"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #১৭ [তারিখ : ২০-০৭-২০২৩]steemCreated with Sketch.

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @bdhero


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নামঃ আল হিদায়াতুল ইসলাম শিপু।। জাতীয়তাঃ বাংলাদেশী। বর্তমানে এইচএসসি পাশ করে বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং করছেন । তিনি অবিবাহিত , বর্তমানে নীলফামারী জেলায় বসবাস করছেন। শখঃ ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করেন এছাড়াও বিভিন্ন ধরনের ট্রাভেলিং ব্লগ ও করতে পছন্দ করেন। স্টিমিট প্লাটফর্মে তিনি জয়েন করেছেন ২০২১ সালের মে মাসের ৩১ তারিখে।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

12.PNG

23.PNG


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH815kaE44jso8VcJoveurRVDGAXDtg7stAkQCXRo55xWMy5w4ZNe5xxXpZGxMeMTojbYzYChdyJSHE9Tzzxhr44WjwFM65C.jpg

"মায়ের উপমা"..... by @bdhero (date 18.07.2023 )

বন্ধুরা আসুন এখন কবিতাটি সম্পর্কে দুই একটি কথা আপনাদের সাথে শেয়ার করি। এই কবিতাটির সাথে আমার বাস্তব জীবনের মিল রয়েছে। সারাদিনে আম্মু আমার সাথে যা যা করে এটিই মজার ছলে লিখার চেষ্টা করেছি। প্রতিনিয়ত বাসায় আম্মুর সাথে কিভাবে সময় কাটে এটিই তুলে ধরেছি আমার এই কবিতার মাধ্যমে। আমার সাথে প্রতিদিন মা যা করে সেটিই কবিতার মাধ্যমে মজার ছলে লেখা। ঘুম থেকে ডাকার সময় বলে ১০ টা পার হয়ে গেছে আবার উঠে দেখি ৯ টাই বাজেনি।🤦🏻‍♂️ চুল, দাড়ি, নখ একটু বড় দেখলেই সেগুলো কাটার জন্য বেশ তাড়া দেয় আম্মু। …


কবিতা হলো একজন কবির মনের ভাব এর সংক্ষিপ্ত ছান্দসিক রূপ। অনেক জটিল বিশ্লেষণ শ্রুতি মধুর রূপে প্রকাশ করা হয় কবিতার মাধ্যমে। কবিতা লেখা হয় উপমা-উৎপ্রেক্ষা-চিত্রকল্পের সাহায্যে। যুগে যুগে বহু কবি দারুন সব শব্দের ব্যবহারে নিজেদের কল্পনাকে সবার সামনে তুলে ধরেছেন, যা মানুষকে ভাবিয়েছে, মুগ্ধ করেছে। বাংলা ব্লগ কমিউনিটিতে এমন একটি কবিতা আমার নজরে এসেছে যেখানে খুব সহজ ভাষায় মায়ের ভালোবাসা, মমতাকে প্রকাশ করা হয়েছে।

সকালবেলা ঘুমের ঘোরে
মায়ের আওয়াজ শুনি,
নয়টা হলে দশটা বাজায়
"মা" যে ভীষণ গুণী।

কবিতার এই অংশে মায়ের একটি বিশেষ গুণের কথা তুলে ধরা হয়েছে। সব মায়েরাই আসলে এরকম হয়ে থাকে। মায়ের এমন আচরণের অনেক স্মৃতি আছে সবারই। মায়েরা একটু অবুঝ প্রকৃতির হয় সন্তানের জন্য। আর সন্তানের ভালোর জন্য কতশত নিয়ম আছে মায়েদের। যখন যেটা প্রয়োজন মায়েরা তখন সেটাই প্রয়োগ করে থাকেন। এজন্যই তো মায়েরা একজন সন্তানের জন্য সবচেয়ে বড় শিক্ষক।

কবিতাটির মাধ্যমে মায়ের সাথে সারাটা দিন কাটানোর ভাবনা প্রকাশ পেয়েছে। সন্তানের প্রতি মায়ের মহামূল্যবান ভালোবাসা, আদর, শিক্ষা এবং স্বপ্নের প্রতি উদ্দীপনা ভাবনা এই কবিতার ভাষায় ব্যক্ত করা হয়েছে।

ক্রিম লাগাতো মুখে আমার
ঠোটে ভেসলিন,
পরিপাটি পোশাক পরিয়ে
করে দেয় ক্লিন।

মায়েদের এমন যত্ন সন্তানের কাছে বিরক্ত লাগে। কিন্তু একটা সময় গিয়ে প্রত্যেকটি সন্তান বুঝতে পারে মায়ের ওই ভালোবাসা গুলো পৃথিবীতে কতটা মূল্যবান। এমন অমূল্য ভালবাসা মা ছাড়া আর পৃথিবীর কোথাও পাওয়া সম্ভব নয়। মুখে ঠোঁটে ভ্যাসলিন আর পরিপাটি পোশাক পরিয়ে দেওয়া, মাথার চুল আঁচড়িয়ে দেওয়া - প্রত্যেকদিন স্কুলে যাওয়ার আগে মায়েরা এমনটা করবেনই।

আসলে মায়েদের ভালোবাসার কোন উপমা হয় না। মায়ের ভালোবাসার সাথে কোন কিছুর তুলনা চলে না। অত্যন্ত সহজ ভাষায় কবি মায়ের প্রতি ভালোবাসা আর সন্তানের প্রতি মায়ের যত্নের বিষয়টি তুলে ধরেছেন। কবিতাটি সত্যি আমাকে মুগ্ধ করেছে। পৃথিবীর সকল মা সুখে থাকুক। প্রত্যেকটি সন্তান যেন তার মাকে সারা জীবন খুব যত্নে নিজের কাছেই রেখে দেয়। বৃদ্ধাশ্রম গুলো যেন জনমানব শূন্য হয়ে পড়ে।


1111.PNG

ছবিটি শিপু এর ব্লগ থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 10 months ago 

"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। দোয়া রাখবেন সবাই যেন এরকম সুন্দর সুন্দর কবিতা আপনাদের মাঝে পোস্ট করতে পারি। আজকের ফিচারড আর্টিকেল রাইটার হতে পেরে আমার খুব ভালো লাগছে। সবাই দোয়া রাখবেন যেন, ভালো ভালো পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি।

 10 months ago 

জানাছিল না উনার নাম শিপু। আর উনি আমাদের প্রিয় সাথী আপুর ছেলে এবং সিয়াম ভাইয়ার ভাই। আজ এই পোস্টের মাধ্যমে সব বুঝতে পারলাম। তবে ‍উনার কিছু লেখা আমি পড়েছি। উনি বেশ সুন্দর লেখেন। উনার সব গুলো লেখায় কি যেন একটি মায়া আছে। দাদা কে অনেক অনেক ধন্যবাদ এমন একজন ভালো ব্লগার কে খুঁজে বের করে তাকে আজকের ফিচারড আর্টিকেলর উপাধি দেওয়ায়।

 10 months ago 

শিপু ভাইয়ের পোস্টটি ফিচার্ড আর্টিকেল হিসেবে বাছাই করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। শিপু ভাইয়ের লেখা কবিতাটি সত্যি অসাধারণ হয়েছে। তার বাস্তব জীবনের সাথে মিল রেখে এত সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে উপস্থাপন করেছেন যা সত্যিই প্রশংসনীয়। এছাড়াও শিপু ভাইয়ের পোস্ট খুবই কোয়ালিটি ফুল। ফিচার্ড আর্টিকেলে তার নাম দেখতে পেয়ে খুব ভালো লাগলো।

 10 months ago 

কবিতাটি আমার পড়া হয়েছে। খুব ভালো লিখেছেন ভাইয়া। আমার কাছে খুব ভালো লেগেছে। অনেক ধন্যবাদ জানাই আজ ভাইয়াকে ফিচারড আর্টিকেল রাইটার হিসিবে মনোনীত করার জন্য।

 10 months ago 

এখন যারা নতুন নতুন ইউজার আসতেছেন তারা কিন্তু অনেক ইউনিক পোস্ট শেয়ার করতেছেন দেখছি। আগের চাইতে যারা নতুন ইউজার তারাই অনেক বেশি চমৎকার পোস্ট গুলো শেয়ার করেন। অনেক ধন্যবাদ জানাই আপনাকে শিপু ভাইয়ের পোস্ট টি ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করার জন্য। আসলেই পোস্টটি অনেক সুন্দর ছিল চমৎকার একটি পোস্ট ছিল।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.13
JST 0.033
BTC 61915.54
ETH 3000.10
USDT 1.00
SBD 3.59