এবিবি- ফান প্রশ্ন-১০৯ || আপনি সবচেয়ে বেশি জীবনে আঘাত পেয়েছেন কাদের কাছ থেকে।
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
আপনি সবচেয়ে বেশি জীবনে আঘাত পেয়েছেন কাদের কাছ থেকে।
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আমি প্রতিনিয়ত কমবেশি আঘাত পেয়েই বড় হয়েছি, এখনো পাই, তবে অভ্যস্ত হয়ে গিয়েছি। আপনাদের ব্যাপারটা জানতে চাই।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
যদিও এবিবি-ফান থেকে প্রশ্ন তবুও আজকে ফান না করে সত্যিটাই বলছি। জীবনে সবচেয়ে বেশি আঘাত পেয়েছি রক্তের সম্পর্ক থেকে। নিজের ভবিষ্যতের কথা না ভেবে যাদের জন্য অক্লান্ত পরিশ্রম করেছি তারাই আঘাত দিয়েছে।
ভাই এটার সবচেয়ে সহজ উত্তর হবে, কাছের মানুষ থেকে।আর এই হিসেবে আমাদের এখানে একটি প্রচলিত কথা আছে,ঘরের ইদুরে বান কাটিলে তা আর ধরা যায় না।
জীবনটা বড় অদ্ভুত জানেন তো, যাকে নিজের সর্বোস্ব দিয়ে ভালোবাসবেন সেই সবথেকে বড় আঘাতটা দেবে। তাকে যদি নিজের কলিজা কেটেও দেয়া হয় তাহলে কম পরে যাবে কারন আপন মানুষদের সীমাহীন চাহিদার কাছে তুচ্ছ ভালোবাসা কিছুই নয়। কষ্ট একমাত্র কাছের মানুষ দেয়।
আপন মানুষের কাছ থেকে আঘাত পায়নি কিন্তু যাদের আপন ভেবেছি তাদের কাছ থেকে আঘাত পেয়েছি।
প্রত্যেকটা মানুষের জীবনে আঘাতের হিসাব করে শেষ করা যাবে না। বেশিরভাগই হয় প্রিয়জন এবং আপনজন। আমার জীবনে প্রথম সবচেয়ে বেশি আঘাত পেয়েছিলাম বিশ্বাসঘাতক বন্ধু থেকে। যার বর্ণনা করতে গেলে দু'চারটা পোস্ট লেখা যাবে।
জীবনে সবচেয়ে বেশি আঘাত পেয়েছি আমার জুতা থেকে🙄।যত ভালো জুতা-ই কিনি না কেন পায়ে ফোস্কা পড়বেই, নতুন জুতায় ফোস্কা যেন বেশিই পড়ে।আর পছন্দের জুতায় তো আরও বেশি,তাই পরা হয় না সেগুলো🤭।
সিরিয়াসলি বলতে গেলে আপন জনের কাছ থেকে। তবে যেহেতু ফান সেই হিসেবে বলতে গেলে ক্লাস ফাইভে থাকাকালীন সুন্দর শিক্ষিকা থেকে।,😀😀
মনে প্রানে যাকে আমি ভালোবেসেছি
আপনের চেয়ে আপন করে প্রিয় মেনেছি,
অবলীলায় যাকে আমি বিশ্বাস করেছি
যার জন্য সর্বোচ্চ ঝুঁকি নিয়েছি।
যার কাছে প্রত্যাশা টা বেশি করেছি
তাঁরই কাছে সর্বোচ্চ আঘাত পেয়েছি।
সেই আঘাতেই অঝোর ধারায় বৃষ্টি ঝরিয়েছি
আর এখন তা মনেপ্রাণে মেনে নিয়েছি।
♥♥
জীবনে আঘাত তো সবচেয়ে কাছের মানুষ গুলি দেয় ৷ যারা জীবনে এসে অনেক স্বপ্ন দেখায় ৷ আর সময় হলে সুন্দর জীবনাকে বিনষ্ট করে দিয়ে যাবে ৷
এরা হলো মুখোশের আড়াল ভালো মানুষ ৷