"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড # ৮৫২ [ তারিখ : ২৬-১২-২০২৫ ]
বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @bdwomen
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নাম - আকলিমা আক্তার মুনিয়া। ইউজার আইডি - @bdwomen। উনি বাংলাদেশে বসবাস করেন। উনি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করেন। প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকেন।সে সাথে রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে উনার বেশ ভালো লাগে। সে সাথে নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুব ভালোবাসেন।উনি চেষ্টা করেন সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য।স্টিমিট প্লাটফর্ম এ জয়েন করেছেন ২০২১ সালের এপ্রিল মাস এ।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
জেনারেল রাইটিং :- যে নিজেকে দমন করতে পারে না, সে নিজের জন্যেও বিপদজনক এবং অন্য সবার জন্যেও by...@bdwomen (26.12.2025 )
আসলে এই লেখাটিতে উনি খুব গুরুত্বপূর্ণ সামাজিক ও ব্যক্তিগত একটি সত্য খুব সহজ ভাষায় তুলে ধরেছেন।মূল বক্তব্যটি স্পষ্ট যে যে মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না সে ধীরে ধীরে নিজের জন্য যেমন ক্ষতিকর হয়ে ওঠে।আর তেমনি তার আশেপাশের মানুষদের জীবনেও অশান্তি ডেকে আনে।আসলে বিষয়টি আমাদের দৈনন্দিন জীবনের বাস্তব অভিজ্ঞতার সাথে গভীরভাবে যুক্ত।তাই লেখাটি পড়তে গিয়ে আমরা সহজেই নিজেকে বা পরিচিত পরিবেশকে খুঁজে পায়।
আসলে আমাদের লেখাগুলোর বড় শক্তি হচ্ছে সরলতা আর বাস্তবতা। রাগ,অভিমান,অহংকার কীভাবে পরিবার,বন্ধুত্ব আর সমাজে সমস্যার সৃষ্টি করে তা সাধারণ উদাহরণের মাধ্যমে বোঝানো হয়েছে।বিশেষ করে এই দৃষ্টিভঙ্গিটি ভালো লেগেছে যে এমন মানুষদেরকে দুর্বল বলা হয়নি বলা হয়েছে ওরা নিজেদের ভেতরের অনুভূতিগুলো দমন করতে পারে না।এতে করে বিষয়টি আরও মানবিকভাবে উপস্থাপিত হয়েছে।উনার এই লেখাটি সচেতনতা তৈরি করার ক্ষেত্রে বেশ সফল।আত্মসংযম,ধৈর্য এবং নীরব থাকার শক্তি যে মানুষের জীবনকে সুন্দর করতে পারে।আর সেই ব্যাপারটি খুব পরিষ্কারভাবে উনি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন।একই সাথে এটাও ইঙ্গিত দেয় যে আত্মনিয়ন্ত্রণহীনতা শুধু ব্যক্তিগত সমস্যা না এটা একটা সামাজিক সমস্যাও।কিন্তু হ্যা কিছু জায়গায় একই কথা রিপিটেশ হওয়ায় লেখা আরও কম হলেও সমস্যা হতো না।তাও উনার লেখাটির মূল উদ্দেশ্য পরিষ্কার আর তা আমাদের মনে একটি নৈতিক প্রশ্ন রেখেই যায়।আর সব মিলিয়ে বলতে পারি যে এটা খুব সাধারণ একটি লেখা কিন্তু উনার এই লেখাটি আমাদের নিজেদের আচরণ ও মনোভাব নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে।
ছবিগুলো @bdwomen এর ব্লগ থেকে নেওয়া
উনার পোস্ট এর বানান, মার্কডাউন এবং কভার ফটো সব কিছুই বেশ সুন্দর। আশা করছি ভবিষ্যতেও তিনি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত থাকবেন এবং কাজের এ ধারা অব্যাহত রাখবেন।ধন্যবাদ সবাইকে।




