আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৪০
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
সময়ের সাথে সাথে এগিয়ে যাচ্ছি যত
হৃদয়ে থাকা স্মৃতিগুলো বাড়াচ্ছে ক্ষত।
সভ্যতার দিন দিন হচ্ছে যত উন্নতি
সম্পর্কের মাঝে বাড়ছে ততো অসংঘতি।
সভ্যতার উন্নতি আর আধুনিকতার ছোঁয়ায়
সতেজতা ফিরে পাচ্ছে না হৃদয়
মিথ্যার মুখোশে ঢাকা অনুভুতিগুলো
হালকা হচ্ছে ভালোবাসার আবেগগুলো।
লেখক
লেখক এর অনুভূতি:
সময় এগিয়ে যাচ্ছে, সময়ের সাথে সাথে সভ্যতার উন্নয়ন ঘটছে কিন্তু কেন জানি কাছের মানুষগুলো দিন দিন দূরে সরে যাচ্ছে আর সম্পর্কগুলোর বন্ধন হালকা হয়ে যাচ্ছে।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
আন্তরিকতা হচ্ছে ম্লান
এগিয়ে যাওয়ার ছলে
মনুষ্যত্ব বিবেক বুদ্ধি
লোপ পাচ্ছে ফলে।
স্বার্থ নিয়ে ব্যস্ত সবাই
ভীষণ রকম চাপ,,
ডিজিটাল যুগের স্মার্টনেস
ওরে বাপরে বাপ।🍂
অবিশ্বাস ভর করেছে
সোশ্যাল মিডিয়ায়
সম্পর্ক বেশি দিন
হয়না মধুময়।
দিনে দিনে বাড়ছে তাই
এই হৃদয়ের ক্ষত,,
কোথায় যেন অবলীলায়
হয়ে যাচ্ছে নত।🍂
একদমই আপু যথার্থ বলেছেন, এগিয়ে যাচ্ছি কিন্তু সেটা মানসিকতার দিক হতে না।
ধন্যবাদ ভাইয়া,,,♥♥
পরিচিত মুখগুলো আজ বড্ড অপরিচিত
সময়ের গভীরে আজ সবই অতি দ্রুত।
শুধু মনের স্মৃতিগুলো দাবানলে পুড়ছে
বন্ধনগুলি ছিন্নভিন্ন আধুনিক নেশার যুগে।
আজ নিস্তেজ হৃদয়ের হাহাকার ধ্বনি
নাটকীয়তায় ঘেরা মানুষের প্রতিমূর্তি
ভালোবাসাগুলি হয়েছে সস্তা আলু -পটলা
অনুভূতিরা বিস্ফোরণের মতো ধোঁয়ায় দগ্ধ জটলা।
দোষ দেব না কোন নিয়তি কে আর,
ভালোবাসা হৃদয় আপ্লুত করেছে কতক বার।
নিজের অজান্তেই গোপনে প্রেমের বীজ বুনেছি।
ভবতরী কিনারায় ঠেকেছে, তবুও পথ খুঁজি পারাপার।
যত্নে বড় করা এ হৃদয়ে ভালোবাসার চারা।
কখন যে বিষবৃক্ষ হয়ে দংশন করেছে আমায়,
তবুও পাই নি একটি বারও তোমার সাড়া।
আজ আমি বিষের জ্বালায় গেছি নীলিয়ে,
আমার শিরা জুড়ে ছড়াচ্ছে তোমার প্রেমের অবিরত ধারা।
এতো কঠিন শব্দ দ্বারাও কবিতা লেখা যায়, পড়তে পড়তে দাঁত সব নড়ে গেছে আমার।
হাহাহা কি যে বলেন? আপনার শব্দের প্রতিচ্ছবি তুলে ধরলাম শুধু।
সভ্যতার ছোঁয়ায় আজ
পাল্টে গেছে সবই
শুধু একই রয়ে গেছি আমি
মিথ্যে মুখোশের আড়ালে
লুকিয়ে ছিলে তুমি
বুঝিনি কভু ভালোবাসা
ছিল শুধুই মরুভূমি
ভালবাসার আবেগগুলো
আজ অবহেলায় ভাসে
হয়তো কোন একদিন আমায়
খুঁজবে তুমি শেষে।
হুম, চিন্তার বিষয় ভালোবাসা মরুভূমি হয়ে গেলে বেশী বেশী পানি ঢালতে হবে হা হা হা। খুব সুন্দর হয়েছে আপু।
মরুভূমিতে পানি ঢেলে আর কি হবে। শেষে দেখা যাবে পানির সংকট পড়ে যাবে। পরে আবার লোডশেডিং দেখা দিবে। তখন সবাই আমাকে দোষারোপ করবেন। 🤪🤪
সভ্যতার দোহায় দিয়ে এগিয়ে যাচ্ছি যত
পিছন ফিরে তাকিয়ে দেখ ক্ষতি হচ্ছে কত।
আধুনিকতার ছোঁয়া শরীরে যত লাগছে
সম্পর্ক গুলোর মাঝে ভাঙ্গন তত বাড়ছে।
দামি দামি মোবাইল আর কম্পিউটারের নিচে
হৃদয়ের অনুভূতি গুলো চাপা পড়ে মরছে।
সব কিছু এখন মানুষ অনলাইনে খুজে
সত্য কথা ভুলে গিয়ে মিথ্যা কথা বলে।।
সত্যি আমরা যতটা না এগিয়ে যাচ্ছি তার চেয়ে বেশী পিছিয়ে যাচ্ছি মানসিকতার দিক হতে।
হৃদয়ের ক্ষত ছাড়াতে কভু যাবো নাকো
তোমাদের দ্বার প্র্রান্তে
যেথায় আমার হাজারও ব্যাথা
নিরবে নিভৃতে শুধুই কাঁদিবে।।
যন্ত্রনার একটা আবেগ ফুটিয়ে তোলেছেন, ভালো হয়েছে।
আমি নিঃস্ব আমি ব্যর্থ,
আমার দুনিয়া অযার্থ।
আমি পাথর আমি ঝঞ্ঝার,
আমি এক ভিন্ন রকম হুংকার।
আমি মানি নাকো অনৈতিক বাণী,
আমি আমার আমি কে মানি।
আমি পৃথিবীর এক কোণে সৃষ্টি
আমি খরার সময় ঝড়-বৃষ্টি
আমি আগুনে পুড়ি নিজে নিজে,
আমি হই অতি কোমল ঋতু শীতে।
আমি লাজুক লতা বন ও ক্ষেতে,
কি লাভ তোমার আমায় জিতে