"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #১৬২ [তারিখ : ১৮-১২-২০২৩]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @bristychaki


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নামঃ অতশী চাকী (বৃষ্টি) । জাতীয়তাঃ বাংলাদেশী নতুন নতুন রেসিপি বানিয়ে সবাইকে খাওয়াতে তার ভালো লাগে। আর তার ভালো লাগে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে। "ভালো কাজের, ভালো ফল" কথাটাতে তিনি মনে প্রাণে বিশ্বাস করেন এবং মেনে চলার চেষ্টা করেন। তিনি ২০২২ সালের জুলাই মাসে স্টিমিটে যুক্ত হন।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

Screenshot_20231218_001326_Chrome.jpg


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


Screenshot_20231218_001112_Chrome.jpg

শোভা রানীর গল্প |পর্ব-১| by @bristychaki (date 17.12.2023 )

শোভা রানী আলোহা কোচিং এর একজন স্টাফ।তার কাজ ধোয়ামোছা পরিস্কার করা বাচ্চাদের দেখাশোনা করা।তার মাসিক বেতন ৩-৪ হাজার টাকা।আলোহা কোচিং এ যাওয়া-আসার সুবাদে শোভা রানীর সাথে আমার বেশ ভালোই পরিচিতি এবং অনেক কথাবার্তা হয় তার সাথে।আজ বিশেষ একটা কারনে আলোহা মিস ও শোভা রানী আমার বাসায় আসেন।কথায় কথায় অনেক গুলো বিষয় জানা হলো।হঠাৎ তার অতীতের গল্প গুলো শুনে আমি পুরোই বিস্মিত।আপনারা তো জানেন আমি কতটা সঙ্গীত প্রিয় একজন মানুষ।তাই যারা সঙ্গীতের সাথে জড়িত তাদের কে আমি খুবই ভালোবাসি এবং সন্মান করি।আজ তার জীবনের কিছু উত্থানপতন আপনাদের সাথে শেয়ার করছি।…


আমি সচরাচর ফিচার্ড পোস্ট তৈরি করার ক্ষেত্রে, বিশেষ করে জেনারেল রাইটিং লেখাকে বেশি প্রাধান্য দেই। কেননা সেই লেখাগুলোর ভিতরে একটা মেসেজ থাকে। এই লেখাটি যখন আমি পড়ছিলাম, তখন লেখিকা চেষ্টা করেছে একটা সাধারণ মানুষের জীবনকে সকলের সামনে উপস্থাপন করার জন্য। যা আমার কাছে বেশ ভালো লেগেছে।

আমরা হয়তো পারিপার্শ্বিক অবস্থায় নিজেদের কথা চিন্তা করতে গিয়ে, নিজেদের থেকে একটু অসচ্ছল মানুষের কথা তেমন একটা ভাবি না, তাদের ভিতরেও যে প্রতিভা থাকতে পারে, সেটা নিয়ে আমরা তেমন খুব একটা কর্ণপাত করি না। লেখিকা এখানে তার মেয়ের স্কুলের, একজন আয়ার জীবনের ঘটনা বেশ ভালোভাবে উপস্থাপন করেছে।

সেই ভদ্রমহিলা একসময় সংগীতের সঙ্গে বেশ ভালোভাবে যুক্ত ছিল এবং জাতীয় পর্যায়ে পুরস্কার পেয়েছিল। তবে কালের বিবর্তনে জীবন থেকে তার সবকিছুই হারিয়ে গিয়েছে। হয়তো জীবনের গতিবিধি এমনই। তারপরেও যখন সমসাময়িক সময়ে এসে, লেখিকা সেই মানুষের জীবন নিয়ে কিছু কথা লিখেছে, তখন সেটা অবশ্যই প্রশংসা পাওয়ার যোগ্য। আসলেই আশেপাশে এরকম অনেক প্রতিভাবান মানুষ আছে, কিন্তু আমরা কজনই বা তাদের গল্প শোনার চেষ্টা করি। আমরা তো সবাই নিজেকে নিয়ে ব্যস্ত।

থাক সেসব কথা, আমরা যদি নিজেদের জায়গা থেকে আশেপাশে ছড়িয়ে থাকা সাধারণ মানুষের প্রতিভার কথা তুলে ধরতে পারি, তাহলে সেটা একপ্রকার ভালো কাজের ভিতরেই পরে। লেখিকার এমন কর্মকান্ডে তার প্রতি আমার ভীষণ শ্রদ্ধা কাজ করছে। তার এমন কাজের ধারাবাহিকতা বজায় থাকুক, এই প্রত্যাশাই ব্যক্ত করছি।


JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xyzVXpFTRZi9FWLhyyh8mgoXPZbF31pTsLJ1WQGn3q2onLXgWL4FVHxCVdi5N4SNvgwL8ySSvb8vb6cVg2Q3gW7XuTx3g.jpeg

ছবিটি বৃষ্টি চাকী আপুর ব্লগ থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 5 months ago 

এই পোস্টটা পড়ে ছিলাম আমি৷ আসলে কার মাঝে কি প্রতিভা লুকিয়ে আছে, তা বলা মুশকিল। বৃষ্টি চাকি বৌদিকে শুভেচ্ছা জানাই, এই বিষয়ে লেখার জন্য।

 5 months ago 

আজকের ফিচারড আর্টিকেলে বৃষ্টিচাকী আপুর লেখা পোস্টটি সত্যিই ইউনিক একটি পোস্ট ছিল। উক্ত পোস্টটি পড়ে আমার খুবই ভালো লেগেছিল। আসলে কোন মানুষের মধ্যে যে কি রকম প্রতিভা আছে সেটা বোঝা বেশ কঠিন। বৃষ্টিচাকী আপুর পোস্টটি খুবই সুন্দরভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 5 months ago 

শোভা রানীর গল্প পোস্ট টি ফিচার্ড আর্টিকেল প্রকাশ করার জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।🙏আমি বেশ আগে থেকেই শোভা রানীকে চিনতাম কিন্তু কখনো বুঝতে পারিনি তার মধ্যে এতো প্রতিভা লুকিয়ে রয়েছে।আমাদের সমাজে শোভা রানীর মতো হাজারো মেধাবী আছে যারা পরিবারের চাপে পড়ে অকালে ঝরে যায়।আবারও কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। 🙏🙏❤️

 5 months ago 

বৃষ্টি চাকী দিদির এই পোস্টটা আমার পড়া হয়েছিল। শোভা রানীর ভিতরে কিন্তু অনেক প্রতিভা লুকিয়ে আছে। হয়তো ওনাকে দেখলে বুঝা যায় না এটা। বৃষ্টি চাকী দিদি চেষ্টা করেছে সুন্দর করে পুরোটা সবার মাঝে ভাগ করে নেওয়ার। অসম্ভব ভালো লেগেছিল আমার কাছে পুরোটা। ধন্যবাদ ওনার এই পোস্ট ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করার জন্য।

 5 months ago 

আসলে বেশিরভাগ মানুষের মধ্যে প্রতিভা লুকিয়ে থাকে, হয়তো এটা অন্যদের চোখে ধরা পড়ে না। এই পোস্টটা আমি পড়েছিলাম। এটা শোভা রানীর গল্পের প্রথম পর্ব ছিল। বৃষ্টি চাকী দিদির এই পোস্ট ফিচারড আর্টিকেল হিসেবে বাছাই করা হয়েছে দেখে সত্যি খুব ভালো লেগেছে। ধন্যবাদ এই পোস্ট ফিচারড আর্টিকেল হিসেবে বাছাই করার জন্য।

 5 months ago 

শোভা রানীর মতো অনেক প্রতিভা যত্নের অভাবে হারিয়ে যায়। বৃষ্টিচাকী আপুর পোস্টটি আমি পড়েছি। বেশ খারাপ লেগেছে শোভা রানীর জন্য। একটু সহযোগিতে পেলে শোভা রানীর জীবনটা অন্য রকম হতে পারতো। পোস্টটি ফিচার্ড আর্টিকেল হিসাবে মনোনীত করায় বেশ ভালো লাগলো।

 5 months ago 

বৃষ্টি চাকি দিদির পোস্টটি যদিও আগে পড়া হয়নি তবে এখন পরে বেশ ভালো লেগেছে। তবে এটা ঠিক কার মধ্যে কি প্রতিভা আছে তা সঠিক জায়গায় প্রয়োগ না করলে সেই প্রতিভা গুলা হারিয়ে যায়।বৃষ্টি চাকি দিদির পোস্টটি পড়ে আসলেই অনেক ভালো লাগলো। ধন্যবাদ দিদির পোস্ট ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.13
JST 0.032
BTC 61830.32
ETH 2914.09
USDT 1.00
SBD 3.62