Binance P2P TutorialsteemCreated with Sketch.


Banner Credit: @hafizullah

আপনারা সবাই জানেন যে, আমার বাংলা ব্লগে গেস্ট ব্লগার নামে একটি নতুন অপশন চালু হয়েছে , যারা আমার বাংলা ব্লগের নিয়ম কানুন গুলো পালন করতে সমস্যা হয় অর্থাৎ কমেন্ট এনগেজমেন্ট, ডিস্কোর্ড এনগেজমেন্ট, নিয়মিত পোস্ট করতে সমস্যা হয়। তারা ডেলিগেশন এর মাধ্যমে আমার বাংলা ব্লগে পোস্ট করে সাপোর্ট পেতে পারেন। তবে এজন্য অবশ্যই @abb-curation account এ মিনিমাম ১০০ এস পি ডেলিগেশন করতে হবে। কিন্তু শুরুতে যারা একেবারে নতুন স্টীমিট একাউন্ট খুলেন তাদের কোন স্টিম থাকে না, তাই তারা কিভাবে Binance এর মাধ্যমে বাংলা টাকাই স্টিম কিনতে পারে তা এই টিউটোরিয়াল এ বলা হয়েছে, এই পোস্টে যে সকল বিষয়গুলো উল্লেখ থাকবে তা হলঃ

  • কিভাবে Binance Account খুলতে হয়?
  • Binance account কিভাবে ভেরিফাই করতে হয়?
  • Binance account এ কিভাবে Deposit, Withdrawal এবং Transfer করতে হয়?
  • Binance এ কিভাবে Spot Trade করতে হয়?
  • Binance এ কিভাবে P2PTrade করতে হয়?
    চলুন তাহলে শুরু করা যাক ....

কিভাবে Binance Account খুলতে হয়?

ধাপ-০১

প্রথমে এই লিঙ্ক এ ক্লিক করতে হবে , তারপর নিচের ছবির মত একটি পেইজ দেখতে পাবেন , একে একে ফিল্ড গুলো পূরণ করে নিবেন। তারপর Create Personal Account এ ক্লিক করবেন।

ধাপ-০২

এরপর আপনি যে ইমেইল দিয়েছেন , একাউন্ট ক্রিয়েট এর সময়, ওই ইমেইল এ একটি কোড যাবে। ওই কোড টি ইমেইল ভেরিফিকেশন এর ঘরে বসিয়ে সাবমিট করলে, আপনার একাউন্ট ক্রিয়েশন সাকসেসফুল হবে।

Binance account কিভাবে ভেরিফাই করতে হয়??

ধাপ-০১

আপনার একাউন্ট ক্রিয়েশন সঠিকভাবে সম্পন্ন হওয়ার পর , আপনি আপনার Binance Accounts এ লগইন করলে , নিচের ছবির মত পেইজ দেখতে পাবেন। এখান থেকে Get Started এ ক্লিক করবেন। তারপর Get Verified এ ক্লিক করবেন।

ধাপ-০২

এরপর Personal Information এর ঘর দেখতে পাবেন সেখানে , সেখানে আপনার National Identity Card (NID) অনুসারে সকল তথ্য দিবেন, NID এ আপনার নাম , পিতার নাম এবং জম্ম তারিখ ঠিক যেভাবে আছে সেভাবেই দিবেন। তবে Nationality এর ঘরে যেটা সিলেক্টেড আছে, সেটা পরিবর্তনের প্রয়োজন নেই। সব কিছু ঠিকঠাকভাবে দিয়ে Continue বাটন এ ক্লিক করবেন। তারপর Document Verification এর পেইজ টি দেখতে পাবেন। ওখানে National ID Easy Verification সিলেক্ট করবেন , এবং Continue তে ক্লিক করবেন। এরপর আপনার National Identity Card(NID) এর নম্বর দিয়ে Submit করবেন , এভাবে Document Verification Complete করবেন।

ধাপ-০৩
তারপর Liveness check পেইজ এ Current Device সিলেক্ট করে Liveness check Verification Complete করব।

Binance account এ কিভাবে Deposit, Withdrawal এবং Transfer করতে হয়?

Binance Mobile Apps Install
আমরা Binance Account ক্রিয়েট করা এবং ভেরিফাই করার কাজটি কম্পিউটারে করেছিলাম , কিন্তু পরবর্তী কাজগুলো সহজে করার জন্য আমরা Binace এর Android apps টি ব্যবহার করব Binace এর অ্যান্ড্রয়েড অ্যাপস টি ইন্সটল করার জন্য প্রথমে গুগল প্লে স্টোরে যাব। তারপর Binance লিখে সার্চ করব, এরপর অন্য সব অ্যাপস এর মত করে Binance অ্যাপস টি ইন্সটল করে নিব।

Deposit

Binance এ যে কোন Coin Deposit এর জন্য প্রথমে আমরা Binance Apps টি login করে এ Wallet যাব । এরপর Deposit এ ক্লিক করব। এর পরবর্তিতে সার্চ অপশনে যে কয়েন টি ডিপোজিট করতে চান সেটির নাম লিখতে হবে। এরপর ওই coin টির উপরে ক্লিক করলে ওই কয়েন টি Binance এ ডিপোজিট করার জন্য একটি ডিপোজিট এড্রেস দেখাবে, ওই এড্রেসে অন্য যে কোন ওয়ালেট থেকে Binance এ দেওয়া এড্রেসে কয়েন পাঠালেই কয়েন টি Binance এ ডিপোজিট হয়ে যাবে। নিচে আমি Steem coin এর ডিপোজিট Screenshot শেয়ার করছি।

Withdrawal

Binance এ যে কোন Coin withdraw এর জন্য প্রথমে আমরা Binance Apps টি login করে এ Wallet যাব । এরপর Withdraw এ ক্লিক করব। click করার পর ২ টি আপশন দেখতে পারব , সেখান থেকে, Send Via Crypto Network ক্লিক করব। এর পরবর্তিতে সার্চ অপশনে যে কয়েন টি Withdraw করতে চান সেটির নাম লিখতে হবে। এরপর ওই coin টির উপরে ক্লিক করলে সেখানে কয়েকটি ফিল্ড দেখতে পাব। ঐ ঘর গুলোতে আমি কয়েন টি যে এড্রেস এ পাঠাতে চাচ্ছি সেটা লিখব মেমো প্রয়োজন হলে মেমো লিখব এবং যাবতীয় সব কিছু পুরণ করে Withdrawal এ ক্লিক করব। এরপর আপনি Binance আপনার এ যে ইমেইল এড্রেসটি ব্যবহার করেছেন সেখানে একটি মেইল যাবে , সেই মেইলে Withdrawal অ্যাড্রেস এবং একটি কোড থাকবে , আপনি Withdrawal অ্যাড্রেস টি ভালোভাবে আবার চেক করে নেবেন, এবং কোডটি কপি করে email verification এর ঘরে বসাবেন । এবং মোবাইল থেকে প্রাপ্ত mobile verification code টি ও বসাবেন, এরপর সাবমিট এ ক্লিক করলেই , আপনার দেওয়া Withdrawal অ্যাড্রেসে কয়েন টি চলে যাবে। আপনার Withdrawal টি সম্পন্ন হয়েছে কি না তা Withdrawl History এর মাধমে দেখতে পারেন। নিচে আমি Steem coin এর Withdrawal Screenshot শেয়ার করছি।

Send Via Email/phone/id এর মাধ্যমে ও আমরা চাইলে ফি ছাড়া Binance এ Coin/token Withdrawal করতে পারব, এজন্য প্রথমে Send Via Email/phone/id সিলেক্ট করব এরপর ইমেইল , ফোন বা আইডি সিলেক্ট করে ঘর গুলো পূরণ করে সেন্ড বাটন এ ক্লিক করলেই , আপনি যার ইমেইল , ফোন নম্বার বা Binance আইডি দিয়েছেন তার কাছে Coin/token চলে যাবে। নিচে আমি BUSD coin এর Send Via Email এর মাধ্যমে Withdrawal Screenshot শেয়ার করছি।

Transfer

Binance এ আমাদের অনেক সময় আমাদের ওয়ালেটে থাকা কয়েন বা টোকেন গুলোকে spot থেকে Funding বা Funding থেকে Margin এ নিয়ে যেতে হয়। Transfer Option use করে আমাদের এই কাজটি করতে হবে। এর জন্য প্রথমে Transfer এ যেতে হবে তারপর কোথাই থেকে কোথাই নিবেন সেটি সিলেক্ট করে, Confirm Transfer এ click করলেই Transfer সম্পন্ন হয়ে যাবে। নিচে আমি Transfer অপ্সহন ইউজ করে Sopt থেকে Funding এ Transfer এর Screenshot শেয়ার করছি।

Binance এ কিভাবে Spot Trade করতে হয়?

ধাপ-০১

আপনারা যারা আমার বাংলা ব্লগ কমিউনিটির এবিবি স্কুলের সবগুলো লেভেলের ক্লাস করেছেন আপনারা লেভেল ৪ এ এই বিষয়টি অনেক চমৎকার ভাবে দেখেছেন। তারপরও এই বিষয়টি Binance এ কিভাবে করতে হয় সেই বিষয়টি এখানে দেখাবো। Binance এ Spot trade করতে হলে আপনাকে Binance App অথবা Binance Web এ আপনার একাউন্টটি ওপেন করে নিতে হবে। আমি এখানে Binance App ব্যবহার করেছি। App টি ওপেন করে হাতের ডান পাশে (নিচের দিকে) Wallets এ যাব।

ধাপ-০২

Spot এ ক্লিক করলে Spot Trade এর অপশন চলে আসবে। এখানে Steem সার্চ করতে হবে। তাহলে Steem/USDT পেয়ার চলে আসবে।

ধাপ-০৩
আপনার ওয়ালেট এ যদি USDT থাকে তাহলে সেগুলো কে বিক্রি করে আপনি Steem ক্রয় করতে পারবেন। যদি আপনি Steem কিনতে চান সেক্ষেত্রে Buy এ ক্লিক করবেন এবং Order book ফলো করবেন এবং আপনি যদি এখান থেকে স্টিম সেল দিতে চান সে ক্ষেত্রে Sell অপশনে ক্লিক করে Order book প্রাইজ দেখে অর্ডার করে দেবেন।

আশা করছি এ Spot trade এর বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। লেভেল - ০৪ এর লেকচার শীট [# Level 04 Lecture Sheet] আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা সেখানেও দেখতে পারেন। প্রত্যেকটি Exchange Side একই ভাবে কাজ করে।

Binance এ কিভাবে P2P Trade করতে হয়?

ধাপ-০১
Binance থেকে P2P Trade করতে হলে আপনাকে Funding Wallet এ যেতে হবে। সেখানে p2p অপশনে ক্লিক করতে হবে।
ধাপ-০২
P2P অপশনে Usdt সিলেক্ট করতে হবে। সেখানে অনেক সেলার রয়েছে। আপনি নগদ বা বিকাশের মাধ্যমে টাকা দিয়ে Usdt কিনতে পারবেন। তবে এখানে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে।
ধাপ-০৩
সেখানে Buy এ ক্লিক করার পর কিছু কিছু বিষয় আপনাকে লক্ষ রাখতে হবে। যেমন: Payment time limit, seller payment method. এখানে এসে By Crypto তে ক্লিক করবেন। কত Usdt কিনতে চান সেটা লিখবেন এর বাংলা টাকায় কত দাম আসবে তা নিয়ে Amount এ শো করবে। এর পর Buy With 0 fee তে ক্লিক করবেন।
ধাপ-০৪
এখানে সব গুলো তথ্য ভালো করে দেখে নিবেন। সব ঠিক থাকলে Make Payment এ ক্লিক করবেন।
ধাপ-০৫
এখানে একটি বিকাশ/নগদ নাম্বার শো করবে, সেখানে উক্ত টাকা সেন্ড মানি করে অপেক্ষা করতে হবে। অতঃপর বায়ার USDT আপনার একাউন্টে সেন্ড করে দেবে। তখন আপনি ভালভাবে চেক করে পেমেন্ট সাকসেসফুল করবেন। এটা করার জন্য অবশ্যই আপনার মেইল /ফোন অথবা গুগোল অথেন্টিকেটর কোডের মাধ্যমে ট্রানজেকশন কমপ্লিট করতে হবে।
শেষ ধাপ
এখানে মনে রাখতে হবে, বায়ার আপনাকে যে USDT পাঠিয়েছে সেটা ফান্ডিং ওয়ালেটে থাকবে। তাই ফান্ডিং ওয়ালেট আপনারা চেক করবেন। USDT আপনার একাউন্টে চলে আসলে Transfer এ ক্লিক করে Spot wallet এ নিয়ে আসতে হবে। Spot wallet এ Spot Trade এর মাধ্যমে USDT থেকে Steem Buy করতে পারবেন।
Sort:  
 last year 

যারা এখনো Binance সম্পর্কে অবগত নয় তারা এই টিউটোরিয়ালের মাধ্যমে সম্পূর্ণ বিষয় বুঝতে পারবে ।সময়োপযোগী একটা টিউটোরিয়াল দেওয়া হয়েছে যেটা নতুনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল।

 last year 

বাইনেন্স নিয়ে চমৎকার সাজানো গোছানো একটি টিউটোরিয়াল পোস্ট এটি। এখানে সহজ এবং সাবলীল ভাবে সবকিছু দেখানো হয়েছে। আশাকরি নতুনদের জন্য এটি ভীষণ উপকারী একটি পোস্ট। নতুনরা একটু মনোযোগ দিয়ে পড়লে বাইনেন্সের সমস্ত কাজগুলো ভালোভাবে বুঝতে পারবেন।
শুভ কামনা অবিরাম।

 last year 

নিঃসন্দেহে আজকের এই পোস্টটি খুবই গুরুত্বপূর্ণ। যদিও আমার বাংলা ব্লগের নিয়ম অনুযায়ী p2p করা নিষেধ। তবে নতুন গেস্ট ব্লগারদের জন্য এছাড়া তেমন কোন অপশন নেই। আশা করি এই পোষ্টের মাধ্যমে গেস্ট ব্লগাররা খুবই উপকৃত হবে। সুন্দর একটি বিষয় খুব সহজভাবে উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

 last year 

বাইনান্স একাউন্ট এর বিষয় টা জানা ছিলনা।এই পোস্টটি পড়ার মাধ্যমে বিস্তারিত জানতে পারলাম।নতুনদের জন্য খুব উপকারী হবে।এভাবে তারা বাংলা টাকায় স্টিম কিনে সহজেই ডেলিগেশন করতে পারবেন।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

গুরুত্বপূর্ণ একটি পোস্ট শেয়ার করেছেন। আশাকরি নতুন ইউজারদের জন্য খুবই উপকারী হবে। চমৎকার ভাবে নিখুঁত ভাবে ধাপে ধাপে দেখানো হয়েছে।

 last year 

যদিও এ টিউটোরিয়াল এর সবগুলোই জানা রয়েছে। তবে একসাথে সবগুলো টিউটোরিয়াল দেখতে পেয়ে ভালো লাগলো। আশা করছি নতুন ইউজাররা অনেক বেশি উপকৃত হবে।আর খুব সহজে তাদের কাজ সম্পাদন করতে পারবে এই টিউটোরিয়াল গুলো দেখে।ধন্যবাদ গুরুত্বপূর্ণ একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

অতি প্রয়োজনীয় একটি টিউটোরিয়াল এটি। বাইনেন্সের এই কাজ আগে দিয়ে না শিখলে নতুনদের একটু অসুবিধা হয়। এই টিউটোরিয়ালটির মাধ্যম সবাই খুব সুন্দর ভাবে বুজতে পারবে এই প্রত্যাশা রইল।

 last year 

এগুলো আমি ইউটিউব দেখে শিখেছি। প্রত‍্যেকটা বিষয় শিখতে এবং ক্লিয়ার হতে আমার বেশ অনেক টা সময় লেগেছিল। কিন্তু এখানে প্রতিটা বিষয় সুন্দরভাবে দেখানো হয়েছে পোস্টে। চমৎকার একটা পোস্ট ছিল। আশাকরি অনেকের উপকারে আসবে পোস্ট টা।

 last year 

বাইনেন্স নিয়ে দারুণ একটা পোস্ট শেয়ার করেছেন। এগুলো নতুন ইউজার দের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ ভাবে পুরো রিপোর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 last year 

বাইনেন্স খুবই সুন্দর একটি পদ্ধতি স্টিম ক্রয় বিক্রয় করার জন্য। পোস্টটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সুন্দর। ধন্যবাদ এত সুন্দর একটি পদ্ধতি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.033
BTC 62502.56
ETH 3008.63
USDT 1.00
SBD 3.50