"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড # ১০৭ [তারিখ : ২২-১০-২০২৩]steemCreated with Sketch.

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে । এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @oisheee


অথরের নাম নীলিমা আক্তার ঐশী।

জাতীয়তাঃ বাংলাদেশী। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স ৪র্থ বর্ষের ম্যানেজমেন্ট বিভাগের ছাত্রী। আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না আমার খুবই প্রিয়। প্রিয়জনদের পছন্দের খাবার রান্না করে খাওয়াতে এবং তাদের প্রশংসা শুনতে আমার খুবই ভালো লাগে। নতুন নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের জুন মাসে স্টিমিটে জয়েন হয়েছি।আমি বাংলা ব্লগ কমিউনিটিতে জয়েন হয়েছি সবার সাথে বিভিন্ন রেসিপি এবং আর্ট শেয়ার করার জন্য এবং সেই সাথে অন্য সবার থেকে দারুন দারুন সব ক্রিয়েটিভিটি শিখতে। বাংলা ব্লগ কমিউনিটি একটি পরিবারের মত আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি।

এক নজরে তাঁর বিগত দিনের পোস্টগুলি :


Untitled001.png

Untitled0012.png

" আমার বাংলা ব্লগ" আজকের ফিচার্ড আর্টিকেল


ফটো.jpg

ফুলের পেইন্টিং by @oisheee (তারিখ ২১-১০-২০২৩)

আমার বাংলা ব্লগের ভাই এবং বোনেরা কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি।প্রতিদিনের মতো আজও নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম।আজ আমি এক্রেলিক রং দিয়ে ফুলের পেইন্টিং কিভাবে করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। কালো A4 সাইজের পেপার এর উপর এক্রেলিক রং দিয়ে যে ফুলের পেইন্টিংটা করেছি সেটা দেওয়ালে টাঙিয়ে রাখলেও অনেক সুন্দর দেখাবে। এ ধরনের পেইন্টিং গুলো করতে আমার কাছে খুবই ভালো লাগে। সময় নিয়ে করলে অনেক নিখুঁতভাবে এই পেইন্টিং গুলো করা সম্ভব। যেহেতু সবসময় এতটা সময় পাওয়া যায় না, তাই খুব কমই এ ধরনের পেইন্টিং গুলো করা হয়। তাহলে চলুন আমি কিভাবে এক্রেলিক রং দিয়ে এই ফুলের পেইন্টিংটি করেছি সেটা আপনাদের সাথে ধাপে ধাপে শেয়ার করি।


ছবিটি নেয়া হয়েছে @oisheeeএর পোস্ট থেকে



ক্রিয়েটিভিটি অথবা সৃজনশীলতা যেটাই বলেন না কেন, সেটা কিন্তু সবার মাঝে সমান ভাবে থাকে না। কিন্তু একটা বিষয় সকলের মাঝে সমানভাবে উপস্থিত থাকে আর সেটা হলো কিছু করার আগ্রহ, তবে যারা বেশী ভালো পারেন তাদের হয়তো যোগ্যতা একটু বেশী থাকে কিন্তু যারা বেশী ভালো পারে না তাদের যোগ্যতা বা দক্ষতা একটু কম থাকে। এখানে একটা বিষয় অবশ্যই লক্ষনীয় যে, যারা ভালো কিছু পারেন বা উপস্থাপন করেন তাদের দেখাদেখি অনেকেই নতুন করে আগ্রহ ফিরে পেতে পারেন।


পিক2.jpg


আজকের ফিচার আর্টিকেলে যে ড্রয়িংটি উপস্থাপন করা হয়েছে সেটা দেখে অনেকেই নিজেদের আগ্রহ ফিরে পেতে পারেন, কারন কিছু করার শুরুটা যদি সহজ কিছু দিয়ে হয় তাহলে সেটার প্রতি মনোযোগটা দ্বিগুন হয়ে যায়। তবে আমি কখনোই এটা মনে করি না যে ড্রয়িং করা সহজ কিছু। কল্পনা এবং বাস্তবতার একটা সুন্দর সেতু বন্ধন থাকে প্রতিটি ড্রয়িং এর মাঝে। সহজভাবে আজকের ড্রয়িংটি বেশ সুন্দরভাবে উপস্থাপন করেছেন অথর, বেশ ভালো লেগেছে আমার নিকট এটা।

ধন্যবাদ

Sort:  
 7 months ago 

আমার কাছে ফুলের পেইন্টিংটি বেশ ভালো লাগছে এবং এই কাজগুলো করতে সত্যিই অনেক ভালো লাগে এবং আস্তে আস্তে সবাই শিখে যায়। প্রথম এ দেখে খুব একটা কেউ পারবে না কিন্তু চর্চা করতে করতে এই কাজে এক্সপোর্ট হয়ে যাবে। আমি তার প্রমাণ। বেশ ভাল ছিল আজকের পোস্ট সিলেক্ট টি

 7 months ago 

এই ফুলের পেইন্টিং টি সত্যি অসাধারণ হয়েছে। এইরকম আর্ট করতে দক্ষতা লাগে।ঐশী আপুর পোস্ট গুলো দারুণ লাগে আমার। এই ফুলের পেইন্টিং টি দেখলে যে কেউ মনে করবে যে বাস্তব দেখতেছি। আমার কাছে এইরকম পেইন্টিং গুলো ভীষণ ভালো লাগে।

 7 months ago 

ঐশী আপুর আর্টগুলো বরাবরই দারুণ হয়। আপুর ফুলের পেইন্টিংটাও দেখেছি। এক্রেলিং রং দিয়ে খুব সুন্দর করে ফুলের ডিজাইন করেছেন। ধন্যবাদ এমন একটি আর্টিকেলকে ফিচারড হিসেবে নির্বাচিত করার জন্য

 7 months ago 

অসাধারণ একটি পেইন্টিং ছিল ঐশি আপুর করা। আপুর প্রতিটি পোস্ট খুব সুন্দর এবং ক্রিয়েটিভিটি মূলক। আমার কাছে তো বেশ ভালোই লাগে উনার সুন্দর সুন্দর পোস্ট গুলো পড়তে। তবে পোস্টার রং দিয়ে এত সুন্দর একটি ফুলের গাছ ফুল সহ পেইন্টিং করলেন। এমন সুন্দর একটি পোস্ট ফিচারড আর্টিকল নির্বাচন করার জন্য অনেক ধন্যবাদ।

 7 months ago 

খুবই ভালো লাগে নিজের নাম ফিচারড আর্টিকেলে দেখতে পেলে। আমার ভালোলাগা থেকে এই আর্টগুলো আমি করে থাকি। ফুলের পেইন্টিং পোস্টটি ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করার জন্য অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.13
JST 0.032
BTC 62767.81
ETH 2942.54
USDT 1.00
SBD 3.55