এবিবি ফান প্রশ্ন-৭০৪ || পুরনো স্মৃতি কেনো বারবার মনে পড়ে।
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
পুরনো স্মৃতি কেনো বারবার মনে পড়ে।
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
অভিজ্ঞদের মতামত চাই।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
| আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
|---|





কারণ পুরনো স্মৃতিগুলো আবেগে ভরা। মস্তিষ্ক যুক্তির চেয়ে আবেগকে বেশি গুরুত্ব দেয়, তাই সেগুলোই বারবার সামনে চলে আসে।
0.00 SBD,
0.04 STEEM,
0.04 SP
পুরনো স্মৃতি বারবার মনে পড়ে। কারণ মস্তিষ্কের রিমোটে ‘ডিলিট’ বাটন নেই! 😄রাতে শুতে গেলেই জোনাকির মতো হঠাৎ জ্বলে ওঠে।ভালোবাসা, ভুল আর সেই পুরনো অনুভূতির লোডশেডিং!🤧
0.00 SBD,
0.03 STEEM,
0.03 SP
পুরনো স্মৃতি বারবার মনে পড়ে কারণ সেগুলোর সঙ্গে আবেগ জড়িয়ে থাকে। আনন্দ কষ্ট বা ভালোবাসার মুহূর্তগুলো মন গভীরে ছাপ ফেলে তাই পুরনো স্মৃতি বারবার মনে পড়ে।
0.00 SBD,
0.03 STEEM,
0.03 SP
মন তো কোমল এক অনুভূতি,পাথর নয়।তাই পুরনো স্মৃতি বার বার কোমল মনে এসে উঁকি দিয়ে যায়।
0.00 SBD,
0.03 STEEM,
0.03 SP
স্মৃতি সব সময় আমাদের পিছুটানে। আর সেই পুরনো স্মৃতির সাথে জড়িয়ে থাকে আমাদের আনন্দ বেদনার অনুভূতি। আর সেই অনুভূতিগুলো মাঝে মধ্যে মনের দরজা খুলে ওকি দেয় এবং রিংটোন বাজে তখনই
বাধ্য হই স্মৃতিতে যেতে। 😄😄😄
0.00 SBD,
0.03 STEEM,
0.03 SP
কারন পুরোনো স্মৃতি সবসময় জীবন্ত,প্রাণবন্ত, তরতাজা আর সতেজ থাকে তাই।ওটাই আমাদের সুখের সাথী আবার দুঃখের ও তাই মনে পড়ে বারেবারে।
0.00 SBD,
0.01 STEEM,
0.01 SP
কারন আমরা শান্তিতে থাকতে চাই, সেটা পুরনো স্মৃতির সহ্য হয় না,হা হা হা।😁
পুরনো স্মৃতি বারবার মনে পড়ে কারণ সেগুলো আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। যেগুলোতে বেশি আবেগ জড়িয়ে আছে, মন সেগুলোকে ছেড়ে দিতে চায় না।