আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অনু কবিতার আসর-০৭

Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতাঃ

মা যেন মায়া জড়ানো মধুরতা,
মা যেন আবেগের আত্মীয়তা।
মা মানে হৃদয়ের স্পন্দন,
যেখানে সব কষ্ট নির্মল হয় সারাক্ষণ।
মা মানে দশ মাস দশ দিন গর্ভধারণের পর,
তীব্র প্রসবের যন্ত্রনা।
মা মানে হাসি-কান্না ,
আমার সকল সুখের একমাত্র ঠিকানা।

লেখকঃ

@moh.arif

লেখকের অনুভূতিঃ

পৃথিবীতে মা হচ্ছেন এমন একজন মানুষ, যার তুলনা শুধুমাত্র তিনি নিজেই।যার সাথে তুলনা করার মত কেউ নেই।আমাদের চারপাশে যত আপনজন আছেন তাদের সকলের অবদান যদি একপাল্লায় মাপা হয়, আর মায়ের অবদান যদি আরেক পাল্লায় দেওয়া হয় তবে মায়ের আবদানের পাল্লা শত শত গুন ভারী হবে। সর্বশেষ একটি কথায় বলব যার মা এখনো বেচেঁ আছেন, আমার মনে সেই পৃথিবীর সবচেয়ে সুখি মানুষ।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

মা মানে ভালোবাসার মিষ্টি বন্ধন
মা মানে এই পৃথিবীতে অতি আপনজন
সুখ দুঃখের সাথী হওয়ার নেই যে তুলনা তার
মা আমার জীবনের শ্রেষ্ঠ উপহার।

 2 years ago 

খুব সুন্দর হয়েছে, হৃদয়ের কথাগুলো ফুটে উঠেছে। দারুণ দারুণ

 2 years ago 

মা মানে এক বীরাঙ্গনা নারী,
যার স্নেহ-মমতা,আশীর্বাদ সদা সন্তানের মস্তকধারী।
মা শব্দটি আবেগভরা মধুময় ডাক,
দাঁড়িপাল্লা মেপেও যে হবে নাকো ভাগ।
মা মানে চাপা নিঃশ্বাসে নীরবতার সঙ্গী,
হৃদয় জুড়ানো মায়ায়, কোমল মনের ভঙ্গি।
মা মানে শীতলতার ছায়া,গর্ভধারিণী,
স্নেহের সকাল আর ছায়ার আঁচল।
মুখ ফুটে তাই ডাকি যখন মা..........
মিষ্টি হেসে বলে তখন আমি তোর অন্তরাত্মা।।

 2 years ago 

খুব সুন্দর হয়েছে। 💕

 2 years ago 

ধন্যবাদ দাদা।🥰 🥰

 2 years ago 

মা যেন মায়া জড়ানো মধুরতা,
মা যেন আবেগের আত্মীয়তা।
মা মানে হৃদয়ের স্পন্দন,
যেখানে সব কষ্ট নির্মল হয় সারাক্ষণ।
মা মানে দশ মাস দশ দিন গর্ভধারণের পর,
তীব্র প্রসবের যন্ত্রনা।
মা মানে হাসি-কান্না ,
আমার সকল সুখের একমাত্র ঠিকানা।

মা যেন হৃদয় জুড়ানো শীতলতা,
মা যেন আমার ব্যাকুলতা।
মা মানে চোখে হারানো,
মা মানে শত কষ্টেও হাসিতে জড়ানো।

মা মানে আঁচলে জড়ানো ভালোবাসা,
কান মলা দিয়ে বুকে আগলে নেয়া।
মা মানে জান্নাতের ঠিকানা,
মা মানে আমি আহ্লাদে আধখানা।

 2 years ago 

দারুণ লিখেছেন ভাই, আপনার ছন্দ গুলো দিন দিন বেশ পরিপক্ক হয়ে উঠছে, অসাধারণ।

 2 years ago 

ধন্যবাদ ভাই।
চেষ্টা চালিয়ে যাচ্ছি, দোয়া করবেন।

 2 years ago 

কোথাও থেকে ফিরে আগে মাকেই খোজে মন,
মা কে ছাড়া যেন আমার শূণ্য এ জীবণ।
ভগবান তুমি মায়ের সাথে আমায় নিও তুলে
কিভাবে রাখব মাকে ঐ মাটির তলে?
মাকে ছাড়া শুধু জীবন নয়,দুনিয়া আন্ধার
কিভাবে মেটাব মায়ের ঋণ ভালোবাসার?
মা আমি তোমাকে নিজের থেকেও বেশি ভালবাসি
তাইতো যেখানেই যাই সাঝের বেলা তোমার কোলেই ফিরে আসি।

 2 years ago 

মা যেন মন ভোলানো,
মিষ্টি একটি নাম।
মা যেন হাজার কষ্টের,
ঘুম পাড়ানো গান।
মা যেন দুঃখের সাথী,
মা কে তাই বড্ড ভালোবাসি।
মা না থাকলে পাশে,
পৃথিবীটা অন্ধকার লাগে।

 2 years ago 

ভালো লেগেছে এটা, ছন্দগুলো বেশ চমৎকার ছিলো এবং প্রতিটি লাইনের সাথে দারুন ছন্দ ছিলো।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া। 🥰আমি তো কবিতা পোস্ট করে যাচ্ছি। কেমন হয় যদি বলতেন। 😊

 2 years ago 

ধীরে ধীরে আপনি অনেক ভালো কবিতা লিখতে শুরু করেছেন ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন

 2 years ago 

-আজকের অনু কবিতা-

মা যেন মায়া জড়ানো মধুরতা,
মা যেন আবেগের আত্মীয়তা।
মা মানে হৃদয়ের স্পন্দন,
যেখানে সব কষ্ট নির্মল হয় সারাক্ষণ।
মা মানে দশ মাস দশ দিন গর্ভধারণের পর,
তীব্র প্রসবের যন্ত্রনা।
মা মানে হাসি-কান্না ,
আমার সকল সুখের একমাত্র ঠিকানা।


সংযোজন

*মা মানে পুরো বিশ্বের নীলিমা নিল আকাশ,
মা মানে অন্ধকার রাতের আকাশে নিঃস্বার্থ পূর্ণিমা চাঁদের আলো।।
মা মানে পূর্ব আকাশে নির্মল সূর্যদয়,
মা মানে পশ্চিম আকাশে নিবিড় সূর্যাস্ত।
মা মানে মাতৃভূমির সবুজ শ্যামল মাঠ,
মা মানে মেঘলা আকাশে নির্ঝর প্রশান্তির বৃষ্টিপাত।।
মা মানে অপরূপ গহীন অরণ্য,
মা মানি পাহাড় টিলা আর পশুপাখি জীবজন্তু তে অভয়ারণ্য।।
মা মানে পৃথিবীর নির্মল বাতাস,
মা মানে পদ্মা মেঘনা যমুনা বর্মপুত্র নদীর খরস্রোতা উচ্ছ্বাস।।
মা তুমি জন্ম দিয়েছো বলেই দেখছি পৃথিবী
মা তুমিই আমার কাছে একমাত্র বিশ্ব প্রকৃতি।।

 2 years ago 

অনেক সুন্দর লিখেছেন ভাই, একদম মনের মায়া জড়ানো মিষ্টি ভাষায়, দারুণ লেগেছে আমার কাছে লাইনগুলো।

 2 years ago 

আসলেই মা মানে আমাদের কাছে সবকিছুর ঊর্ধ্বে।

 2 years ago 

মা মানেই শান্তির নীড়

 2 years ago 

মা যেন ঈশ্বরের শ্রেষ্ঠ আর্শিবাদ
মা যেন আগলে রাখার নিরাপদ হাত।
মা মানে দুষ্টমির শেষে মিষ্টি কানমলা
দিন শেষে মায়ায় জড়ানো নিবিড় মমতা।
মা মানে কারনে অকারনে শাসনের লাঠি
অভুক্ত থেকেও মুখে রাখা মিষ্টি হাসি।
মা মানে যন্ত্রণাকে আড়ালে ঢাকা
হৃদয়ের গভীরে থাকা নিঃস্বার্থ ভালোবাসা।

 2 years ago 

অসাধারণ লিখেছেন ভাইয়া, সত্যিই মিষ্টি কানমলা আর লাঠি।☺️

 2 years ago 

তার মানে বুঝতে পারছি আপনি মাঝে মাঝে কানমলা খেতেন।

 2 years ago 

মা হলো বিশাল বট বৃক্ষ,
যার শাখা প্রশাখার কোনো শেষ নাই।
মায়ের হাতের শীতল পরশ,
মন প্রাণ সব জুড়িয়ে যায়।
মায়ের কোলে মাথা রাখলে,
মনে হয় সেটা স্বর্গ সুখ।
মা ছাড়া যার বেড়ে ওঠা,
সেই জানে নরকের দুঃখ।

 2 years ago 

মা যে হল অতুলনীয়
এই পৃথিবীর বুকে,,
মায়ের মত এত আপন
নেই তো চারিদিকে।

দহিত হয় জীবন মায়ের
তবু স্বপ্ন চোখে
যন্ত্রণা গুলো মলিন হয়া
সন্তানের হাসি দেখে।

হায়রে মাগো জগত জুড়ে
তুমি হলে সেরা,
মা বিহনে এত সুন্দর
হতো না এই ধরা।
♥♥

 2 years ago 

মা যে আমার স্বর্গ সুধা এই দুনিয়ায় মাঝে
মা যে আমার সোনার খনি সকাল সন্ধা সাঁঝে।
চাই যে মায়ের চরণ ধুলা করতে মাথার মুকুট,
মায়ের মুখটি দেখলেই শুধু ভরে আমার বুক।
দশ মাস দশ দিন মা আমাকে করলো বুকে ধারণ,
হাজার কষ্ট দুঃখ ব্যথা হাসি মুখে করলো বরণ।
মায়ের জন্য জীবন দিব আমি হাসি মুখে,
শত কষ্টে থাকবো পাশে মায়ের সুখে দুঃখে।।