"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৪৮২ [ তারিখ : ১০-১১-২০২৪ ]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @tanjima


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

পুরো নাম - তানজিমা।জাতীয়তা- বাংলাদেশী। শিক্ষাগত যোগ্যতা - ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ সম্পন্ন করেছেন।শখের কাজগুলোর মাঝে অন্যতম ছবি আঁকা, বই পড়া, লেখালেখি করা,ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করেন। সে সাথে পছন্দের কাজগুলোর মাঝে আরো কিছু হলো ভ্রমণ ও ঘুরাঘুরি করতে খুব পছন্দ করেন। স্টিমিট এ জয়েন করেছেন ২০২১ সালের আগস্ট মাস এ।স্টিমিট জার্নির বয়স ২ বছর ২ মাস চলমান।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

image.png

image.png


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


Camscanner_1731005998895.jpg

ডিম মামার ভাইরাল ডিম রেসিপি । by @tanjima (date 09.11.2024 )

আজ সকাল সকাল রেসিপি নিয়ে চলে এসেছি। আজ শেয়ার করবো ডিম মামার ভাইরাল ডিম রেসিপি । কিছুদিন আগে আমার হাজবেন্ড ইউটিউবে এই রেসিপি দেখেছিল। এরপর থেকে বলছে এই রেসিপি তৈরি করার জন্য। ডিমের এই রেসিপি বিকালের নাস্তা হিসেবে খেতে দারুণ লাগে। এই রেসিপি টিকটক বলেন আর ইউটিউব বলেন সব জায়গায় একদম ভাইরাল। এরপর আমিও একটু রেসিপি তৈরির পদ্ধতি দেখে নিলাম আর মানুষের কমেন্ট পড়ে জানতে পারলাম এটা খেতে নাকি খুবই সুস্বাদু। তাছাড়া দেখতেও সুস্বাদু লেগেছে। তাই চিন্তা করলাম এমন একটা ভাইরাল রেসিপি তৈরি না করলেই নয়।তারজন্য গতকাল বিকালে হাজবেন্ড কে বললাম ডিম আনতে। তাছাড়া মোটামুটি বাকি জিনিসপত্র ঘরেই ছিল। খুব সহজে অল্প সময়ে এই মজাদার রেসিপি তৈরি করা যায়। বিকালের নাস্তা হিসেবে খেতে দারুণ লাগে। এই রেসিপি তৈরি করতে যেসব উপকরণ লাগে তার প্রায় অনেক কিছুই আমাদের হাতের কাছে সবসময় থাকে। আমার কাছে সত্যিই খুব ভালো লেগেছে। আমার কাছে জলপাই এর টক ছিল বলে এই রেসিপিতে জলপাই এর টক দিয়েছি। আপনারা চাইলে তেঁতুলের টক দিতে পারেন। তবে টক না দিলে একদমই মজা নেই। আমরা খেয়ে খুবই মজা পেয়েছি। আপনারা আমার রেসিপি দেখলেই বুঝতে পারবেন কতটা সুস্বাদু হয়েছিল। তাহলে চলুন ধাপগুলো দেখে নেওয়া যাক।…


আমার বাংলা ব্লগ মানে হচ্ছে ইউনিক ইউনিক রেসিপি ছড়াছড়ি। আজকে সকালে আমার বাংলা ব্লগের পোস্ট গুলো ঘাটতে গিয়ে দেখি , ডিম মামার ভাইরাল ডিম রেসিপি শিরোনামে এই পোস্টটি তানজিমা আপু করেছেন । আসলে পোস্টটি শিরোনাম দেখেই বেশ লোভ লাগছিল যে এটা কি ধরনের রেসিপি হইতে পারে । পরে পোস্টটি পড়াটা পড়লাম দেখলাম বেশ ইউনিক একটি রেসিপি এবং খুবই চটকদার একটি খাবার। তানজিম আপু রেসিপিটির পুরো বর্ণনা ধাপে ধাপে দিয়েছেন এমন প্রতিটি উপকরণ কি কি লাগবে সেটিও ভালোভাবে বর্ণনা করেছেন । সবদিক বিবেচনা করে আমার মনে হয় , এটি সেরা একটি রেসিপি । আমি আমার বাসায় কালকে এটি বানানোর চেষ্টা করব।

সবদিক বিবেচনা করে তাই এই পোস্টটিকে আমার বাংলা ব্লগের ফিচারড আর্টিকেল হিসেবে নির্বাচন করা হলো


Camscanner_1731005998895.jpg

ছবিটি তানজিমা আপুর ব্লগ থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে।

Sort:  

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 23 days ago 

তানজিমা আপুর এই পোস্ট আমি দেখেছিলাম। তিনি ভাইরাল ডিম রেসিপি টা অনেক সুন্দর ভাবে তৈরি করেছেন। আর আপুর কাছে দেখে আমি তখনই সাথে সাথে ভেবে নিয়েছিলাম এটা আমিও একদিন তৈরি করবো। আপুর এই পোস্টে কমেন্ট করা হয়েছিল। এই পোস্টটা ফিচারড হিসেবে মনোনীত করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 23 days ago 

অনেক দিন পর আমার পোস্ট ফিচারড আর্টিকেলে দেখতে পেয়ে খুব ভালো লাগলো। ডিমের এই রেসিপি শুধু দেখতে সুন্দর নয় খেতেও বেশ সুস্বাদু। আমরা সবাই খেয়ে খুব মজা পেয়েছি। তাছাড়া ডিম এমনেতেও পুষ্টিগুণে ভরপুর। তারজন্য আমাদের সবসময়ই ডিম খাওয়া হয়। সেই ডিম যদি একটু ভিন্ন ভাবে খাওয়া যায় তাহলে আরও বেশি ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া আমার এই রেসিপি ফিচারড আর্টিকেলের সেরা পোস্ট হিসেবে সিলেক্ট করার জন্য।

 23 days ago 

তানজিমা আপুর ভাইরাল রেসিপি টি দেখে অনেক ভালো লাগলো। এই রেসিপিটি খেতে সত্যিই অনেক সুস্বাদু আমি বাসায় করেছিলাম।বেশ ভালো লাগলো আপুর এই পোষ্টি ফিচারড আর্টিকেলে সিলেক্ট করা দেখে।

 23 days ago 

আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে খুবই ভালো লাগলো। ভাইরাল ডিম রেসিপি আমিও দেখেছিলাম। তৈরি করবো ভেবেছিলাম। কিন্তু সময় করে উঠতে পারিনি। এই রেসিপিটি আমার কাছেও দারুন লেগেছে।

 23 days ago 

প্রথমেই তানজিমা আপুকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। তানজিমা আপুর এই রেসিপি পোস্ট আমি দেখেছিলাম, আর কমেন্ট করা হয়েছিল এই পোস্টে। এরকম খাবার দেখলে এমনিতেই অনেক লোভ লেগে যায়। যাইহোক অনেক অনেক ধন্যবাদ এই পোস্টটা ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করার জন্য।

 22 days ago 

ভাইরাল ডিমের রেসিপি টা অসম্ভব মজার মনে হয়। কিন্তু এখন পর্যন্ত আমি তৈরি করতে পারিনি। তৈরি করব ভেবেও করা হয়ে ওঠেনি। তবে তানজিমা আপুর পোস্ট টা দেখে বেশি লোভ লাগলো। এই পোস্টটাকে ফিচার্ড আর্টিকেলে স্থান দেয়ার কারণে পোস্টটা চোখে পড়লো।বেশ ভালো লাগলো। খুব সুন্দর একটা পোস্ট ফিচার্ড আর্টিকেলে যুক্ত করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।