"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড # ১৫৭ || তারিখ : ১৩-১২-২০২৩

image.png

Banner Credit @alsarzilsiam


০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে । এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @tithyrani


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

নাম: তিথী রানী বকসী, স্টিমিট আইডি @tithyrani। জাতীয়তাঃ বাংলাদেশী। পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। বিবাহিতা এবং বর্তমানে রাজধানী ঢাকায় বসবাস করছি। ২০২৩ সালের জুন মাসের ১৯ তারিখে স্টিমিটে জয়েন করেছি। ভ্রমণ করা, বাগান করা, গান শোনা, বই পড়া, কবিতাবৃত্তি করা আমার শখ। পাশাপাশি প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন কিছু না কিছু শিখতে, ভাবতে। যেখানেই কোন কিছু শেখার সুযোগ পাই, আমি সে সুযোগ লুফে নিতে চাই৷ সর্বদা চেষ্টা থাকে নিজেকে ধাপে ধাপে উন্নত করার।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :


SC-1.png


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


Copy.png

"ভালো মানুষ" হতে গেলে শিক্ষার চেয়েও "ভালো মন" থাকা বেশি জরুরি...। by @tithyrani by.• 12 December 2023||

প্রিয় আমার বাংলা ব্লগবাসী,আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও মহান সৃষ্টিকর্তার আশির্বাদে ভালো আছি। আজ আপনাদের সাথে আবারো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আশা করছি পোস্টটি আপনাদের ভালো লাগবে। আমরা যারা বিভিন্ন প্রয়োজনে ঢাকা শহরে পাবলিক বাসে চলাচল করি, একটু চোখ কান খোলা রাখলেই আমরা প্রতিদিনই বিভিন্ন ঘটনার সাক্ষী হই। আজ তেমনই একটি ঘটনা এবং সেই ঘটনা দেখে আমার অনুভূতি শেয়ার করবো ৷ঘটনাটি ঘটেছে বেশ কদিন আগে। আমি অফিস থেকে বাসায় ফিরছি পাবলিক বাসে করে। আমার উঠার দুই স্টপেজ পরে দুইটি ১৭-১৮ বছর বয়সী ছেলেও বাসে উঠে, দুজনের সাথেই অনেক ভারী ব্যাগ/ বস্তা দেখে বোঝা যাচ্ছে হয়তো অনেকদূর থেকে শহরে এসেছে। …

প্রতিদিন চলার পথে এবং জীবনের তাগিদে আমরা কত কিছু দেখি, কিছু যেমন সেখানে শিক্ষনীয় থাকে ঠিক তেমনি কিছু সেখানে নিন্দনীয় থাকে। যদিও আমরা খুব কম সময়ই শিক্ষনীয় বিষয়গুলোর প্রতি আকৃষ্টবোধ করি। বরং বেশির ভাগ ক্ষেত্রে আমরা খারাপ বিষয়গুলোর প্রতি আকৃষ্ট হই এবং কোন না কোনভাবে সুযোগ পেলেই সেটা নিজেও করার চেষ্টা করি। যদিও আমরা এটা বেশ ভালোভাবেই জানি বা বুঝি যে এটা করাটা মোটেও ভালো কিংবা শোভনীয় নয়। কিন্তু তবুও আমরা প্রতিনিয়ত এটা করছি এবং করার চেষ্টা করছি।

আজকে যে পোষ্টটিকে ফিচারড আর্টিকেল হিসেবে বাছাই করেছি, সেটার মাঝে দারুণ একটা ম্যাসেজ আছে। যেখানে আমাদের শিক্ষনীয় অনেক কিছুই আছে। আমরা সর্বদা নিজের সুবিধাকে প্রাধান্য দেয়ার চেষ্টা করি, যার কারনে অন্যের সমস্যা কিংবা অসুবিধা কখনো কখনো বিন্দুমাত্র উপলব্ধি করতে পারি না। আজকের পোষ্টটিতে তেমন একটা বিষয় তুলে ধরা হয়েছে চোখে আঙ্গুল দিয়ে। এতোগুলো ভদ্রবেসী মানুষ বাসে ছিলেন তারা কেউ নিজের সুবিধার বৃত্ত হতে বের হয়ে আসতে পারলেন না, অথচ বাসে উঠেই আমরা যাকে সব চেয়ে বেশী বকা দিয়ে থাকি, সেই মানুষটি মমতা নিয়ে এগিয়ে আসলেন।

Copy.png

ছবিটি নেওয়া হয়েছে @tithyrani'র পোস্ট থেকে

বাস্তবতা প্রতিনিয়ত আমাদের নানা ভাবে নানা উপায়ে কিছু না কিছু শেখানোর চেষ্টা করছে কিন্তু আমরা না পারছি নিজের বৃত্ত হতে বের হয়ে আসতে আর না পারছি কিছু শিখতে। সত্যি এটা খুবই দুঃখজনক এবং অনাকাংখিত। সুন্দর পোষাক পড়েই আমরা ভদ্রতার বড়াই করি এবং সুযোগ পেলেই নিজের দৈন্যতা প্রকাশ করি। অথচ সকাল বিকাল যে মানুষগুলোতে তুচ্ছ তাচ্ছিল্য করি, প্রয়োজনে সেই মানুষগুলোই পাশে থাকে বা এগিয়ে আসে। সেই মানুষগুলোর জন্যই এখনো মানবতা অটুট আছে। স্যালুট সেই বাস কন্টাক্টরকে, তার সাহসিকতাকে এবং হৃদয়ে থাকা মানবতাকে।

ধন্যবাদ সবাইকে।

Banner New.png

Sort:  
 5 months ago 

ভালো মানুষ হতে গেলে শিক্ষার থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো মনুষত্ব। এই পোস্ট পড়েছিলাম। আজকের ফিচারড আর্টিকেলে এই পোষ্ট নির্বাচিত করা হয়েছে দেখে ভালো লাগলো।

 5 months ago 

এই পোস্ট আমি গত কালকে পড়েছিলাম অনেক ভালো লেগেছিল। একজন হেলপার হয়েও একজন যাত্রীকে অনেক সহযোগিতা করলেন। বিষয়টি আমাকে অনেক বেশি নাড়া দিয়েছিল বিবেকে। এমন সুন্দর একটি বিষয় ফিচারড আর্টিকেলে দেখতে পেয়ে অনেক ভালো লেগেছে।

 5 months ago 

আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @tithyrani আপু কে দেখে ভালো লাগলো।আর এটি খুব চমৎকার একটি উদ্যোগ। এই উদ্যোগের মাধ্যমে প্রতিদিন একটি করে ফিচারড আর্টিকেল আমরা দেখতে পাই। অনেক অনেক ধন্যবাদ প্রতিদিন একটি করে ফিচারড আর্টিকেল আমাদের মাঝে শেয়ার করার জন্য ।

 5 months ago 

ভালো মানুষ হতে গেলে শিক্ষার চেয়েওভালো মন থাকাটা জরুরি কথাটি একদম ঠিক। কারণ একটি মানুষের ভিতরে যদি মনুষ্যত্ব না থাকে তাহলে তার ভেতরে ভালো কিছু আশা করা যায় না। আপু আমার বাংলা ব্লগের ভালো একজন ইউজার। আপু অনেক ভালো লেখেন। আপুর পোস্টটি ফিচার্ড আর্টিকেলে মনোনীত করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 5 months ago 

তিথী দিদি সবসময় অনেক সুন্দর সুন্দর কাজ করে থাকে। ওনার লেখা পোস্টগুলো আমি খুবই পছন্দ করি। তিথী দিদি কিন্তু খুবই শিক্ষনীয় একটা বিষয় নিয়ে পোস্ট লিখেছে। আজকের এই ফিচারড আর্টিকেল পোস্টে ওনার নামটা দেখে সত্যি খুব ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আজকের এই ফিচারড আর্টিকেল পোস্ট হিসেবে তিথী দিদির এই পোস্ট সিলেক্ট করার জন্য।

 5 months ago 

প্রত্যেকদিন একটি করে ফিচারড আর্টিকেল পোস্ট আমরা সবাই দেখি। আর অনেক বেছে একটা পোস্ট ফিচারড আর্টিকেলে আনা হয়, এ বিষয়টা খুব ভালো লাগে। এরকম শিক্ষনীয় পোস্টগুলো এই প্লাটফর্মের অনেকেই করে থাকে। যেগুলোর মাধ্যমে আমরা অনেক শিক্ষা গ্রহণ করতে পারি। তিথি আপুর এই পোস্টটা ফিচারড আর্টিকেল হিসেবে বাছাই করা হয়েছে দেখে, ভালো লাগলো আমার কাছে অনেক বেশি।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.13
JST 0.032
BTC 61285.21
ETH 2922.72
USDT 1.00
SBD 3.66