"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড # ১৯৯ [তারিখ : ২৪-০১-২০২৪]

Todys_Featured_Articles_2.png
Banner Credit @alsarzilsiam


০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে । এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @jamal7


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের পুরো নাম - মোঃ জামাল উদ্দিন। ইউজার আইডি @jamal7। বাংলাদেশে বসবাস করেন। প্রথমত বাঙালি হিসেবে তিনি নিজেকে অনেক গর্বিত মনে করেন। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা তার অনেক শখ। তিনি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করেন। সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে তার কাছে অনেক ভালো লাগে। তার স্টিমিট জার্নি শুরু হয় ২০২২ সালের জুলাই মাসের ২২ তারিখ হতে।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

Untitled1.png
Untitled11.png

"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


পিক-1.jpg

আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৫১ , শীতকালীন সবজির পাঁচ রকমের ভর্তা রেসিপি। by @jamal7 by.• 24 January 2024 ||

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি আমার বাংলা ব্লগের একজন সদস্য। আজকে আপনাদের সামনে খুব সুন্দর একটি নতুন ব্লগ নিয়ে আসলাম। কিন্তু আজকে আমি একটা খুব সুন্দর রেসিপি নিয়ে এসেছি। যদিও এই রেসিপিটা প্রতিযোগিতার উপলক্ষে তৈরি করা। সত্যি বলতে গত সপ্তাহে রেসিপি অংশগ্রহণ করার খুব ইচ্ছে ছিল। কিন্তু বিভিন্ন ধরনের ঝামেলার কারণে রেসিপি তৈরি করে উঠতে পারিনি।এজন্য যখন এক সপ্তাহ সময় বাড়িয়ে দেওয়া হল ভাবলাম আমি অবশ্যই রেসিপি তৈরি করব। আসলে আমি সব সময় প্রতিযোগিতাগুলোতে অংশগ্রহণ করার চেষ্টা করি। এইজন্য আমি এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ভাবলাম পাঁচ রকমের ভর্তা তৈরি করব। এইজন্য আমি শিম ভর্তা, বরবটি ভর্তা, টমেটো ভর্তা, বতুয়ার শাক ভর্তা , কাঁচামরিচ ভর্তা রেসিপি গুলো তৈরি করেছি। আসলে এতগুলো রেসিপি তো আমার একার পক্ষে করা সম্ভব না। তার জন্য এই রেসিপিগুলো তৈরি করতে আমার স্ত্রী আমাকে অনেক সাহায্য করেছে।


সৃজনশীলতা এবং কল্পনা দুটোর মাঝে দারুণ একটা সংযোগ রয়েছে, এই কথাটা আমি আগেও বলেছি এবং আজও বলছি। কারন সৃজনশীলতা কিংবা কল্পনা দুটোর উপস্থিতি যদি সঠিকভাবে না থাকে তাহলে নিজের দক্ষতা সঠিকভাবে উপস্থাপন করতে পারবেন না। সৃজনশীলতা যে কোন কাজের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যদি সেটা ঠিক ঠিকভাবে করতে ব্যর্থ হন তাহলে যত ভালই কাজ করেন না কেন তার ভালো ফলাফল কোনদিনও পাবেন না, এটা সম্ভবও না। আবার মোটামুটি কাজও যদি সৃজনশীলতার মাধ্যমে সঠিকভাবে উপস্থাপন করতে পারেন তাহলে সেটা যেমন সকলের দৃষ্টি আকৃষ্ট করতে সক্ষম হবে ঠিক তেমনি নিজের একটা অবস্থানও তৈরী করতে পারবেন।

আজকে আমি যে পোষ্টটি ফিচার আর্টিকেল হিসেবে নির্বাচিত করেছি, সেটার ফটোগ্রাফিগুলো একটু দেখুন। উপস্থাপনাটা সত্যি দারুণ হয়েছে। দৃশ্যগুলোর উপস্থাপন ভঙ্গি কিংবা সৃজনশীলতায় একদম পারফেক্ট ছিলেন। ভর্তা রেসিপিটি গুলো যেমন স্বাদের ছিলো, ঠিক তেমনি তার উপস্থাপনাও দারুণ ছিলো। যদিও ভর্তাগুলো বেশ কমন, কিন্তু স্বাদের দিক হতে বেশ দারুণ। কারন আমি প্রায় এই ভর্তাগুলোর স্বাদ নিয়ে থাকি।

পিক-2.jpg

ছবিটি নেওয়া হয়েছে jamal7 ভাইয়ের পোস্ট থেকে

একাধিক স্বাদের ভর্তা এবং সেগুলোর দারুণ উপস্থাপন, সত্যি আমাকে বেশ মুগ্ধ করেছে। শুধুমাত্র ভর্তাগুলোর জন্য নয় বরং তার উপস্থাপন এবং সৃজনশীলতা দেখেই আমি এই পোষ্টটিকে ফিচার আর্টিকেল করার সিদ্ধান্ত নিয়েছি। কথাগুলো বলার আরো একটা কারণ আছে সেটা হলো আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করা এবং এই মেসেজটি দেয়া, আপনারাও সবাই চেষ্টা করুন সৃজনশীলতার ক্ষেত্রে শতভাগ পারফেক্ট থাকার। যে কোন কাজের ক্ষেত্রে এটা যতটা সুন্দরভাবে ধরে রাখতে পারবেন, নিজের অবস্থান ততো সুন্দর অবস্থানে নিয়ে যেতে পারবেন।

ধন্যবাদ সবাইকে।

Banner New.png

Sort:  
 4 months ago 

@jamal7 ভাইয়া প্রতিযোগাতার জন্য খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন। যদিও এখনো পোস্টটি দেখা হয়নি তবে ভাইয়ার এত সুন্দর একটি পোস্ট আজকের ফিচারড আর্টিকেলের সেরা পোস্ট হিসেবে নির্বাচন করা হয়েছে দেখে খুব ভালো লাগলো। ভাইয়া সবসময়ই খুব সুন্দর সুন্দর পোস্ট আমাদের সাথে শেয়ার করেন। উনার পোস্ট গুলো আমার কাছে খুব ভালো লাগে। ফিচারড আর্টিকেলকে অসংখ্য ধন্যবাদ ভাইয়ার এত সুন্দর একটি পোস্ট নতুন করে তুলে ধরে আবারও আমাদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য।

 4 months ago 

আসলে আমিও মনে করি এরকম কিছু তৈরি করার আগে অনেক ভেবে চিন্তে তৈরি করতে হয়। আমি কিন্তু ভর্তা একটু বেশি বেশি করেই তৈরি করেছি। কিন্তু ডেকোরেশনটা অল্প দিয়ে সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম। কারণ সবগুলো ভর্তা একসাথে দিলে দেখতে তেমন সুন্দর দেখায় না। তাই নিজের মতো করে চিন্তা ভাবনা করে অল্প ভর্তা দিয়ে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছি। আমার পোস্টটি আপনার ভালো লেগেছে জেনে আমি নিজেই বেশ খুশি হয়েছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি আজকের ফিচারড আর্টিকেল সিলেক্ট করার জন্য।

 4 months ago 

আজকের এই ফিচারড আর্টিকেল পোস্টে জামাল ভাইয়ের নামটা দেখে সত্যি অনেক বেশি ভালো লেগেছে। তিনি অনেক সুন্দর করে পাঁচ রকমের ভর্তা তৈরি করেছে, এবং এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। গতকালকে ওনার এই পোস্টটা আমি দেখেছিলাম। তিনি প্রতিনিয়ত চেষ্টা করে যান সুন্দর করে পোস্ট করার। উনার পোস্ট আমার কাছে সব সময় ভালো লাগে। ধন্যবাদ ওনার এই পোস্ট ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করার জন্য।

 4 months ago 

আজকের ফিচারড আর্টিকেলে ওনার নামটা দেখে বেশ ভালো লাগলো। আসলে এই রেসিপিগুলো তৈরি করার সময় উনি অনেকটাই অস্থির হয়ে পড়েছিল। আমাকে বারবার বলতেছিল কখন রেসিপিগুলো তৈরি করে শেষ করে কিভাবে ডেকোরেশন করব এটা ভাবতে ভাবতে উনি শেষ। যাই হোক শেষমেষ সুন্দরভাবে উপস্থাপনা করেছে আপনাদের মাঝে এটা দেখেই বেশ ভালো লাগলো। আর আপনারা ওনার পোস্টটি দেখে অনেক খুশি হয়েছেন দেখে আরো ভালো লাগলো আমার কাছে। ধন্যবাদ আপনাকেও উনার পোস্টটি সিলেক্ট করার জন্য।

 4 months ago 

ফিচারড আর্টিকেলে জামাল ভাইয়ের নামটি দেখতে পেয়ে অনেক ভালো লাগলো।জামাল ভাইয়া সব সময় ব্যতিক্রম ধরনের পোস্ট আমাদের মাঝে শেয়ার করে থাকেন।ভাইয়ার পোস্ট গুলো অনেক দারুণ হয়। ভাইয়ার ভর্তা রেসিপির ডেকোরেশনটা অসাধারণ ছিল।
বেশ দারুণ একটি পোস্ট ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.26
TRX 0.13
JST 0.032
BTC 61035.98
ETH 2886.89
USDT 1.00
SBD 3.67