আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ।। অণু কবিতার আসর-১৩৮

Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতা

মৃত বসন্ত পুড়ে যাক ক্ষতি নেই,
তোমার পরশে আমার হৃদয়ে এখন চির বসন্ত জাগে ।
দখিনা হাওয়ার বদলে ব্লিজার্ড বয়ে যাক, ক্ষতি নেই তাতে কিছু ।
তোমার ওষ্ঠ-চুম্বনে দখিনা বাতাসের হিল্লোল জাগে আমার হৃদয়ে ।
পৃথিবী ধ্বংস হয় হোক,
তবু, আমাদের ভালোবাসা রয়ে যাবে ।

লেখক

@rme

লেখক এর অনুভূতি:

ভালোবাসা চিরন্তন, হয়তো সব কিছুর লয় হবে কিন্তু ভালোবাসা ঠিক অটুট থাকবে।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 5 months ago 

গোলাপ ফুলের বাগানে আগুন ধরুক,
তাও ক্ষতি নেই, যদি তুমি থাকো পাশে।
আকাশের কালো মেঘে ঢেকে থাকুক,
তাও ক্ষতি নেই, যদি হাতে হাত রাখো।

বিনা মেঘে বজ্রপাত হোক,
তাও ক্ষতি নেই, যদি চোখে চোখ রাখো।
বসন্ত কালে ফুল না ফুটুক,
তাও ক্ষতি নেই, যদি তোমার সাথে থাকি।

আকাশে চাঁদ না উঠুক,
তাও ক্ষতি নেই, যদি তোমারি স্পর্শে থাকি।
দিনের আলো না ফুটুক,
তাও ক্ষতি নেই, তোমারই আলোয় আলোকিত।

 5 months ago 

ওয়াও অনেক ভালো লাগলো। হাত ধরেছি পাশে আছি থাকবো।

 5 months ago 

নিয়তির লিখনে তুমি রয়েছো কি?
এ হৃদয় শুধু চায় তোমার হাতছানি,
স্নেহ আর পরশে জড়াবো তোমাকে,
রাখবো মনের মাঝে রবে কি তুমি?

নিঃশ্বাসে বিশ্বাসে আছো জড়িয়ে,
আকাশের নিলীমায় দেখেছি তোমাকে,
আমি চাই তুমিময় সময়টা কাটাতে,
রেখো মোরে যতনে তোমার বুকেতে।

 5 months ago 


উজ্জ্বলতা ঢেকে যাক কঠিন আঁধারে,নেই চিন্তা
তোমারি স্নিগ্ধ পরশে ফিরে পাব সেই উজ্জ্বলতা।
অট্টালিকার চেয়ে হোক না খড়ের নীড়,নেই আফসোস,
তাহাতে কিঞ্চিত মাত্র।

তোমার প্রেমের অঙ্কনে আশার আলো ফোটে,
আমার এই মন পুষ্প কাননে।
হোক না চোখের দেখা সব বিনাশ
স্থায়ী থেকে যাবে মোদের ভালোবাসার আশ।

 5 months ago 

এ যেন এক মায়ার খেলা,তোমায় দেখতে ইচ্ছে করে,
মায়াবী ঐ মুখটা আমি দেখি নয়ন ভরে,
তোমায় ভাবি, স্বপ্ন দেখি থাকবো জীবনভর,
আমায় ছেড়ে যেও না গো,হইয়ো না তো পর।

আবেগি এই হৃদয়খানি কষ্টে বেঁধেছে বুক,
তোমায় দেব বলেই তো জমিয়েছি সুখ,
সব আয়োজন তোমায় ভেবে রেখেছি যতনে,
ভালোবাসি বলবো তোমায় আপন মনে।

 5 months ago 

এই না হলে কবি। এত চমৎকার ভাবে কেমনে যে লাইনগুলো মিল করেছেন, খুব ভালো লাগলো আমার কাছে।

 5 months ago 

বসন্ত যখন এসেছে
হৃদয়ের প্রেম জাগ্রত হয়েছে,
তোমার পরশে বদলে যায়
জীবন আমার এক নিমিষে

ক্ষতি নেই পুড়ে যাক
প্রেমময় এ হৃদয়
দখিনা হাওয়ায় বদলে যায়
কিন্তু ভালোবাসা রয়ে যায়।

ভালোবাসা রয়ে যায় হৃদয়ে
বসন্ত বারে বার আসে,
মৃত বসন্ত পুড়ে যাক ক্ষতি নেই,
তোমার পরশে চির বসন্ত জাগে।

 5 months ago 

হয়তো প্রিয়জনের অনুভূতি হৃদয়ে ভালোবাসা জাগায়। আর হৃদয় জুড়ে বসন্তের আগমন ঘটে। আপনার লেখা কবিতার লাইন গুলো চমৎকার হয়েছে ভাইয়া।

 5 months ago 

চেষ্টা করেছি আপু। আনন্দিত হলাম আপনার সুন্দর মন্তব্য দেখে

 5 months ago 

পৃথিবী ধ্বংস হয়ে যাবে
তবুও তোমার আমার প্রেম হৃদয়ে রবে ,
যে যা বলে বলুক আসে যায় না
এ মন ভালবাসে তোমায়
আর কিছু চায়না ।
ভালোবাসা চিরন্তন সত্য
ভালবাসার বসন্ত জাগে মনে,
তোমায় আমি কেমন বাসি ভালো
এই অন্তরটা জানে ।
প্রকৃতির মাঝে সজীবতা এলে
প্রাণ খুঁজে পায়।
তুমি আমার পাশে থাকলে
জীবন খুঁজে পাই।
এইতো ভালোবাসা, যে ভালোবাসায়
অটুট থাকুক সকল ভালোবাসার মানুষ।

 5 months ago 

জীবনের অনেক বসন্ত
প্রিয় গেছে ফুরিয়ে
সময়গুলো গেছে হারিয়ে,
কল্পনায় তোমার মৃদু স্পর্শ
আজও হৃদয়ে তুলে ঝড়
কল্পনায় এসে, কল্পনার ভিড়ে
প্রিয় তুমি হারিয়ে গেছো হায়
আমি বহুকাল ধরে রয়েছি
প্রিয় তোমার প্রতীক্ষায়
দক্ষিণের জানালা দিয়েছি খুলে
খোঁপায় গুঁজেছি শিউলি ফুল
তোমার প্রতীক্ষায় নিশিতে প্রদীপ জ্বেলে
হৃদয় হয়েছে ব্যাকুল।
হয়তো সময় ফুরিয়ে গেছ
তোমার বিরহে ব্যাকুল এই মন
হৃদয় জুড়ে আজও প্রিয়
শুধু তোমার বিচরণ।

 5 months ago 

মৃত বসন্ত পুড়ে যাক ক্ষতি নেই,
তোমার পরশে আমার হৃদয়ে এখন চির বসন্ত জাগে ।
দখিনা হাওয়ার বদলে ব্লিজার্ড বয়ে যাক, ক্ষতি নেই তাতে কিছু ।
তোমার ওষ্ঠ-চুম্বনে দখিনা বাতাসের হিল্লোল জাগে আমার হৃদয়ে ।
পৃথিবী ধ্বংস হয় হোক,
তবু, আমাদের ভালোবাসা রয়ে যাবে ।

আকাশের সব নীল হারিয়ে যাক ক্ষতি নেই,
তোমার রংয়ে আমার হৃদয় সেজেছে বর্নীল সাজে।
সুনামি আর জলোচ্ছ্বাস বয়ে যাক ক্ষতি নেই তাতে কিছু।
তোমার হৃদয়ের উষ্ণতায় থেমে যাবে সব, আলিঙ্গনের মধুরতায় হৃদয় নিরব।
হলে হয়ে যাক কিয়ামত,
তবু, আমাদের ভালোবাসা রয়ে যাবে।

 5 months ago 

কালিমাখা ছাই উড়ে যাক আফসোস নেই,
তোমার অস্তিত্বে আমি অনুভব করি ঔজ্জ্বল্যতা।
ঝুমঝুম বৃষ্টির বদলে শিলারা অবিরত ঝরে পড়ুক,কিছুতেই আসে যায় না।
তোমার কোমল স্পর্শে ফুলেরা হয় সজীব আমার অন্তঃকরনে।
ধরিত্রী ফাটল ধরে ধরুক,
তবুও আমাদের ভালোবাসা থাকবে জ্বলন্ত স্ফুলিঙ্গ হয়ে।

 5 months ago 

তুমি কি জানো প্রিয়
পৃথিবী তখনই আমার
যখন তুমি থাকো
এই বুকের সাথে জড়িয়ে।।

তুমি কি জানো প্রিয়
তোমার শীতল কোমল স্পর্শে
দেহে আমার নতুন উম্মাদনা জাগে
তাই তো তোমায় খুঁজি
আমার প্রতিটি নিশ্বাসে নিশ্বাসে ।।

 5 months ago 

ওয়াও আপু বেশ দারুণ লিখেছেন অনেক ভালো লাগলো অনু কবিতাটি।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.033
BTC 66858.35
ETH 3088.97
USDT 1.00
SBD 3.72