এবিবি ফান প্রশ্ন-২০৭ | অতিরিক্ত গরমে মেজাজ হারিয়ে, কার চুল টেনে টেনে ছিঁড়তে চান।
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
অতিরিক্ত গরমে মেজাজ হারিয়ে, কার চুল টেনে টেনে ছিঁড়তে চান।
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমত:
মেজাজ হারিয়ে, এখন নিজের চুল নিজেই আমি টেনে টেনে ছিঁড়ছি।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
অতিরিক্ত গরমে মেজাজ হারিয়ে যারা গাছ কেটে উজাড় করছে এবং যারা গাছ লাগায় না তাদের চুল ছিঁড়ে দিতে ইচ্ছে করে।
অতিরিক্ত গরমে মেজাজ হারিয়ে কারো মাথার চুল টেনে টেনে ছিঁড়তে চায় না,তবে কোনো কঠিন রাগের বশবর্তী হয়ে নিজের মাথার চুল নিজে ঠিকই ছিড়ে ফেলি।
অতিরিক্ত গরমে কারেন্ট না থাকলে এটা আমারও মনে হয় বোন।
অতিরিক্ত গরমে মেজাজ হারিয়ে, কারো গাছের লেবু ছিড়তে চাই।কারণ গরমে লেবু দিয়ে শরবত বানিয়েতো খেতে পারবো। আর অযথা চুল ছিড়েতো কোন লাভ নাই। লেবু খেলে অন্তত কিছুটা হলেও মেজাজ ঠান্ডা হবে।🤣🤣
এই গরমে মেজাজ হারালে মনে হয় বয়ফ্রেন্ডের মাথার চুল গুলো টেনে টেনে ছিড়ে দেই। এতে করে দুই দিক দিয়েই লাভ। আমার মেজাজটাও ঠিক হয়ে যাবে, আর অন্যদিকে বয়ফ্রেন্ড কেও অন্য কোন মেয়ে পছন্দ করবে না। হিহিহি😁😁😁
আপু এটা কিন্তু দারুণ আইডিয়া। একদিকে বয়ফ্রেন্ডের দিকে কেউ ফিরেও তাকাবে না। অন্যদিকে নিজের মেজাজ কন্ট্রোল করা যাবে। সবমিলিয়ে দারুন হবে। 😅😅
তাইনা আপু দারুন আইডিয়া! কিছুক্ষণ হাসলাম খিল খিলিয়ে।
কি হিংসুটে মাইয়া,হে হে হে😁
তাহলে আর কি করবো? ছেলেরা তো আর একজন মেয়ে তে সন্তুষ্ট নয়। হি হি হি।
একজন যদি দাজ্জাল টাইপের মাইয়া হয় তাহলে তো দ্বিতীয় জন খুজবেই,হে হে হে।😁
দাজ্জাল হওয়া লাগে না। বউ যতই মধুর হোক না কেন? পরের বউ সবসময় মিষ্টিই লাগে।
দ্রব্যমূল্যের দাম সিন্ডিকেট করে যারা প্রতিনিয়ত বাড়াচ্ছে, তাদের চুল টেনে টেনে ছিঁড়তে চাই।
এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে বেঁচে থাকা সত্যিই এক বড় চ্যালেঞ্জ। আসলেই সেসব মানুষের চুলগুলো টেনে ছিড়ে দিলে ভালো হতো।
ভাই অন্য কারোরটা ছিড়লে সেই অনুভূতি আসবে না যে অনুভূতটা নিজের চুল ছিড়লে আসে।
সেজন্য অন্য কারোর না ভাই নিজেরটাই নিজে নিজে ছইড়বও, চুল !হিহিহি😁😁।
অতিরিক্ত গরমে মেজাজ হারিয়ে গেলে, আমি আমার গার্লফ্রেন্ডের মাথার চুল টেনে টেনে ছিঁড়তে চায়।
ভাই এই কমেন্ট আপনার গার্লফ্রেন্ড দেখে নিলে আপনার বিপদ হয়ে যেতে পারে! হিহি 😂😂 এইসব কথা প্রকাশ্যে বলতে নেই ।🤫🤫
ভাই গার্লফ্রেন্ডের মাথায় অনেক চুল তাই ছিড়ে একটু কম করে দিবো।🫣😃😃
আচ্ছা ভাই বুজলাম ব্যাপারটা।
অতিরিক্ত গরমে মেজাজ হারিয়ে ভাইয়া অন্য কারো চুল না নিজের চুলই টেনে টেনে ছিঁড়ছি । তার কারণ হলো অতিরিক্ত গরমে চুল আঁচড়াতে মন চায় না।তখন চুলে জটা বেঁধে যায়।তখন পরের দিন আঁচড়াতে যেয়ে গরমে মেজাজ হারিয়ে চুল ছিঁড়তে হয়।
অন্য কারোর না শুভ ভাই আমার নিজের মাথার চুল গুলো সব ছিঁড়ে ফেলতে ইচ্ছে করে।🥹মাঝে মাঝে মনে হয় সেলুন গিয়ে টাকলু হয়ে আসি,,, তাহলে সব সমস্যার একেবারে সমাধান 🥹।
এত সুন্দর চুল কেটে ফেললে তো জিম আবার হার্টফেল করবে।
করে করুক আপু।গরম কালে যে কী ঝামেলা আপু এই বড়ো চুল নিয়ে আর ভালো লাগে না।
আপু আপনার তো মাঝে মাঝে মনে হয় টাকলু হয়ে যাই আমার তো প্রতিদিন সারাক্ষণ মনে হয় টাকলু হয়ে যাই। তাহলে অন্তত ঝামেলা থেকে মুক্তি পাবো। গরমে একেবারে অবস্থা খারাপ।
হয়ে যান সমস্যা কোথায়? সবাই ডাকবে টাকলা মুনিরা আপু। হিহিহি
হ্যাঁ আপু ছেলে হলে বেশ সুন্দর টাকলু মাথা নিয়েও পোস দিয়ে ঘুরে বেড়ানো যেত 🥹।
বুদ্ধি একেবারেই ঠিক আছে। সেলুনে গিয়ে পারলে টাক করে আসো, দেখতে একবারে খারাপ লাগবে না তোমায়। হা হা হা...
জি ভাই, পরিবেশবাদী সংগঠনের লোকদের চুল ছিঁড়তে চাই। কারন টা হলো এরা পরিবেশ পরিবেশ চিল্লায় কিন্তু নিজেরাই গাছ লাগাতে চায় না। আর যারা গাছ কেটে উজাড় করে তাদের চুল ছিঁড়তে চাই, সবশেষে এদেশে বসবাস করি তাই নিজেরটাও ছিড়তে চাই।