এবিবি ফান প্রশ্ন-৭০০ || এই কনকনে ঠাণ্ডায় আপনার অনুভূতি কেমন।
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
এই কনকনে ঠাণ্ডায় আপনার অনুভূতি কেমন।
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
অভিজ্ঞদের মতামত চাই।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
| আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
|---|





কনকনে ঠান্ডায় আমার অনুভূতি হচ্ছে, কম্বলের চেয়ে ভালো জিনিস পৃথিবীতে আর নেই 🤣🤣।
0.00 SBD,
5.42 STEEM,
5.42 SP
ঠাণ্ডা হাওয়ায় হাত পা জমে আসে, তবু শীতের নীরবতা আর শান্ত পরিবেশ মনে এক ধরনের প্রশান্তি এনে দেয়।
0.00 SBD,
5.40 STEEM,
5.40 SP
শীতের কনকনে বাতাসে কিন্তু শরীর ঠান্ডা করে ফেলে। তবে মন চাই কম্বলের নিচে সব সময় বসে থাকতে। তবে শীতের অনুভূতি অনেক সময় মানুষের মন পরিবর্তন করে। কারণ শীতের সময় গরিব দুঃখীর কথা কিন্তু মনে পড়ে তাই।
0.00 SBD,
5.38 STEEM,
5.38 SP
গ্রামে এত ঠান্ডা মন চায় খাটের নিচে আগুন জ্বালিয়ে আরাম করে একটু ঘুমাই 😀😀।
0.00 SBD,
5.36 STEEM,
5.36 SP
ঠাণ্ডা এমন যে, পায়ের আঙুল নিজেরে স্বাধীন দেশ ঘোষণা করতে চায়। শীতল হাওয়া মুখে লাগলে এমন মনে হয়, যেন ঠোঁট বলছে “আমি কোথাও যাচ্ছি না, আজ ঘুমই কম্বল এর ভিতরে আমার শ্রেষ্ঠ জায়গা।” আর কম্বলের ভেতরে ঢুকে একেবারে হিমশীতল বিশ্বের ‘কফি হাট’ খুলে বসে থাকতে ইচ্ছে হচ্ছে। 😄🥶🥶
0.00 SBD,
5.34 STEEM,
5.34 SP
কক্সবাজার এসেছি,ভেবেছিলাম খুব কনকনে ঠান্ডার মধ্যে পরবো।যেহেতু ঢাকাতে শীত তেমন নেই।কিন্তু আমি এখানে এসে হতাশ।কারন শীত নেই।শীতের কাপড় পরতে হচ্ছে না।বাড়তি কাপড় টেনে নেয়ার ঝামেলা ও নেই।