এবিবি- ফান প্রশ্ন-১০১|| মনের মানুষ যদি অভিমান করে দূরে থেকে বহুদিন পর ফিরে আসে তখন কি করবেন?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
মনের মানুষ যদি অভিমান করে দূরে থেকে বহুদিন পর ফিরে আসে তখন কি করবেন?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আমি হলে প্রথমে তার গালে টানা একটি চর দিব যেন দ্বিতীয় বার আর অভিমান করার কথা চিন্তাও না করে। একটু মজা করলাম, আপনাদের মজার মজার কথাগুলো শুনি এখন।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
মাছি মেরে হাত গন্ধ করার ইচ্ছে আমার নেই।তাই আমি প্রথমে মনের মানুষের পছন্দের খাবার রান্না করবো। তাতে এত এত লঙ্কা দেব যাতে ঝাল খেয়ে চিরদিনের মতো তার অভিমানগুলি দুই কান দিয়ে আগুনের ধোঁয়া হয়ে পালায় আর লঙ্কাকান্ড বেঁধে যায়।
হা হা ঠিক এটাই করা উচিত
☺️☺️
এটা খুবই ভালো বুদ্ধি অনেক দিন পর ফিরে আসলে তাকে লঙ্কা দিয়ে এইভাবেই শায়েস্তা করতে হবে।
হি হি☺️☺️.
সাংঘাতিক ব্যাপার তো। 🤣🤣
😁😁
মনের মানুষের সাথেই তো
মান অভিমান হয়,
মান অভিমান থেকেই প্রেম
আরো গভীর হয়।
গাল ফুলিয়ে থাকবো আমি
কইবো না আর কথা,
হাতে-পায়ে ধরে সে যে
দেখাবে ব্যাকুলতা।
মনে মনে মুচকি হেসে
নিব আপন করে,
মনের মানুষকে আপন করে
হৃদয়ে রাখবো ধরে।
মান অভিমান ভুলে যাবো
একটু সময় পড়,
দুইজন মিলে বাঁধবো আবার
স্বপ্ন সুখের ঘর।♥♥
যার প্রতি ভালোবাসা বেশি তার প্রতি অভিমান হয়। অভিমান ভুলে যে প্রথম ফিরে আসে সেই প্রকৃত ভালোবাসে। তাইতো হাজারো ভালোবাসা অভিমানের কাছে হার মেনে যায়। তাই দ্বিতীয়বার কষ্ট পাওয়ার থেকে তাকে গ্রহণ করাই উত্তম।
মান অভিমান ভুলে তাকে আপন করে নিবো, কারন আপন মানুষ জীবনের শেষ সময় অব্দি আপনই থাকে, মান অভিমান যাই থাকুক না কেন। তবে মুলার জুস দিতে পারি এক গ্লাস এবং পুরোটাই খাওয়াবো যত্ন করে, হি হি হি হি।
হা হা 😄
যদি মুলোর জুস খেয়ে অজ্ঞান হয়ে যায়?
আর ভাবিকে কি করবেন 😄
সেটা আমি একদম মানতে পারলাম না ভাইয়া যদি সে আপন হত তাহলে সে কোন সময়ই আপনার থেকে দূরে যেত না।
পরিস্থিতি মানুষকে অনেক কিছু করতে বাধ্য করে আমরা হয়তো সবটা দেখি না কিংবা বুঝার চেষ্টা করি না। তাই আপন মানুষগুলোর সাথে ভুল বোঝাবুঝির সৃষ্টির হয়।
মনের মানুষ মনের হলে অভিমান করে কখনও চলে যেতে পারতো না। যাই হোক, এখানে বহুদিন বলতে কতদিন তা না বলা হলেও আামার কাছে দুটো উপায় আছে, প্রথমত্ব সে যদি ইয়াং বয়সে ফিরে তাহলে তাকে বয় ফ্রেন্ড বানিয়ে রেখে দিবো যাতে তার টাকা ভাঙ্গিয়ে খেতে পারি। আর দ্বিতীয়ত্ব যদি বুড়া বয়সে আসে তাহলে মোবইল সহ যতরকম যোগাযোগ মাধ্যম আছে সেগুলো তালা দিয়ে রাখবো। কারন বুড়া দিয়ে কি আর হাল চাষ হয়?
বলবো, খালি খালি আবার ফিরে এসে আমার জীবনকে নরক বানানোর কি দরকার ছিল। নতুন বউ নিয়ে আমি তো ভালই ছিলাম এত দিন।
কারণ যে একবার বিশ্বাস ভেঙে চলে যেতে পারে, সে যে আবার যাবেনা তার কি গ্যারান্টি আছে।
আমি তাকে বলতাম আরও কিছু দিন অভিমান করে থেকে এসো, যাতে অভিমান করার ভুতটা তার মাথা থেকে একেবারেই চলে যায়।না হলে পুনরায় আবার করতে পারে। হা হা হা।
যেহেতু সে অনেকদিন পর আসবে তাই পরবর্তীতে তাকে আবারও ছয় মাসের ট্রেনিংয়ে পাঠাবো কি করে সতীনের ঘর করতে হয় এজন্য। 😁😁😁😁😁
তার তার জায়গায় ওঠা নতুন ভাড়াটিয়ার সাথে পরিচয় করিয়ে দেব।এখন সে ই ঠিক করুক ঘর শেয়ার করবে নাকি সে বিদায় নেবে।
হা হা দারুণ দারুণ।।
আর একবার নতুন করে সাপের গর্তে যাওয়ার কি দরকার ছিল রে ভাই।
মনের মানুষ বলে কথা ফিরিয়ে তো দিতে পারব না। ঠিক স্বাদরে গ্রহণ করব ☺☺👌।।