"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড # ২২১ [তারিখ : ১৬-০২-২০২৪]

Todys_Featured_Articles_2.png
Banner Credit @alsarzilsiam


০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে । এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @tauhida


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নামঃ তৌহিদা। তিনি বাংলাদেশে বসবাস করেন। তিনি বিবাহিতা, এক সন্তানের মা। তিনি রান্না করতে ও খেতে ভালোবাসেন, এছাড়া ঘুরতেও অনেক ভালোবাসেন। তিনি প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ড্রয়িং, ফটোগ্রাফি এবং কাগজ দিয়ে অনেক নতুন নতুন জিনিসপত্র তৈরি করে আমার বাংলা ব্লগ কমিউনিটিকে সমৃদ্ধ করে যাচ্ছেন। তিনি স্টিমিটে জয়েন করেন ২০২১ সালের এপ্রিল মাসে। তিনি তার পরিশ্রম, মেধা এবং ঐকান্তিক প্রচেষ্টা দিয়ে আমার বাংলা ব্লগে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

ওয়ান.png
দুই.png

"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


Screen.jpg

প্যাস্টাল রং দিয়ে করা আমার নতুন আর্ট। by @tauhida by.• 16 February 2024 ||

আজকে আমি আবার আপনাদের সামনে নতুন একটি আর্ট পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম । আজকে অনেকদিন পরে প্যাস্টেল রং দিয়ে আর্ট করেছি এবং করতে অনেক বেশি সমস্যা হয়েছিল । কারণ বেশ কিছুদিন হয়ে গেল এ ধরনের রং নিয়ে বসাই হচ্ছে না আর রং দিয়ে আঁকাটা আসলে একটা প্র্যাকটিসের ব্যাপার মাঝখানে গ্যাপ দিলে আবার আর্টটি কেমন যেন এলোমেলো হয়ে যায় । এজন্য এই আর্টটা করতে আমার দুই তিনটা পেজ নষ্ট করতে হয়েছে । তারপরও যে শেষ করতে পেরেছি এটাই বড় কথা । তারপর আবার ছেলেকে ছাড়া আর্ট করেছি দেখে ছেলেটা বাসায় এসে অনেক কান্নাকাটি করেছে যে ওকে ছাড়া আর্ট করে ফেলেছি । ওকে আবার কথা দিয়েছি একসাথে করবো । খুব শীঘ্রই আমরা আবার নতুন নতুন আর্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ।


সৃজনশীলতা আমার দৃষ্টিতে প্রতিটি মানুষের মাঝে লুকায়িত থাকা এক প্রতিভা শক্তি, যা ভিন্ন ভিন্নভাবে এবং ভিন্ন ভিন্ন উপায়ে আমরা উপস্থাপন করার চেষ্টা করি। তবে সেটা একদিনেই সম্ভব হয় না কখনো। সাধনা এবং ক্রমাগত অনুশীলন থাকা চাই এর জন্য। আপনি হয়তো খুব সহজেই অনেক কিছু আয়ত্ব করতে পারেন কিন্তু ড্রয়িং কিংবা ডাইয়া জাতীয় কিছু করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে থামতে হবে, হিমশিম খেতে হবে। যদি স্বীকার না করেন তাহলে ট্রাই করেন দেখুন না একবার। মাথায় হাত দিয়ে বসে থাকতে হবে, একবারে চেষ্টা করে কিছুই করতে পারবেন না, তারপর একটা সময় আপনি অধৈর্য্য হয়ে যাবেন। সত্যি বলতে এটাই বাস্তবতা এবং প্রকৃত সত্য।

আজকের ফিচারড পোষ্টটি সিলেক্ট করার পূর্বে আমি বেশ কিছু পোষ্ট দেখেছি, ওপেন করেছি এবং কিছু পোষ্ট পড়েও দেখেছি। সত্যি বলতে অনেক কিছুই করা সহজ কিন্তু যে বিষয়টি উপস্থাপন করছি সেটার যথাযথ বর্ণনা এবং কাংখিতভাবে তুলে ধরা মোটেও সহজ কাজ না। সবাই এটা সঠিকভাবে করতে পারেন না। এটাও একটা দারুণ দক্ষতা যে, আপনি যা উপস্থাপন করছেন সেটাকে সঠিকভাবে উপস্থাপন করতে পারছেন লেখার মাধ্যমে। এমনটা করতে পারলে সেটা পাঠকদের কাছে আরো বেশী সহজসাধ্য ও আকষর্ণীয় কিছু হয়ে থাকে।

Screen1.jpg

ছবিটি নেওয়া হয়েছে তৌহিদা আপুর পোস্ট থেকে

আজকে তৌহিদা আপুর পোষ্টটি দারুণ লেগেছে আমার কাছে, কারন এই জাতীয় আর্ট কিংবা প্রকৃতির দৃশ্য ভীষণ ভালো লাগে আমার কাছে। আসলে আর্ট কম বেশী সবাই পছন্দ করেন, বিশেষ করে যারা সৃজনশীলতার বিষয়টি বুঝেন। যদিও এটা খুব সহজসাথ্য একটা বিষয় না, যতই দক্ষতা থাকুক আপনার মাঝে আর্ট করতে গেলে বা বসলে একটু হিমশিম খেতেই হবে আপনাকে। তৌহিদা আপু নিজেও বলেছেন যে এটি আর্ট করতে গিয়ে দুই তিনটি পেপার নষ্ট করেছেন। যদিও উনার মাঝে গ্যাপ ছিলো। কিন্তু প্রকৃত সত্য হলো চাইলেই খুব সহজে কিছু ড্রয়িং করা যায় না, কারন এটা সহজ বিষয় না। কল্পনার বিষয়টিকে রং তুলির সাহায্যে বাস্তবতা উপস্থাপন করা বেশ কঠিন একটা বিষয়। আর উনি সেটা বেশ নিখূঁতভাবে উপস্থাপন করেছেন।

ধন্যবাদ সবাইকে।

Banner New.png

Sort:  
 3 months ago 

আজকের ফিচারড পোষ্টটি দেখে অনেক ভালো লাগলো। দারুন একটি প্রশ্ন নির্বাচিত করা হয়েছে। এছাড়া আমাদের সকলের প্রিয় তৌহিদা আপু সত্যি দারুন আর্ট করেন ও আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অনেক অনেক শুভকামনা রইলো আপুর জন্য।

 3 months ago 

আজকের ফিচার্ড আর্টিকেল হিসাবে আমার নিজের পোষ্টটি দেখে সত্যি খুব ভালো লাগছে । আমি চিন্তাই করতে পারিনি যে এটি ফিচার্ড আর্টিকেল হিসেবে এখানে নিজের অবস্থান করতে পারবে । আসলে এই আর্টটি করতে আমার অনেক বেশি কষ্ট হয়েছে এখন আমার কষ্টটা সার্থক হয়েছে । অনেক অনেক ধন্যবাদ আমার পোস্টটি এখানে নির্বাচন করার জন্য ।

 3 months ago 

তৌহিদা আপুর পোস্টটি দেখে অনেক ভালো লাগলো। আপুর অংকনটি অনেক ইউনিক ছিল। অঙ্কনের কালার কম্বিনেশন টা আমার অনেক ভালো লেগেছে।তৌহিদা আপুর পোষ্টটি ফিচার্ড আর্টিকেলে মনোনীত করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 months ago 

তৌহিদা আপুর আর্ট গুলো বেশ ভালোই লাগে। উনি প্রায় সময় প্রাকৃতিক দৃশ্যের আর্ট গুলো বেশি শেয়ার করেন। তাছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন ধরনের শেয়ার করা আর্ট গুলো অনেক ভালো লাগে। আজকের শেয়ার করা আর্ট আমার কাছে খুবই ইউনিক লেগেছে। এত সুন্দর একটি আর্ট পোস্ট ফিচারড আর্টিকেলে দেখতে পাওয়াই অনেক বেশি ভালো লেগেছে।

 3 months ago 

আজকের ফিচারড আর্টিকেলে তৌহিদা আপুর পেইন্টিং পোস্টটি মনোনীত করা হয়েছে দেখে খুব ভালো লাগলো। আসলে আপুর পেইন্টিং খুবই দুর্দান্ত হয়েছে। পেইন্টিং এর সৌন্দর্য সত্যিই হৃদয় ছুঁয়ে যায়। প্যাস্টাল রং দিয়ে করা পেইন্টিং খুবই দুর্দান্ত হয়েছে। প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং খুবই অসাধারণ।

 3 months ago 

তৌহিদা আপুর আর্টটি আজ ফিচারড আর্টিকেলে দেখে সত্যিই ভীষণ ভালো লাগলো ।আসলে আর্ট টি সত্যি চমৎকার ছিল। একদম ইউনিক লেগেছে আমার কাছে ।ভীষণ ভালো লাগলো দেখে। আপু মাঝে মাঝেই অনেক সুন্দর সুন্দর আর্ট শেয়ার করে যেগুলো দেখতে বেশ ভালো লাগে ।আজকের টিও চমৎকার ছিল।ধন্যবাদ।

 3 months ago 

গতকালকে তৌহিদা আপুর এই পোস্ট আমি দেখেছিলাম। তিনি অনেক সুন্দর করে এই আর্ট করেছিলেন। অনেক সুন্দর একটা দৃশ্যকে তুলে ধরার চেষ্টা করেছেন, যেটা আমার খুব ভালো লেগেছিল। প্যাস্টাল রং দিয়ে এই আর্ট করার কারণে অনেক সুন্দর হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ তৌহিদা আপুর এই পোস্ট ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করার জন্য।

 3 months ago 

প্যাস্টাল রং দিয়ে করা এত সুন্দর একটা আর্ট তৌহিদা আপু করেছিল যেটা দেখেই তো আমি মুগ্ধ হয়েছি। দুইটা ভিন্ন দৃশ্যকে তিনি সুন্দর করে তুলে ধরার চেষ্টা করেছে এই আর্ট এর মাধ্যমে। তৌহিদা আপুর আর্ট আমার কাছে খুবই ভালো লাগে, তিনি অনেক সুন্দর আর্ট করেন। ধন্যবাদ আপনাকে তৌহিদা আপুর এই আর্ট পোস্ট ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করার জন্য।

 3 months ago 

তৌহিদা আপুর এই আটটি আমি নিজেও আগে দেখেছিলাম। আসলেই আপুর আর্টটি কিন্তু দুর্দান্ত ছিল। আমরা শুধুমাত্র আর্ট করলেই হয় না। চেষ্টা করলে যে কেউই কম বেশি আর করতে পারে। কিন্তু আর্ট গুলোর মধ্যে সুন্দর একটি মধুর পরিবেশ ফুটিয়ে তোলাটা খুবই কঠিন। এটা অনেক ভেবেচিন্তেই করলে সম্ভব। আপনিও ঠিক বলেছেন আপু আর্টের মধ্যে থেকেই খুবই সুন্দর একটি অনুভূতি প্রকাশ পাচ্ছে। আমার কাছে এক কথায় আপুর আর অনেক ভালো লাগলো। আর আপনিও খুব সুন্দর ভাবে আপুর পোস্টটি সিলেক্ট করেছেন এটা দেখে আরো ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.13
JST 0.032
BTC 62983.95
ETH 2962.52
USDT 1.00
SBD 3.58