আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১৫২
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
কুয়াশাচ্ছন্ন এই শীতের সকালে
তোমাকে বড় মনে পড়ে
তোমার ডাগর চোখের অতলে
আমি চাই যেতে ডুবে
তোমার ওই উচ্ছল হাসি
আমাকে দেয় না হতে পরবাসী।
লেখক
লেখক এর অনুভূতি:
শীতের সকালে প্রেমিকার বিরহে কাতর প্রেমিকের মনের আকুতি প্রকাশ পেয়েছে এখানে।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
শীত কনকনে হিমেল হাওয়া
দু'চোখে ভেসে ওঠে তোমার প্রতিচ্ছায়া
আমি ডুবে যাই স্মৃতির গভীরে
কাঁথা মুড়ি দিয়ে এক স্বপ্নের দেশে
তোমার ঠোঁটের উজ্জ্বলতা
শীত শেষে আমার নতুন বসন্তের ভরসা।।
দারুন লিখেছেন আপু।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া, অনুপ্রাণিত হলাম।
বাহ্ দিদি বেশ দারুন অনু কবিতা লিখেছেন দেখছি।দিদি আপনার অনু কবিতা গুলো সব সময় আমার কাছে অনেক বেশি ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ দিদি আপনার জন্য শুভকামনা রইল।
ঘন কুয়াশার চাদরে আবৃত হয়ে,
তোমার ওই দুহাত ধরতে চাই।
মৃদু হিমেল হাওয়ার সাথে,
তোমার পৃথিবীতে হারিয়ে যাই।
তোমার ওই হাসি মাখা মুখে,
আমি হারিয়ে যাই এক নিরুদ্দেশে।
বেশ ভালো লিখেছেন। এভাবেই চেষ্টা করতে থাকবেন।
ঠিক আছে ভাইয়া, এভাবে আমি চেষ্টা চালিয়ে যাবো।
সত্যি কুয়াশার চাদরের ভেতরে ভালবাসার প্রিয় মানুষের হাতটি ধরতে পারলে সত্যিই অনেক বেশি ভালো লাগতো। অনেক সুন্দর একটি অনু কবিতা আমাদের উপহার দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
নিস্তব্ধ এক ভোরে হাটতে চাই তোমার সাথে,
পাড়ি দিতে চাই হাজার পথ হাতে হাত রেখে,
তোমার মায়াতে ডুবে যেতে চাই বারেবার,
হাতে হাত রেখে জীবন করতে চাই পারাপার।
চমৎকার লিখেছেন আপু। আপনার লেখার হাত বেশ ভালো।
ধন্যবাদ ভাইয়া,ভালো লাগলো আপনার অনুপ্রেরণা পেয়ে।
ভালোবাসার মানুষের সাথে হাজার পথ পাড়ি দিলে তো বেশ দারুন হবে আপু। আপনার স্বরচিত অনু কবিতাটি পড়ে বেশ ভালো লেগেছে আমার কাছে।
হিমশীতল এই শীতের রাতে
তোমাকে হৃদয় বড্ড খোঁজে
তোমার ঐ রুপের আগুনে
আমি চাই একটু উষ্ণতা
তোমার ওই বাঁকা চোখ
আমাকে দেয়না হতে প্রেম বিমুখ
দারুন লিখেছেন ভাই।
ধন্যবাদ ভাই।
কুয়াশার শীতলতায়
হৃদয়ে জাগে ভালোবাসা
তোমার বিরহে কাঁদে মন
জেগে ওঠে ভালোবাসা।
তোমার চোখের মায়ায় প্রিয়
হারিয়েছি আমার এই মন
কুয়াশা ভেজা শীতে তাই প্রিয়
তোমার উষ্ণ ছোঁয়া বড্ড প্রয়োজন।
তোমার হাতে হাত ধরে
প্রিয় হারিয়ে যেতে চাই
ওই দূর অজানার পথে
চলনা একসাথে পথ চলি
কুয়াশা ভেজা কোন এক প্রভাতে।
শীতের নতুন চাদর দিয়ে
তোমায় বুকে রাখবো ঢেকে
লুকিয়ে আমি দেখবো তোমায়
কুয়াশা কে সড়িয়ে দিয়ে।।
শীতল হাওয়ায় তোমার পাশে
হাসবো আমি হৃদয় মেলে
রাঙিয়ে নিবো মনটা আমি
তোমার প্রেমের পরশ দিয়ে।।
কুয়াশাচ্ছন্ন শীতে তোমাকে খুব প্রয়োজন
যখন একদিন শীতের দিনে তুমি ছিলে পাশে
সেই কথা খুব মনে পড়ে,
তোমার উষ্ণ ছোঁয়ায় আমি ছিলাম পরম যত্নে
সেই স্মৃতি আমাকে তাড়ায়
আমি তোমাতে বার বার হারায়
তুমি ফিরে এসো প্রিয়তমা
এই তীব্র শীতে উষ্ণতা দিতে।
কুয়াশাচ্ছন্ন ভোরের বেলায়
নিরিবিলি নির্জনেে আমি একলা।
তুমি ছিলে আমার পাশে,
বসন্তের ভাষা ছিল আমার হৃদয়ে।
আজ আমি একাকি মনে,
শিউলি ফুলের মালা গেঁথে
তোমারি প্রতীক্ষায় আজ প্রভাতে,
মানে আমার যত বেদনার আঘাতে
হৃদয় হয়েছে ছারখার।
তবুও এ অতৃপ্ত মন
তোমারি আশায় থাকে সর্বক্ষণ।
চারিদিকে শীতল হাওয়া,
আনমনে আমার হৃদয়।
তোমার চোখে চোখ রেখে,
হারিয়ে যেতে ইচ্ছে হয়।
তোমার ওই মিষ্টি মুখ,
মুগ্ধ করে আমায়।
তাকিয়ে থেকে হারিয়ে যাই,
জড়িয়ে রাখি তোমায়।
শীতের হাওয়া বইছে অনেক,
স্নিগ্ধ হয়ে হৃদয়।
ভালোবাসায় রাঙিয়ে দিয়ে,
উজাড় করো আমায়।
শীতের সকালে মিষ্টি রোদের আলো।
তুমি ছাড়া একা লাগে না যে ভালো।
তোমার সঙ্গ পেলে দূর হয় আধার কালো।
তাইতো তোমায় আমি এত বাসি ভালো।
আমি নিস্তব্ধ হয়েও তোমার পানে চেয়ে থাকি।
আমি নিরালায় আনমনে তোমায় ঝপি।
আমার একলা পথেও তুমি থাকো আমার মনে।
আমি তোমায় কত ভালোবাসি তা শুধু বিধাতাই যানে।