এবিবি ফান প্রশ্ন- ৩০৮ || যদি চোর ৯দিন চুরি করে ... তাহলে গৃহস্থের চোর ধরার দিন আসবে কি করে?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

আমরা জানি, চোরের ১০ দিন আর গৃহস্থের ১ দিন হয় । এখন যদি চোর ৯ দিন চুরি করে আর ১ দিন চুরি না করে, তাহলে গৃহস্থের ওই যে চোর ধরার ১ দিন সেটা আসবে কি করে?

প্রশ্নকারীঃ

@ronggin

প্রশ্নকারীর অভিমতঃ

জানলে তো আর আপনাদের প্রশ্ন করতাম না। হিহিহি

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 months ago 

মাঝে মাঝে ১০ মাসেও এক বছর হয়ে যায়, যেমনটা লোন অথবা কিস্তির ক্ষেত্রে। তাই চোরের দশা খারাপ হলে ৯ দিনের মধ্যেই গৃহস্থের ১ দিন হয়ে যেতে পারে।তখন আর ক্যালানি মাটিতে পড়বে না। 🤣🤣

 2 months ago 

আমরা জানি, চোরের ১০ দিন আর গৃহস্থের ১ দিন হয় । এখন যদি চোর ৯ দিন চুরি করে আর ১ দিন চুরি না করে, তাহলে গৃহস্থের ওই যে চোর ধরার ১ দিন সেটা আসবে কি করে?

চোর ৯ম দিনের মাথায় চুরি করে পালিয়ে যাওয়ার আগে, কোনো না কোনো প্রমাণ ফেলে রেখে যায় ইচ্ছে করেই। যাতে করে ১০ম দিনের মাথায় ধরা পড়ে। এটা হচ্ছে চোরদের একটা নীতি। আর চোরেরা ভাবে মাঝেমধ্যে ধরা পড়ে উত্তম মধ্যম না খেলে, এই পেশাটা আসলেই জমে না😂😂। আর যদি চুরির দায়ে জেল খেটে আসে, তাহলে পদবী বাড়ে। অর্থাৎ পদবী যত তাড়াতাড়ি বাড়বে,তত তাড়াতাড়ি চোরদের সর্দার হতে পারবে🤣🤣।

Posted using SteemPro Mobile

 2 months ago 

ভাইয়া বিড়াল যেমন মাছ খাওয়ার লোভ কখনো সামলাতে পারবেনা। ঠিক তেমনি চোর ও চুরির লোভ সামলাতে পারবেনা।৯দিন চুরি করে দশম দিনে না গেলো তাতে কি ,পরবর্তী যেকোনো সময়তো অবশ্যই যাবে,আর ওইদিনটাই হবে দশম দিন।সেই দিনই ধরাও পড়বে আর প্যাদানিটাও আচ্ছামত খাবে😂😂।

 2 months ago 

চোর যেহেতু নয় দিন চুরি করেছে, এদের স্বভাব পাল্টানো অনেক কঠিন তারা অবশ্যই শেষ দিন আসবে। আমাদের এখানে চোরকে যতই মারা হোক না কেন? বলে দে ছেড়ে দেবো কিন্তু তারপরের দিন আবার চুরি করতে যায়। আর চোর যে ৯দিন চুরি করবে অবশ্যই প্রথম দিনের পর আমরা সজাগ থাকবো তারপরের দিনই ধরে ফেলবো😅😅😅

 2 months ago 

আমরা জানি, চোরের ১০ দিন আর গৃহস্থের ১ দিন হয় । এখন যদি চোর ৯ দিন চুরি করে আর ১ দিন চুরি না করে, তাহলে গৃহস্থের ওই যে চোর ধরার ১ দিন সেটা আসবে কি করে?

যেহেতু এই চোর ১০ দিন চুরি করে না ৯দিন চুরি করে। তার মানে বুঝতে হবে এটা চোর না এটা গেরস্থ কারণ সে জানে ১০ দিন চুরি করার পরে ধরা পড়বে সেজন্য সে নয়দিন চুরি করে যাতে ধরা পড়ার ভয় না থাকে হা হা হা।

 2 months ago 

আমার কাছে মনে হয়,আসলে চোর নয় দিন তার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো অন্যান্য জায়গা থেকে চুরি করে খেয়ে না খেয়ে।আর শেষ একদিন দুর্বল হয়ে ভাবে বেশি করে শরীরে এনার্জি ফেরানোর প্রয়োজন।তাই গৃহস্থের বাড়ির ভালো খাবার খেতে রান্না ঘরে ঢুকে পড়ে।আর থালাবাসন নাড়ার শব্দে চোরের কপালে বাঁধে বিপত্তি।

Posted using SteemPro Mobile

 2 months ago 

আমরা জানি, চোরের ১০ দিন আর গৃহস্থের ১ দিন হয় । এখন যদি চোর ৯ দিন চুরি করে আর ১ দিন চুরি না করে, তাহলে গৃহস্থের ওই যে চোর ধরার ১ দিন সেটা আসবে কি করে?

প্রথমত চোর তার কাজে ভীষণ সৎ। সে যেহেতু টানা নয় দিন চুরি করেছে নিঃসন্দেহে দশম তম দিনে সে আসবেই 😂
আর চোরের মার হজম করার অসম্ভব শক্তি রয়েছে। ধরা খেয়ে মার হজম করা একটা ঐতিহ্য যা তার পূর্ব পুরুষ থেকে প্রাপ্ত। ‌তাই চিন্তার কোন কারন নেই 😄

Posted using SteemPro Mobile

 2 months ago 

আমরা জানি, চোরের ১০ দিন আর গৃহস্থের ১ দিন হয় । এখন যদি চোর ৯ দিন চুরি করে আর ১ দিন চুরি না করে, তাহলে গৃহস্থের ওই যে চোর ধরার ১ দিন সেটা আসবে কি করে?

কথায় আছে লোভে পাপ এবং পাপে মৃত্যু। আপনি নিশ্চিত থাকেন চোর যদি ৯ দিন চুরি করে ধরা না পড়ে তাহলে ও লোভে পড়ে ১০ তম দিনে চুরি করতে যাবেই। এটা শুধু চোরের না পৃথিবীর সব মানুষের বৈশিষ্ট্য।

Posted using SteemPro Mobile

 2 months ago 

নয় দিনের শেষ দিন চুরি করতে গিয়ে কুরকুরে পপ বিস্কিট খেতে যাবে আর ওইদিনই চোর ধরা পড়বে । চোর তো আর জানে না যে পপ বিস্কিট জায়গা বুঝে খেতে হয় তাই ধরা খাবে ।

 2 months ago 

আপু আপনার কমেন্ট পড়ে তো চোর সাবধান হয়ে যাবে। তারা তো আর বিস্কিট খাবেনা।

 2 months ago 

ওই ১ দিন গৃহস্থও যদি চোরের মতো চুরি করতে বের হয় তাহলেই তো চোর ধরতে পারবে 😎 চোর ই চোর ধরতে পারে 😍 এই গৃহস্থ হলো বড় চোর 😁

 2 months ago 

এটা একদম ঠিক বলেছেন ভাইয়া চোরের খবর চোর ভালো জানে। তাই তো চোর সেজে চোরকে ধরতে পারবে।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.032
BTC 61227.60
ETH 3022.96
USDT 1.00
SBD 3.88