এবিবি-ফান প্রশ্ন-৪৪ || সর্বাঙ্গে ব্যথা আমার , মলম লাগাই কোথায় ।

Fun_Cover-4.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

সর্বাঙ্গে ব্যথা আমার , মলম লাগাই কোথায় ।

প্রশ্নকারীঃ

@shuvo35

প্রশ্নকারীর অভিমতঃ

পারিপার্শ্বিক অবস্থা দেখে ব্যাপারটা মাথায় খেলল, তাই লিখে ফেললাম । আপনার মাথায় কি চিন্তা ঘুরপাক করছে , সেটা একটু জানতে চাই ।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

অঙ্গ গুলো কেটে ফেলুন। তাহলে না থাকবে বাঁশ, না বাজাবে বাঁশি।

 2 years ago 

কি বুদ্ধি , বেশ বলেছেন কিন্তু ।

 2 years ago 

তাইলে মলম কেনার খরচাও বেচে যাবে, হা হা হা

 2 years ago 

ভুলেও কেউ এই আইডিয়া ফলো করবেন না তাহলে বোধহয় আর প্রানে ফেরা হবে না 😂🤣😂

 2 years ago 

রাজা বলেছিল সারা রাজ্য ভ্রমণ করবে মাটিতে পা না রেখে। সবাই বলেছিল সারা রাজ্যে কার্পেট বিছিয়ে দেওয়া হোক ।একজন মুচি বলেছিল সারা রাজ্যে কার্পেট বিছানোর কি দরকার একটা চপ্পল পায়ে দিলেই তো হয়।

এজন্যই বলছি সারা গায়ে ওষুধ মাখার কি দরকার মনটা ঠিক করলেই সব ভালো।।

 2 years ago 

বাহ বেশ ভালোই বলেছেন ভাই।

 2 years ago 

এই উত্তর একমাত্র গুলিস্তানের মলম পার্টি দিতে পারবে। তারা জায়গা মতো মলম লাগাতে পারে৷ যারা যারা মলম পার্টির খপ্পরে পড়েছে তারা ব্যাপার টা জানে। 🤣🤣🤣

 2 years ago 

সর্বাঙ্গে ব্যথা আমার , মলম লাগাই কোথায়

এক্ষেত্রে আমার পরামর্শ থাকবে মলম মাথায় লাগানোর জন্য কারণ এই প্রবাদটি যে অর্থে ব্যবহৃত হয় তা হচ্ছে জীবনে এত প্রবলেম রয়েছে কোনটা রেখে কোনটার সল্যুশন করবে এক্ষেত্রে প্রথমে মাথার সলিউশন করে নিতে হবে তাহলে অধিকাংশ সমস্যার সমাধান পাওয়া যাবে । তাই আমি বিনীতভাবে অনুরোধ জানাবো এইসব সমস্যাধারী মানুষদের প্রথমে মাথার মলমের খোঁজ করার জন্য ।

 2 years ago 

তাহলে মাথা কেটে ফেললে সব ব্যথার অবসান হবে হা হা হা।

 2 years ago 

হেহেহে 😂😂মরে গিয়ে সমস্যার সমাধান করার দরকার নেই বেঁচে থাকা অবস্থায় সমস্যার সমাধান করতে হবে।

 2 years ago 

তাহলে ব্যথার সাথে একটা চুক্তি করে ফেলেন হি হি হি।

 2 years ago 

বেশ ভালই বলেছেন ভাই । বেশ যুক্তি দেখিয়েছেন কিন্তু ।

 2 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা চারপাশের পরিবেশ পরিস্থিতি নিয়ে এত সুন্দর সুন্দর প্রশ্ন আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

ভাই আপনি কারো অপপ্রচারে কান দিয়েন না, জিহ্বার মাঝে মলম লাগান দেখবেন এর স্বাদ পুরো শরীরে ছড়িয়ে পরছে, যাদুর মতো কাজ করবে তখন। হা হা হা। বিঃদ্রঃ কোন প্রকার রিএ্যাকশন হলে এর জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

 2 years ago 

জিহ্বার মাঝে মলম হা হা হা।
যতই বলেন কর্তৃপক্ষ দায়ী থাকবে না, কিন্তু ফেঁসে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে।

 2 years ago 

তাহলে আমার গায়েও একটু মলম লাগিয়ে নিবো, যাতে পিচলে যেতে পারি হা হা হা

 2 years ago 

হা হা হা গায়ে সরিষার তেল মেখে চুরি করতে যাওয়ার মত !!

 2 years ago 

বেশ হাসালেন ভাই । তবে বিষয়টি বেশ যুক্তিসঙ্গত ছিল ।

 2 years ago 

হুম মলব বলে কথা, যুক্তি ছাড়া কি বিক্রি বাড়বে হি হি হি

 2 years ago 

সর্বাঙ্গে ব্যথা আমার , মলম লাগাই কোথায়?

মলম কোথায় লাগাবেন সেটা চিন্তা করে লাভ নাই। একবার মলম পার্টির সামনে গিয়ে দাঁড়ান, দেখবেন সে নিজ দায়িত্বে কোথায় লাগাতে হবে লাগিয়ে দিবে।😀🥳

 2 years ago 
  • প্রথমত জানতে হবে ব্যথা কেমন ধরনের, মলম লাগালে সারবে কি না।
  • তারপর সাগরের পানিতে মলম ঢেলে দিতে হবে।
  • এখন কাজ হলো ইচ্ছেমতো ডুব দেয়া,যতক্ষণ না ব্যথা সারে।😆
  • আর তাও যদি ব্যথা না সারে ভাবীকে তার হাতের মলমের ম্যাসাজ দিতে বলা যেতে পারে🙈😜😆😆
 2 years ago 

সমুদ্রে ডুবে মরার সম্ভাবনা আছে হা হা হা।

 2 years ago 

ব্যথা যখন সর্বাঙ্গে তখন মলম লাগানোর চিন্তা না করাই শ্রেয় । ট্যাবলেট ইঞ্জেকশন এর শরণাপন্ন হওয়া উচিৎ । অথবা আশে পাশে যদি কোন পঁচা ডোবা পাওয়া যায় ।
কথায় আছে "বিষে বিষক্ষয়" ।

 2 years ago 

বাহ সেই লেভেলের একটি উত্তর দিলেন অনেক ভালো লাগলো মজা পেলাম উত্তরটি পড়ে ধন্যবাদ

 2 years ago 

মলম লাগানোর দরকার নেই,,,
মলম খেয়ে ঘুমিয়ে পড়ুন। 🤪

 2 years ago 

হায় হায় বলেন কি পরে তো বদনা খুঁইজা পাইবো না হা হা হা

 2 years ago 

বদনা খোজার জন্য বেচেই থাকবেন না 😁

 2 years ago 

ব্যথা একদম ভেতর থেকে ভালো হয়ে যাবে চমৎকার ছিল আইডিয়াটি।

 2 years ago 

সর্বাঙ্গে ব্যথা আমার , মলম লাগাই কোথায় ।

অবিলম্বে ব্যথাকে ধরে বেঁধে আইনের হাতে তুলে দেওয়া উচিত।তাহলে মলম লাগানোর চিন্তায় থাকবে না।

 2 years ago 

হুম, তাকে আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে, মেলা সময় বসে ছিলো হা হা হা

 2 years ago 

বর্তমানের অবস্থা এমনই ভাইয়া, হি হি।

 2 years ago 

এইটা ভালো বুদ্ধি আইন কেন নিজের হাতে তুলে নেবো 🤣🤣🤣

 2 years ago 

🤣🤣

 2 years ago 

তাহলে তো ঘুষ খেয়ে ছেড়ে দিবে ব্যথা সারবে না তো😀😀😀 মজা লাগলো আপনার উত্তরটি।

 2 years ago 

ঘুষের কথা পরে হবে,আগে তো জেল খাটুক ভাইয়া।হি হি

 2 years ago 

হাহাহা,,,ঠিক আছে তাহলে। ধন্যবাদ আপনাকে ফিডব্যাক দেওয়ার জন্য

 2 years ago 

😃😃

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.033
BTC 62401.16
ETH 3012.10
USDT 1.00
SBD 3.55