আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অনু কবিতার আসর-০৫
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতাঃ
আজ আমার পয়সার ক্ষুধা নেই
তবে আমার ক্ষুধা, অন্য জায়গায় ।
সেই ক্ষুধা আমি কাউকে
দেখাতেও পারি না ,
মুখ ফুটে বলতেও পারি না ,
শুধু যন্ত্রণায় ভুগি ও অনুভব করি ।
ভালোবাসা ও বিশ্বাস
একই সুতোয় গাঁথা
হয়তো আমি বড্ড তৃষ্ণার্ত
ও ক্ষুধার্ত সেই ভালোবাসায় ।।
লেখকঃ
লেখকের অনুভূতিঃ
ভুল করেও যে একবার কাউকে ভালবেসেছে , সে বোঝে ভালোবেসে কাউকে না পাওয়ার ব্যথা কতখানি । যা কাউকে দেখানো যায়না বা বোঝানো যায় না । শুধু নিজে নিজে অনুভব করতে হয় । হয়তো সেই ক্ষুধায় ক্ষুধার্ত আমি ।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
আমার ভালোবাসাগুলি আজ মনের অন্তরালে,
আমার হৃদয়ের অব্যক্ত যন্ত্রণাগুলি জীবন্ত অনুভবে।
যেখানে পয়সা ঠুনকো,ভালোবাসার ক্ষুধা অফুরন্ত,
সেগুলো বাসা বেঁধেছে নীরবে আমার মনজোড়া দিগন্ত।
ভালোবাসা ভরা বিশ্বাস আজ ভগ্ন সিঁড়ি,
ক্ষুধা ও তৃষ্ণা ভরা ভালোবাসায় আমি এক আগ্নেয়গিরি।।
জাস্ট অসাম হয়েছে লাইনগুলো, সত্যি একদম মুগ্ধ আমি। বেশ হলে হচ্ছে আপনার কবিতা আগের তুলনায় আপু।
আপনার মন্তব্য শুনে অনেক অনেক অনুপ্রেরণা পেলাম ভাইয়া, সবই আপনাদের আশীর্বাদ।অসংখ্য ধন্যবাদ আপনাকে।🙏
সত্যিই অসাধারণ
কোন কথা হবে না শুধু ওয়াও!!
😱🥰🙏
প্রাণ জুড়িয়ে গেলো দিদি। দারুণ লিখেছেন।
ধন্যবাদ ভাইয়া।
আজ আমি ভালোবাসার ভিখারি
হৃদয়ের যাতনায়, ভালোবাসা খুঁজে ফিরি।
সেই ক্ষুধা আমি কাউকে
দেখাতেও পারি না ,
মুখ ফুটে বলতেও পারি না
শুধু চেয়ে থাকি ভালোবাসার উষ্ণতার খোঁজে।
তুমি আর তোমার মিষ্টি হাসি
বলতে পারো ভীষণ ভালোবাসি
হয়তো আমি বড্ড আনমনে
খুঁজি তোমায় আপনমনে।
মিষ্টি হাসির কারনেই বুঝি চিনির দাম দিন দিন বেড়ে চলছে হি হি হি
হা হা 😄
সত্যিই চিনির দাম বেশ বেড়ে যাচ্ছে, মিষ্টি হাসি এর একটা কারন হতে পারে 😄
আহা! এত কিছু থাকতে ভালোবাসার ক্ষুধায় ক্ষুধার্ত হয়ে গেলেন। এই ক্ষুধা তো সহজে মিটবার নয় হা হা হা।
হা হা 😄
ভালোই বলেছেন।।।
যথার্থ সংযোজন করেছেন ভাই । শুভেচ্ছা রইল আপনার জন্য।
ভালোবাসার তৃষ্ণায় ব্যাকুল এই মন
তাইতো তোমায় চাই সারাক্ষণ
হয়তো তুমি আজ অনেক দূরে
তাইতো হৃদয় বিরহের আগুনে পুড়ে
পুড়া গন্ধ কিন্তু পাচ্ছি না মোটেও, ধোয়াও দেখছি না কইলাম
আমার হৃদয় পচা প্লাস্টিক দিয়ে তৈরি নয় যে গন্ধ করবে আর ধোয়া ছড়াবে।😅😅
ও সেটা যে শুকনা কাঠ তা বুঝতে ভুল হইছে আমার হি হি হি
ইস! বিরহের আগুনে তো খারাপ একেবারে পুড়ে ছাই ।
আমার ভালোবাসার গভীর অর্থ
যদি তোমায় ছোঁয়
যেনো আমাদের দেখা হবে
একদিন নিশ্চয়।
হয়তো সেদিন থাকবে দূরত্ব
মাইল বা ক্রোশ কোনো
মনের মাঝে সেই দূরত্ব
এক চুলও নয় জেনো।
থাকবে তোমার নির্বাক মুখ আর
নিষ্পলকের চাহনি,
পড়বে মনে কথা দিয়েও
কথা রাখা আর হয়নি।
।। আজকের অনু কবিতা।।
আজ আমার পয়সার ক্ষুধা নেই
তবে আমার ক্ষুধা, অন্য জায়গায় ।
সেই ক্ষুধা আমি কাউকে
দেখাতেও পারি না ,
মুখ ফুটে বলতেও পারি না ,
শুধু যন্ত্রণায় ভুগি ও অনুভব করি ।
ভালোবাসা ও বিশ্বাস
একই সুতোয় গাঁথা
হয়তো আমি বড্ড তৃষ্ণার্ত
ও ক্ষুধার্ত সেই ভালোবাসায় ।।
।
সংযোজন
আজ আমার পয়সার ক্ষুধা নেই
তবে আমার ক্ষুধা, অন্য জায়গায় ।
সে জায়গাটি তুমি খুজনি কোনোদিন,
খুঁজলেও পাবে না তুমি দেখবে শুধু মরুভূমি।।
সাত সমুদ্র ও তেরো নদীর অতল গভীরে ও পাবে না খুঁজে দিবানিশি,
রূপে তোমার ভোলেনি হৃদয়, ভুলেছে গুনে।।
সোয়া পেলে লজ্জাবতী লজ্জায় লুকোই গিয়ে,
কিন্তু আমার হৃদয় পিঞ্জর তোমার ছোঁয়ায় উঠবে জেগে।।
পাখিরা সব দিবে কলতানি,
তুমি আসলে কাছে মোর যুগল মুর্তি,
অবাক নয়নে দেখবে এই পৃথিবী।।
জাস্ট অসাধারণ লিখেছেন ভাই । আমি কৃতজ্ঞতাবোধ প্রকাশ করছি ।
উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই। আপনাদের উৎসাহ ও উদ্দীপনা আমাদের প্রেরণা।
হয়তো দূরে বসে আজ ভাবছো তুমি
সবই ছিলো আমার নিছক পাগলামি
তুমি হয়তো বুঝতে পারোনি
অবুঝ হৃদয়ের আবেগখানি।
আমি এখনো তোমায় খুঁজি
স্বপ্নের মাঝে, হৃদয়ের আঙ্গিনায়
আমি এখনো তৃষ্ণায় ছটফট করি
ভালোবাসার তীব্র যন্ত্রণার ক্ষুধায়।
ভালোবাসার বিশ্বাসে- হয়তো জিতে গেছো তুমি
ভালোবাসার পাগলামিতে- হয়তো হেরে গেছি আমি
কিন্তু হৃদয়ের কল্পনায়, প্রেমের স্বপ্নগুলো এখনো ভাসে
আবেগের আঙ্গিনায়, জোসনা রাতের অসীম সীমানায়।
সত্যি ভাইয়া আপনার লিখা কবিতার গভীরতায় নিজেকে হারিয়ে ফেলেছিলাম। অসাধারণ লিখেছেন।
অনেক অনেক ধন্যবাদ, বেশী গভীরে যাইয়েন না কিন্তু আজ আকাশ মেঘলা পরে অন্ধকারে পথ হারিয়ে ফেলতে পারেন হি হি হি
ভাইয়া এত আবেগ কেন আপনার কবিতায় !!
ভালোবাসা যদি পাগলামি না থাকে তাহলে কি আর জমে হা হা হা।
বেশি তো চাই নি কিছু?
চেয়েছি একটু ভালবাসা।
কেউ কি দেবে আমাকে একটু ভালবাসা
বিশ্বাস করো,ফেরত পাবে তুমি শত গুণ
ভালবাসা দিয়েই শোধ করব ভালবাসার ঋণ
খাটি ভালবাসা এভাবেই চেয়ে যাব সারাজীবণ
আজ আমার দু’চোখে ঘুম নেই
আজ আমার পৃথিবীতে সুখ নেই।
তুমি ছাড়া জীবন আমার মরুভূমি
তুমি ছাড়া আজ আমি অরণ্যে ঘুরি।
তুমি ছাড়া পৃথিবীতে বেচে থাকা দায়
ওগো তুমায় আমি কোথায় খুজে পায়।
কি বলবো মনের কথা !
দুঃখ যে মনেই গাঁথা,
রয়েছে দুঃখ বুকে চাপা।
তৃষ্ণার্ত অবুঝ মন ,
ভালোবাসা চায় প্রাণপণ।
যদি বলি মনের কথা ,
ভাঙ্গিবে বিশ্বাস গাঁথা।
ভালবাসা একবার হারিয়ে গেলে
আসে না তো সে যে ফিরে।
তৃষ্ণার্ত মন নিয়ে,
থাকতে হয় চিরতরে।
যে যায় সে যাক না,
জীবনটা নয় খেলনা,
মনটাকে শক্ত করে,
এগিয়ে যাব অনেক দূরে।
ভালো লিখেছেন বেশ চমৎকার ছিল।