়েছেন।বর্তমানে স্টিমিট জার্নির বয়স প্রায় ২ বছর ৩ মাস।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

Screenshot_2024-11-15-15-58-12-602-edit_com.android.chrome.jpg


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1P7rnZmwyro1BmYwhDbfA8JGyaA8afS2hUZPbkg4wpg6TrV8RrVpzFjfLdPtmYXHAW4z4N3o323cPmA9t.jpeg

"শ্রীমঙ্গলের লাল পাহাড়ে চা-বাগানের সৌন্দর্য" ... @aongkon (15/11/2024 )

আজকে আমি আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। প্রতিনিয়ত আপনাদের সামনে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। আপনারা অনেকে জানেন যে, আমি গত বছরে আগস্ট..


আজকের ফিচার্ড আর্টিকেল বাছাই করার সময় এই পোস্টটি নজরে আসাতে ভাবলাম যে এই পোস্টটিকেই আজকের ফিচার্ড আর্টিকেল হিসেবে মনোনীত করা যাক।

আসলে ঘুরোঘুরি আমার ব্যাক্তিগতভাবে খুব বেশি পছন্দ।কিন্তু মূল সমস্যা হলো খুব দূরে কোথায় যাওয়া সবসময় সম্ভব হয়ে উঠে না ব্যস্ততা, ক্লাস বা কাজের কারণে।আর সব ম্যানেজ হলেও তখন আবার মানুষ ম্যানেজ হয় না!যেনো মুশকিলের কোনো শেষ নেই।তাই আসলে উনাদের এই দারুন সব পোস্ট দেখার মাধ্যমে দিন কাটাতে হয়।আজকেও তার ব্যতিক্রম ছিলো না। অর্থাৎ শ্রীমঙ্গল এর অনেক লেখা পড়েছি, অনেক ছবি দেখেছি কিন্তু যাওয়া হয়নি। আর উনার পোস্ট এর মাধ্যমে আসলে দেখার সৌভাগ্য হয়েছে। আর পাহাড়ের চা বাগানের ছবিগুলো যতো দেখছিলাম ততোই যেনো মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। কারণ চারিদিকে সবুজ আর সবুজ, দেখলেই যেনো চোখের শান্তি।আসলে পৃথিবীর যেখানে যা ই থাকুক না কেনো। অর্থাৎ যে সৌন্দর্য হয়ে থাকুক না কেনো। প্রকৃতির কাছে সবকিছু হার মানতে বাধ্য। আর তা যদি হয় পাহাড়, তাহলে তো কথাই নেই। আমি বিশেষ করে পাহাড় চড়তে খুব একটা পারিনা।অনেক হাঁটতে হয়, যেটা আমার খুব বেশি পছন্দ নয়, সে কারণে। তবে আমার ভালো লাগে না তা নয়। উনার ছবিগুলো দেখে বেশ ভালো লেগেছে। আর ছবিগুলো এতো সুন্দর ভাবে ক্যাপচার করেছেন যে, অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে।


6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1P7rnZmwyro1BmYwhDbfA8JGyaA8afS2hUZPbkg4wpg6TrV8RrVpzFjfLdPtmYXHAW4z4N3o323cPmA9t.jpeg

ছবিগুলো @aongkon এর ব্লগ থেকে নেওয়া

আর উনি প্রায় অনেকগুলো ভ্রমণ পোস্ট শেয়ার করেছেন। যেগুলোর কারণে অনেক কিছুই আসলে দেখার সৌভাগ্য হয়েছে। আশা করছি ভবিষ্যতেও তিনি উনার এই ধারা অব্যাহত রাখবেন এবং আমার বাংলা ব্লগের সাথেই থাকবেন।

ধন্যবাদ সবাইকে।

Banner New.png

puss_mini_banner4.png

Sort:  
 last month 

সিলেটের শ্রীমঙ্গলের পাহাড়ি চা বাগানের সবুজ প্রাকৃতিক দৃশ্য হৃদয়কে মুগ্ধ করে। এটা সত্যি বলেছেন পৃথিবীর সব সৌন্দর্য প্রকৃতির কাছে হার মানে। আমার পোস্ট ফিচারড আর্টিকেল করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 last month 

আমার কাছে ঘুরাঘুরি করতে যেমন ভালো লাগে, তেমনি অন্যদের ঘুরাঘুরি করার মুহূর্তগুলো দেখতেও আমার কাছে অনেক ভালো লাগে। অংকন ভাইয়ার এই পোস্ট ফিচারড হিসেবে দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। উনার এই পোস্টটি ফিচারড হিসেবে মনোনীত করার জন্য অনেক ধন্যবাদ।

 last month 

প্রাকৃতিক সৌন্দর্যময় স্থানগুলোতে ঘুরতে সবারই অনেক ভালো লাগে। অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last month 

এতো সুন্দর সবুজ প্রকৃতি দেখতে অনেক ভালো লাগে।প্রকৃতির সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করে। ঘোরাঘুরি করলে মনটা যেমন ভালো লাগে তেমনি সেই মুহূর্তের অনুভূতি গুলো পড়ে বেশ ভালো লাগলো। অংকন ভাইয়ার দারুণ একটি পোস্ট ফিচারড আর্টিকেলে সিলেক্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last month 

এটা ঠিক বলেছেন আপু প্রকৃতির সৌন্দর্য আমাদের সবাইকে মুগ্ধ করে। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 last month 

আজকের এই ফিচার্ড আর্টিকেলে অনেক সুন্দর একটা পোস্ট দেখলাম। খুবই সুন্দর একটা পোস্ট সিলেক্ট করা হয়েছে ফিচারড হিসেবে। অংকন ভাইয়ের আগের পোস্টগুলোতে দেখেছি তিনি অনেক জায়গায় ঘুরতে গিয়েছিলাম। তবে এই পোস্টটা দেখি নি। শ্রীমঙ্গলের লাল পাহাড়ে চা বাগানের সৌন্দর্য তিনি আমাদের মাঝে অনেক সুন্দর করে শেয়ার করেছেন। এইচআইডি হিসেবে এই পোস্টটা সিলেক্ট করা হয়েছে ফিচারড আর্টিকেল হিসেবে এই পোস্টটা সিলেক্ট করা হয়েছে দেখেই তো দারুন লাগলো।

 last month 

শ্রীমঙ্গলের লাল পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য অনেক সুন্দর। অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

 last month 

চমৎকার একটি উদ্যোগ। এই উদ্যোগের মাধ্যমে প্রতিদিন একটি করে ফিচারড আর্টিকেল আমরা দেখতে পাই। অনেক অনেক ধন্যবাদ প্রতিদিন একটি করে ফিচারড আর্টিকেল আমাদের মাঝে শেয়ার করার জন্য ।.

 last month 

সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।