"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড # ১৮৬ [তারিখ : ১১-০১-২০২৪]

image.png

Banner Credit @alsarzilsiam


০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে । এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @tania69


অথরের নাম তানিয়া তমা @tania69। তিনি একজন বাংলাদেশী নাগরিক। তিনি বিবাহিত এবং তার দুটি সন্তান রয়েছে। উনার শখ হল রান্নাবান্না করা, শপিং করা এবং বিভিন্ন ঐতিহ্যপূর্ণ স্থানে ঘুরে বেড়ানো। এছাড়াও তিনি অনেক কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করে আমার বাংলা ব্লগ কমিউনিটি কে সমৃদ্ধ করে যাচ্ছেন। তিনি এই প্লাটফর্মে যোগদান করেছেন ২০২১ সালের সেপ্টেম্বর মাসে। তিনি তার পরিশ্রম, মেধা এবং প্রচেষ্টা দিয়ে আমার বাংলা ব্লগে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন।

এক নজরে তাঁর বিগত দিনের পোস্টগুলি :



01.png
02.png

" আমার বাংলা ব্লগ" আজকের ফিচার্ড আর্টিকেল


tania69.jpeg

(তারিখ : ১১-০১-২০২৪)
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ। আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে রঙিন কাগজ দিয়ে একটি মাকড়সা তৈরি শেয়ার করব। রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস বানাতে আমার কাছে ভালই লাগে। বিশেষ করে এগুলো বানানোর পর দেখতে খুব সুন্দর লাগে। রঙিন কাগজের তৈরি জিনিস গুলো বানাতে যত কঠিন লাগে তার থেকে বেশি কষ্ট লাগে এগুলো বর্ণনা দিতে। কারণ কাগজের ভাঁজগুলো মুখে বলে বোঝানো খুব কষ্টকর। আজকের মাকড়সাটা বানাতেই অনেক সময় লেগেছে। নিচের ধাপগুলো দেখলেই বুঝতে পারবেন যে কতটা কষ্ট হয়েছে আজকের মাকড়সাটি বানাতে। তারপরও বানানোর পর খুব সুন্দর লাগছিল দেখতে। আশা করি আপনাদের ভালো লাগবে।


tania.jpeg


ছবিটি নেয়া হয়েছে @tania69 এর পোস্ট থেকে


আজকের ফিচার্ড আর্টিকেল পোস্টটি খুঁজতে গিয়ে তানিয়া আপুর @tania69 এই পোস্টটি আমার চোখে ভাসলো। আসলে কাগজ দিয়ে নতুন কোন কিছু তৈরি করা খুব চ্যালেঞ্জিং একটি বিষয় অর্থাৎ এই কাগজ দিয়ে কোন কিছু তৈরি করাই মানে হচ্ছে ভাঁজের খেলা। পোস্টের মধ্যে সবকিছু বিষয়ে তিনি অনেক বিস্তারিতভাবে গুছিয়ে বলেছেন, এছাড়াও সব কিছুর বর্ণনা অনেক চমৎকার ছিল।

তানিয়া আপুর শখের বিষয়গুলোর মধ্যে একটি হচ্ছে বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি রান্না করা। এছাড়াও তিনি প্রতিনিয়তই আমার বাংলা ব্লগ কমিউনিটিতে নিত্য নতুন অনেক ধরনের রেসিপি শেয়ার করেন যা দেখতে এবং খেতে সত্যিই অসাধারণ হয়। এছাড়াও তিনি বিভিন্ন জায়গায় ঘুরতে যান। যেমন কিছুদিন আগেই তিনি সিকিমে গিয়েছিলেন এবং সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে অনেক চমৎকার চমৎকার ছবি এবং সেই ছবিগুলো নিয়ে তার ট্রাভেলিং এর বর্ণনা আমাদের মাঝে উপস্থাপন করেছেন।

এছাড়াও তিনি ড্রইং করতে অনেক ভালোবাসেন এবং তিনি বেশিরভাগ ক্ষেত্রে পেন্সিল দিয়ে বিভিন্ন ধরনের ড্রইং আমাদের মাঝে শেয়ার করেন যা দেখতে অসম্ভব সুন্দর লাগে। তিনি কাগজ দিয়েও ভাঁজের খেলা দেখিয়ে নতুন নতুন অনেক জিনিস তৈরি করেন যা দেখতে খুবই ভালো লাগে।

তিনি আজকে কাগজ দিয়ে একটি মাকড়সা তৈরি করেছেন। যা দেখতে হুবহু মাকড়সার মতই লাগছিল এবং আমিও অনেকটা অবাক হয়েছি। সব দিক থেকে পোস্ট অনেকটাই ভালো ছিল বিধায় আজকে তার এই পোস্ট ফিচার্ড পোস্ট হিসেবে মনোনীত করা হলো।


ধন্যবাদ

Sort:  
 4 months ago 

আজকের এই ফিচারড আর্টিকেল পোস্টে তানিয়া আপুর নামটা দেখে অনেক বেশি ভালো লেগেছে। তিনি অনেক সুন্দর করে এই মাকড়সাটা তৈরি করেছিলেন। ভাঁজে ভাঁজে তিনি যেমন কষ্ট করে এটা তৈরি করেছেন। তেমনি ধাপগুলোও কষ্ট করে তুলে ধরেছেন। কারণ এগুলোর ধাপ তুলে ধরা খুবই কষ্টকর। ধন্যবাদ জানাই আপুর এই পোস্টটা ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করার জন্য।

 4 months ago 

তানিয়া আপু সব সময় কাগজ দিয়ে নতুন কিছু তৈরি করার চেষ্টা করেন। আর আপুর কাজগুলো আমার ভীষণ ভালো লাগে।আজকের ফিচারড আর্টিকেল পোস্টে তানিয়া আপুর এই পোস্টটি দেখে অনেক ভালো লাগলো।

 4 months ago 

তানিয়া আপুর এই ডাই টি আমি দেখেছিলাম এবং সেখানে আমি কমেন্টও করেছিলাম। মাকড়সার এই ডাই টি দেখতে সত্যিই অনেক সুন্দর লাগছে। সুন্দর কাজগুলোকে নিয়মিত ফিচারড আর্টিকেল এর মাধ্যমে সবার সামনে আনা হচ্ছে, এই বিষয়টি বেশ দারুণ। সুন্দর কাজগুলোর সঠিক মূল্যায়ন সবাই পাচ্ছে এই উদ্যোগের মাধ্যমে।

 4 months ago 

তানিয়া আপু কাগজ দিয়ে এতো সুন্দর একটি মাকড়সা তৈরি করেছেন যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম সত্যিই অনেক দারুন ছিল ডাই পোস্টটি।
তানিয়া আপু আমার বাংলা ব্লগের বেশ ভালো একজন ইউজার । আপুর পোস্টগুলো অনেক ইউনিক হয়। ফিচার্ড আর্টিকেলে আপুর পোষ্টটি মনোনীত করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 4 months ago 

খুব চমৎকার একটি উদ্যোগ। এই উদ্যোগের মাধ্যমে প্রতিদিন একটি করে ফিচারড আর্টিকেল আমরা দেখতে পাই। অনেক অনেক ধন্যবাদ প্রতিদিন একটি করে ফিচারড আর্টিকেল আমাদের মাঝে শেয়ার করার জন্য ।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.032
BTC 61232.75
ETH 2977.74
USDT 1.00
SBD 3.60