এবিবি- ফান প্রশ্ন-১০২ || সুখে থাকলে ভূতে কিলায়, কিন্তু কেন?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
সুখে থাকলে ভূতে কিলায়, কিন্তু কেন?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
জীবনে সুখই পেলাম না- ভূতের কিল খাবো কিভাবে? তবে আপনাদের কারো অভিজ্ঞতা থাকলে সেটা শুনার আগ্রহ প্রকাশ করছি।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
আহারে ভূতের কিল খাওয়ানোর জন্য বউরা কত কিছুই না করছে। তারপরেও তাদের প্রশংসা কেউ করেনা। 🤪🤪🤪
ভালোবাসায় প্রশংসা পাওয়া যায় আপু, কিলে না...🤣🤣
এভাবে গোপন বিষয় ফাঁস করতে নেই, মামলা খাওয়ার ভয় আছে কিন্তু।
মামলা খেলেও সমস্যা নেই হাফিজ ভাই। সত্যি কথা বলার মত সৎ সাহস আছে এইটুক তো বলতে পারবো সবাইকে।
বিয়ে না করে এত অভিজ্ঞতা ভাই, কিভাবে? হাহাহা.. জাতি জানতে চায়!!
আমার দু একজন বন্ধুবান্ধব বিয়ে করে নিয়েছে। তাদের দেখেই আর কি অভিজ্ঞতা হচ্ছে। হা হা হা...
আসলে ভূত সব সময় আসে পাশে ঘুরতে থাকে। মানুষের উচ্চাকাঙ্ক্ষা যখন বেশী হয়ে যায়, ভূত তখনই তাকে কিল মেরে মেরে উচ্চাকাঙ্ক্ষা কমিয়ে দেয়।
আচ্ছা তাহলে আমি নিরাপদ অবস্থানে রয়েছি তাই আমার কাছে আসে না, হা হা হা হা মজা পাইছি।
কি যে বলেন! 😄
তাহলে কি মুকেশ আম্বানি নিয়মিত ভূতের কিল খাচ্ছে নাকি..?🤣
গোয়েন্দা লাগাতে হবে ভাই, আসল ঘটনা জানতে হবে, হি হি হি।
উচ্চাকাঙ্ক্ষা আমার আবার নেই। তার মানে ভূতের কিল খাওয়ার ভয়ও নেই। বাপরে বাপ কয়দিন থেকেই ঘাড় ব্যথা করছে। এর মধ্যে যদি ভুতে কিলায় তাহলে তো শেষ। 😅😅
কি হবে, ঘাড় ব্যথা একদমই ভালো হয়ে যাবে, তাও আবার বিনে পয়সায় হি হি হি।
ঘাড়ে ব্যাথা ভালো করতে গিয়ে আবার ঘাড় না মটকে যায়।😅😅😅
মেয়েদের ভুত কিলায় না, কারন তারাই ভুত।
এত বড় সত্যি কথা বলার জন্য কালকের বিশ্বকাপ তো আপনাকে দেওয়া উচিত ছিল সিয়াম ভাই।🤣🤣🤣
কিছু ভূত আছে যাদের অন্যের সুখ দেখলে শরীরে এলার্জি তৈরি হয়। তাই সুখ সহ্য করতে না পেরে কিলা কিলি শুরু করে দেয়। এধরনের কিছু ভূতের জ্বালায় সামান্য আনন্দটুকু মাটি হয়ে যায়। তবে এদের আবার ঝাড়ুংফু তদবির দিলে কিছুটা শান্তি পাওয়া যায় 😄
বিয়ের পর এই এলার্জি শুরু হয়েছে না কি, হিহিহি।
না ভাই এধরনের এলার্জি যেকোন সময় হতে পারে 😂
এটা হতে পারে, আরো হতে পারে সেগুলো জাতে মেয়ে, তাই অন্যের সুখ সহ্য হয় না, হা হা হা হা।
হা হা 😄
খুব স্বাভাবিক হতে পারে, আমি ওটা উহ্য রেখেছি কারন আক্রমণ হতে পারে 😄
হুম বুঝতে পারছি ভূতের কিলের ভয়, হা হা হা।
হা হা 😄
ঠিক ধরেছেন ভাই 😂
সুখে থাকলে ভূতে কিলায় কারণ ভূতের বউ ভূতকে সব সময় কিলের উপর রাখে। তাই ভূত অন্যের সংসারে সুখ দেখলেই তার হিংসে হয়। আর তাই ভুত নিজের বউয়ের রাগ ওই সংসারের ওপর মেটায়।
ভুতের কিল খাওয়ানোর জন্য হলেও এখন থেকে বরকে সুখে রাখার চেষ্টা করা উচিত। যাতে করে ভূতে এসে কিলায়। মাঝে মাঝে ভালোবেসেও দেখি প্রতিশোধ নেওয়া যায়।
🤪🤪🤪
কারন একঘেয়েমি কোনো কিছুই ভালো লাগে না।রোজ রোজ যেমন একই খাবার না খেয়ে আমরা খাবারের স্বাদ পরিবর্তন করি তেমনি অতি সুখ স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর।তাই শরীরকে চাঙ্গা করতে মাঝে মাঝেই ভূতের কিল খাওয়ার প্রয়োজন আছে।
বিয়ের আগে অনেক সুখ অনুভূত হয়। সেই সুখে যখন ভুতে পায়, তখন বিয়ে করে।আর বিয়ে করা মানেই হচ্ছে সুখের অবস্থান থেকে ভূতের কিলানি খাওয়া।
সুখ আর ভূত একে অপরের সমার্থক,আর জীবনসঙ্গীও বটে।সেই হিসেবে বিশেষজ্ঞ,জ্ঞানীগুণীজন বলে গেছেন সুখে থাকিলে মাঝেমধ্যে অদৃশ্য ভূতের কিল খেতে হবে,এতে শরীর ও মন ভালো থাকবে।আর সেজন্যই মাঝে মাঝে শরীরের ব্যথা দূর করতে ভূতের কিল খেতে হয়🤣🤣।
সুখে থাকলে ভূতের কিল
খেতে ভারি মজা,,
এক ঘেয়ামি সুখ যেন,
পিঠে লাগে বোঝা।
সুখে থাকলে ভূতে কিলায়
শুনেছি অনেক আগে,
মাঝে মাঝে মান অভিমান
ভীষণ মজা লাগে।
♥♥
আসলে ভাই মানুষ এমন একটা জীব যাদের একনাগারে কোন কিছুই সহ্য হয় না। সেজন্য যখন মানুষ অতিরিক্ত সুখে থাকে তখন তাদের ভুতে কিলাই।।