এবিবি ফান প্রশ্ন- ৪৭৬ || যদি চিঠি লেখার সুযোগ পান, তাহলে কার কাছে চিঠি লিখবেন।

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

যদি চিঠি লেখার সুযোগ পান, তাহলে কার কাছে চিঠি লিখবেন।

প্রশ্নকারীঃ

@shuvo35

প্রশ্নকারীর অভিমতঃ

অভিজ্ঞদের মতামত চাই।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 months ago 

চিঠি লেখার সুযোগ পেলে আমি তো একতরফা ভালোবাসার মানুষের কাছে চিঠি লিখবো।কারণ অনেক সময় মুখে বলা না গেলেও লিখে উদ্ধার হওয়া যায় মনের কথা আরকি!☺️☺️

 2 months ago 

আরে আপু আপনারও যে একতরফা ভালোবাসার মানুষ আছে আগে বলবেন না। তাহলে তো এতদিন আমরা সবাই মিলে তার সাথে মিলিয়ে দিতাম।

 2 months ago 

আরে না!আমি তো মজা করেই বললাম হি হি☺️☺️.

 2 months ago 

সেই মানুষটা কে আপু। জানতাম না তো এরকম একজন মানুষ আছে।

 2 months ago 

সে তো আমি নিজেও জানি না, কাল্পনিক মানুষ আপু☺️☺️.

 2 months ago 

যদি চিঠি লেখার সুযোগ পান, তাহলে কার কাছে চিঠি লিখবেন।

যদি চিঠি লেখার সুযোগ পাই, তাহলে চিঠি লিখবো স্টিমিট প্লাটফর্মের কর্তৃপক্ষের কাছে SBD চালু করার জন্য💞💗।

কারণ মেহেদী কিনে নিয়েছি বিয়ে করবো বলে, এদিকে শীত শেষ হয়ে যাচ্ছে একা একা ঠান্ডার মাঝে ঘুম হয় না রাতে। খুব তাড়াতাড়ি SBD চালু করে দেয় আমি যেন বিয়ে করতে পারি💜💙😁😁।

 2 months ago 

☺️☺️হি হি,তাহলে আমরাও বিয়ের দাওয়াত পাবো।

 2 months ago 

যদি আসলেই এরকম চিঠি লেখার সুযোগ পাই সে ক্ষেত্রে বাংলাদেশের প্রধান উপদেষ্টা বরাবর একটা চিঠি লিখব যেন আমাদের এলাকার নদী কেন্দ্রিক দরিদ্র মানুষ গুলোর জন্য নদী ভাঙ্গনের বিরুদ্ধে শক্ত কোন পদক্ষেপ নেওয়া হয়।

 2 months ago 

এটা অবশ্য দারুন বলেছেন ভাইয়া নদী ভাঙ্গনের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেওয়া উচিত। না হলে হতদরিদ্র মানুষগুলো আরো বেশি দরিদ্র হয়ে পড়বে।

 2 months ago 

যদি চিঠি লেখার সুযোগ পান, তাহলে কার কাছে চিঠি লিখবেন।

তাহলে তো আমি সব সিঙ্গেল ছেলেদের কে চিঠি লিখব😅। ওই চিঠির মাধ্যমে তাদেরকে সাবধান করে দেব। শুধু শুধু বিয়ে না করে বউয়ের প্যারা খাওয়া থেকে দূরে থাকুন🫨🙃।

বি:দ্র:- সিঙ্গেলদেরকে হালকা পাতলা সাহায্য করার চেষ্টা 🤭😁।
 2 months ago 

সিঙ্গেলদের জন্য খুবই ভালো একটা কাজ হবে এটা।

 2 months ago 

যদি চিঠি লেখার সুযোগ পান, তাহলে কার কাছে চিঠি লিখবেন?

চিঠি লেখার সুযোগ পেলে আমি আমার খালার কাছে চিঠি লেখব। আর এটাই বলবো কেন তার মেয়ে কে আমার সাথে বিয়ে দিলো না।

 2 months ago 

যদি চিঠি লেখার সুযোগ পান, তাহলে কার কাছে চিঠি লিখবেন।

চিঠি লেখার সুযোগ পেলে আমি দুবাইয়ের রাজকন্যা শেখ মাহরা কে চিঠি লিখবো এবং মনের সব কথা বলে দিবো🤣🤣।

 2 months ago 

যদি চিঠি লেখার সুযোগ পান, তাহলে কার কাছে চিঠি লিখবেন।

যেহেতু লেখাপড়ার কারণে মায়ের কাছ থেকে অনেক দূরে থাকা হয় তাই চিঠি লেখার সুযোগ পেলে মায়ের কাছে চিঠি লিখব।

 2 months ago 

সত্যি কথা বলতে আমরা ফ্যামিলি থেকে দূরে থাকি কিন্তু কখনো চিঠি লিখা হয়ে ওঠে না। মাকে চিঠি লিখতে পারলে ভালোই হতো ভাইয়া।

 2 months ago 

এটাই একদম ভালো কথা। তাহলে তো মা ও খুশি হয়ে যাবে।

 2 months ago 

যদি চিঠি লেখার সুযোগ পান, তাহলে কার কাছে চিঠি লিখবেন।

এই সুযোগ পেলে লিখব সেই মানুষ টার কাছে। যাকে সীমাহীন ভালোবাসার পরেও আমাকে ঠকিয়েছে। মূহুর্ত্তের মধ্যে সবকিছু ভুলে গিয়েছে। এমনটা করার কারণ জানতে চেয়ে তার কাছে চিঠি লিখতাম। কারণ তার সাথে হয়তো কখনোই সামনাসামনি দেখা হবে না যে এই কথাগুলো জিজ্ঞেস করব।

 2 months ago 

মাঝে মাঝে সত্যিকারের ভালোবাসা গুলো অপূর্ণ থেকে যায়। হয়তো ভালোবাসার কোন কমতি থাকে না। তবুও ঠকে যেতে হয়।

 2 months ago 

চিঠি দেওয়ার সুযোগ থাকলে বরকে বেনামী চিঠি পাঠাবো। মনের যত রাগ আছে সব চিঠিতে ঝাড়বো। বেচারা শুধু জ্বলবে আর খুঁজবে কে চিঠি লিখেছে। 😆

 2 months ago 

দারুন বলেছেন আপু।

 2 months ago 

যদি চিঠি লেখার সুযোগ পাই তাহলে আমার ভবিষ্যৎ বউয়ের কাছে চিঠি লিখব।😛 এই শীতে আর একা থাকতে ভালো লাগছে না তাড়াতাড়ি আমার কাছে চলে আসো প্রিয় হাহাহা।🤩

 2 months ago 

ওমা ট্রু লাভ ভাই😀😀।

 2 months ago 

তাহলে তো বাংলা সিনেমার নায়িকার মত ভাবি দৌড়ে চলে আসতো 🤣🤣।

 2 months ago 

তাহলে আপনি বিন বাজাতে শুরু করেন দৌড়ে চলে আসবে।

New to Steemit?