এবিবি ফান প্রশ্ন- ৩৪৬ | বাঁশের চেয়ে কঞ্চি বড়, নেতার চেয়ে চামচা বড়, মানুষ বিচার পাবে কই ?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
বাঁশের চেয়ে কঞ্চি বড়, ধানের চেয়ে বড় খই, নেতার চেয়ে চামচা বড়, মানুষ বিচার পাবে কই ?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আপনাদের মতামত জানতে চাই।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
নেতা যদি চামচার হাতে সবকিছু তুলে দেয় তাহলে তো চামচা পাকনামি করবেই।
এটাই তো আমাদের দেশের সবথেকে বড় সমস্যা নেতারা তার চামচাদের হাতে সবকিছু দিয়ে দেয়।
কারণ নেতার চেয়ে চামচার বুদ্ধি বেশি, নেতা খেয়ে যা বাঁচে তাই চামচার। আবার মানুষের বিচার সেটা কাল্পনিক। 😎
বেশ ভালো লিখেছেন ভাই🤣🌹
"বিচার " আপনি ডিকশিনারিতে অবশ্যই পাবেন ভাই। তবে "বিচার" এর বাস্তবিক কোন উদাহরণ বর্তমানে পাবেন কি না সন্দেহ! ও আচ্ছা, তবে বিচার আপনি দিতে পারেন আরেক জায়গায়- সেটা হচ্ছে -"ফেসবুক" নামক সোশ্যাল মিডিয়ায়। ফেসবুক খুললেই দেখবেন কত শত মানুষ পোষ্টের মাধ্যমে বা লাইভে খালি এর নামে ওর নামে বিচার দেয় আর বিচার দেয়!
বর্তমান দেশের পরিস্থিতি মোতাবেক বলতে পারি, কচু গাছের সাথে গলায় দড়ি দিলে উত্তম বিচার পাওয়া যাবে।
ভাই, বিচার পাওয়ার জন্য নিজের জীবন ঝুঁকির মধ্যে নেওয়ার কোন কারণ দেখতে পাচ্ছি না আমি।
কচু গাছের সাথে গলায় দড়ি দিলে আবার নিজের জীবন নিয়ে টানা পড়া শুরু হয়ে যেতে পারে। তাই বিচার যখন পাওয়া যাচ্ছে না এত কষ্ট করে লাভ নেই।
খুবই ক্রিটিক্যাল প্রশ্ন ভাই। বতর্মান অবস্থা তো এইটাই চলছে। ঠিক এইজন্যই কোথাও বিচার পাওয়া যায় না। কোন ব্যবস্থা নেই। অবস্থা টা এমন বিচার মানি কিন্তু তালগাছ আমার।
মানুষের বিচার পাওয়ার জায়গা নেই ভাই, এই জন্যই তো মানুষ এখন রাস্তাঘাটেই অন্যায়ের বিচার করে দেয় নিজেরা নিজেরাই। সঠিক বিচার না পাওয়ার যে ফ্রাস্টেশন, সেটা রাস্তা ঘাটে বের হলে মানুষের মধ্যে দেখা যায় স্পষ্ট।
সবকিছু হচ্ছে বিপরীত। যেখানে বিপরীত মুখী কাজ করে সেখানে বিচার কিভাবে পাবেন। কারণ মানুষের মধ্যে ইতিবাচক চিন্তা-ভাবনা থাকতে হবে। আমাদের সমাজে এমন কিছু কিছু মানুষ আছেন যেগুলো বাঁশের চেয়ে কঞ্চি বড় এমন অবস্থা। যেখানে নেতার চেয়ে নেতার চামচার কথা বেশি সেখানে নেতার কোনো প্রাধান্য থাকে না। এমন কিছু কিছু মানুষ আছেন তারা যোগ্যতা নিয়ে টানাটানি করে। যার যোগ্যতা থাকে না সে কিভাবে বিচার করবে সে কিভাবে ভালো মন্দ বুঝবে।
সেটাই তো সমস্যা। এখন তো বিচার পাওয়ার জাগয়া নেই। বরং বিচার দিতে গেলে নিজেকেই বলির পাঠা হতে হয়। তাই আমার মনে হয় নিজেকে ফাটাকেষ্ট হয়ে নিজের বিচার নিজেরই করতে হবে। আর নয় তো যেখানে বিচার পাওয়া যাবে না তাদের কে একগ্লাস করে জামাল গোটা খাইয়ে দিতে হবে। হি হি হি
আপাতত মানুষের বিচার পাওয়ার কোনো সম্ভাবনা নেই।আর কে কার বিচার করবে!সবাই তো একাই ১০০.তাই বসে বসে আচার খাওয়া-ই ভালো।
বাজারে তো অনেক প্রকারের আচার পাওয়া যায় বোন, কোন আচার খেলে ভালো হবে, সেটা একটু বলে দিলে ভালো হয়! হেহেহে..😂😂
যার যে আচারে বেশি এলার্জি সেই আচার বেশি বেশি খেতে হবে দাদা☺️☺️..
হিহিহি.. এটা বেশ ভালো বলেছো বোন । 😂😂
☺️☺️
আপাতত বিচার পাওয়ার মতো কোন জায়গা নেই তবে যেদিন আবার চামচার চেয়ে নেতা বড় হবে সেদিন মানুষ বিচার পাবে। তবে চামচা যখন নিজেকে বড় মনে করে উস্তাদি করতে আসে তখন যদি তাকে উত্তম মধ্যম দেওয়া যায় তাহলেও বিচার পাওয়া সম্ভব।
ঠিক ভাই উত্তম মধ্যম এর প্রয়োজন আছে।