লেভেল 'টু' ফাইনাল পরীক্ষা || শিয়াল পন্ডিতের পাঠশালা। [# Level 02 Exam]

in আমার বাংলা ব্লগ2 years ago

Prof. @rex-sumon

লেভেল 2 এর প্রশ্নপত্র এবং গাইডলাইন

লেভেল 'টু' ফাইনাল পরীক্ষা || শিয়াল পন্ডিতের পাঠশালা। [# Level 02 Exam]

Mon_8_11_2021_15_54_15.png

লেভেল ওয়ান থেকে সফলভাবে ভেরিফাই হয়ে আসা ইউজাররা ইতিমধ্যেই লেভেল টু এর ক্লাস শেষ করেছেন। আবার অনেকেই সবে মাত্র শুরু করেছেন। যাঁরা লেভেল টু এর ক্লাস গুলো শেষ করেছেন তাদের লিখিত পরীক্ষার প্রস্তুতি নিতে বলা হয়েছিল । আশা করি সবাই সুন্দরভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। লেভেল ২ খুবই গুরুত্বপূর্ণ একটি স্টেজ ছিল। আপনি যেখানে যে কাজটাই করেন না কেন, ব্যাসিক বিষয়গুলো এবং সিকিউরিটি সম্পর্কে আপনাকে প্রথমেই যথেষ্ট জ্ঞান অর্জন করে নিতে হবে। তাহলে খুব সহজেই আপনি আপনার ইচ্ছা মত সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। দুই নম্বর লেভেলে মেইনলি সেফটি সংক্রান্ত বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়েছে। বর্তমান ইন্টারনেট দুনিয়ায় সেফটি খুবই গুরুত্বপূর্ণ একটি ইস্যু । সামান্য অসাবধানতায় আপনার সর্বস্ব হারিয়ে যেতে পারে। এজন্য সেফটি সংক্রান্ত বিষয়গুলো হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই।

লেভেল ২ এ কিছু নির্দিষ্ট টপিক নিয়ে আলোচনা করা হয়েছে। টপিকগুলো নিম্নে দেওয়া হলঃ-

  • Key Security
  • Power Up
  • Delegation
  • Wallet

Key Security:

আপনি যখন স্টিমিটে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তখন স্বভাবতই সে অ্যাকাউন্টের মালিক আপনি নিজেই। আপনার কাছে কিছু নির্দিষ্ট Key থাকবে যেগুলো দিয়ে আপনি আপনার অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারেন। এজন্য আপনার key সিকিউরিটির বিষয়ে জ্ঞান থাকা জরুরি ।

Power Up:

পাওয়ার আপ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। পাওয়ার আপ এর মাধ্যমে আপনি নিজস্ব কিছু শক্তি অর্জন করবেন যেগুলো দিয়ে আপনি নিজেই ভোটিং সাপোর্ট দিতে পারবেন এবং আপনার কিউরেশন রিওয়ার্ড অর্জনের সক্ষমতা তৈরি হবে। পাওয়ার আপ এর আরো বহু সুফল রয়েছে যেগুলো সম্পর্কে ইতিমধ্যেই লেভেল ২ এর প্রফেসরগণ আলোচনা করেছেন।

Delegation:

ডেলিগেশনের ব্যাপারটা সহজ ভাষায় বলতে গেলে, একটি জনগোষ্ঠীর ক্ষুদ্র ক্ষুদ্র শক্তিকে এক জায়গায় জড়ো করে বৃহৎ শক্তিতে রূপান্তরিত করা। আর সেই শক্তি ব্যবহার করে বৃহৎ কোন সুবিধা তৈরি করা। ডেলিগেশনের এই টপিকস এর ব্যাপারে প্রফেসরগন ইতিমধ্যেই আলোচনা রেখেছেন। কিভাবে ডেলিগেশন করতে হয়, কোথায় ডেলিগেশন করতে হয়, আপনার ডেলিগেশনের সামর্থ, ডেলিগেশনের সুবিধা-অসুবিধা ইত্যাদি বিষয়ে ইতিমধ্যেই আলোচনা হয়েছে ।

Wallet:

আপনার ব্যাংক অ্যাকাউন্টে যেমন আপনার সমস্ত টাকাপয়সা গচ্ছিত রাখেন ঠিক তেমনি স্টিমিট ওয়ালেটে আপনার আর্ন করা বা ইনভেস্ট করা সমস্ত এসেস্ট জমা থাকে। স্টিমিট প্লাটফর্মে কাজ করতে হলে ওয়ালেট সম্পর্কে যথেষ্ট ধারণা থাকা আবশ্যক। লেভেল টু এর প্রফেসরগণ ইতিমধ্যেই ওয়ালেট সম্পর্কে আলোচনা করেছেন। আলোচনার মধ্যে ছিল: এসেস্ট ট্রানস্ফার, সেভিংস, রিওয়ার্ড ক্লেইম, ইন্টার্নাল মার্কেট এক্সচেঞ্জ ইত্যাদি।

উপরোক্ত বিষয়গুলো সম্পর্কে সফলভাবে শিক্ষা গ্রহণ শেষ হলে পরীক্ষা দিয়ে ভেরিফাই হওয়ার মাধ্যমে একটি ইউজার লেভেল ৩ এর ক্লাসে যেতে পারবে। তবে লেভেল ৩ এ যেতে হলে ইউজারদের দুইটি পরীক্ষা দিতে হবে । প্রথম পরীক্ষা ইউজারের প্রফেসর ডিসকর্ড চ্যানেল থেকেই মৌখিকভাবে গ্রহণ করবে । দ্বিতীয় পরীক্ষা হিসেবে ইউজারদেরকে কমিউনিটিতে একটি পোস্ট লিখতে হবে। যে পোস্টে ইউজারদের উল্লেখ করতে হবে, সে কি কি বিষয় শিখতে পেরেছ। পরীক্ষার্থীদের ওই পোস্টের মধ্যে থাকা ইনফরমেশন গুলো দেখে তার প্রফেসর যদি সন্তুষ্ট হতে পারে তাহলে তাকে লেভেল ২ ভেরিফাই করে দিবে এবং লেভেল ৩ এর ক্লাসে উন্নতি করে দিবে। আর তা না হলে, পুনরায় ওই শিক্ষার্থীকে আবারো নতুন করে ক্লাস করতে হবে।

একটি ইউজার যখন সফলভাবে তার প্রফেসরের কাছ থেকে মৌখিক পরীক্ষায় পাশ করে পুনরায় পরীক্ষা দেওয়ার জন্য কমিউনিটিতে পোস্ট লিখবে তখন ওই ইউজার যে সকল বিষয়ে শিক্ষা পেয়েছে সে সকল বিষয়গুলো তার লেখা পোস্ট এর মধ্যে উল্লেখ করবে।

ইউজারদের সুবিধার জন্য কিছু পয়েন্ট লিখে দিচ্ছি। এই বিষয়গুলো সম্পর্কে ইউজাররা তার পোস্টের মধ্যে অবশ্যই উল্লেখ করবেন। নিম্নে উল্লেখ করা পয়েন্টগুলো ছাড়াও ইউজাররা ইচ্ছা করলে নিজেদের মতো করে আরও কিছু লিখতে পারবে।

  • Posting key এর কাজ কি ?

  • Active key এর কাজ কি ?

  • Owner key এর কাজ কি ?

  • Memo key এর কাজ কি ?

  • Master password এর কাজ কি ?

  • Master password নিরাপদে সংরক্ষণ করার জন্য আপনার প্ল্যান কি?

  • পাওয়ার আপ কেন জরুরী?

  • পাওয়ার আপ করার প্রসেস সম্পর্কে আপনি কি জানেন?

  • সেভিংস এ থাকা STEEM অথবা SBD উইথড্র দেওয়ার কতদিন পর ট্রান্সফারেবল ব্যালেন্সে যোগ হয় ?

  • মেমো ফিল্ড এর কাজ কি?

  • ডেলিগেশন ক্যানসেল করার কতদিন পর উক্ত এস.পি নিজের অ্যাকাউন্টে ফেরত আসে?

  • ধরুন, আপনি প্রজেক্ট @Heroism এ ২০০ এস.পি ডেলিগেশন করেছেন। কিছুদিন পর আরো একশত এসপি ডেলিগেশন করতে চান। এখন ডেলিগেশনের পরিমাণ লেখার সময় আপনাকে কত এস.পি লিখতে হবে?

একটি ইউজার এই বিষয়গুলো যত বেশি ভালো ভাবে উপস্থাপন করতে পারবে তার লেভেল দুই পার করে লেভেল ৩ এ যাওয়ার সম্ভাবনা ততটাই বেশি থাকবে। কেউ অন্যের লেখা কপি করবেন না। সবাই নিজের মত করে লেখার চেষ্টা করবেন। কোন ধরনের কপি-পেস্ট ধরা পড়লে আবার প্রথম থেকে ক্লাস করতে হবে। নিজে লেখার চেষ্টা করুন। কোনো ভুল-ভ্রান্তি হলে আপনার প্রফেসর আপনাকে সমাধান দিয়ে দিবে।

নোটঃ- পরীক্ষা দেওয়ার সময় আপনারা এই টাইটেল আর ট্যাগ অবশ্যই ব্যবহার করবেন।

টাইটেল: লেভেল ২ হতে আমার অর্জন - By @your-user-name
ট্যাগ: #abb-level02

Amar Bangla Blog

||
আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

break.png

Amar Bangla Blog Discord Server


এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য

break.png

Sort:  
 2 years ago 

এই পোষ্টের মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরা হয়েছে। এখানে যে প্রশ্নগুলো দেয়া হয়েছে আমরা যদি এই প্রশ্নগুলোর সঠিক উত্তর ভালোভাবে জানতে পারি তাহলে আমরা খুবই উপকৃত হব এটি আমাদের জন্য খুবই ভালো হবে।

শিক্ষার বিষয়গুলো নতুনদের জন্য হলেও অনেক পুরাতনদের কাজে আসবে বলে আমি বিশ্বাস করি। সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা।

 2 years ago 

সকল ইউজারদের জন্যই এবিবি স্কুলের শিক্ষা গুলো অত্যান্ত কল্যাণকর। আমি এবিবি স্কুলের সফলতা কামনা করি। অসংখ্য ধন্যবাদ জানাই সকল সুদক্ষ প্রফেসর দের যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের শিক্ষা দিয়ে যাচ্ছেন।

এবিবি স্কুলের এই গুরুত্ব কাজটি সত্যি অসাধারণ। যারা নতুন তারা শুরু থেকেই যদি নিয়মগুলো অনুসরণ করে আসে তাহলে তাদের সক্ষমতা একদিন এমন বৃদ্ধি পাবে কল্পনার বাহিরে।

সত্যিই যদি হতো খুবই সুন্দর কার্যক্রম চালিয়ে আসছে এবিবি স্কুল। ভালো লাগছে দ্বিতীয় রাউন্ডে এসে

 2 years ago 

শিয়াল পন্ডিতের স্কুলে যে বিষয় গুলো দেওয়া হয়েছে সব বিষয় গুলো জানা প্রত্যেকের জন্য খুব জরুরি ।এই বিষয় গুলো জানা থাকলে এই সাইটে কাজ করতে পারবে নির্দিধায় ।কোন বাধা থাকবে না ।আর না জানা থাকলে পদে পদে অসুবিধা ।তাই সবার মাথায় রাখা দরকার ।ধন্যবাদ ।

ইনশাআল্লাহ চেষ্টা করব উক্ত বিষয় গুলো শিখিয়ে খুব সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য। তবে জানার আগ্রহটা আগের চেয়ে অনেকটা বেড়ে গিয়েছে। ধন্যবাদ আমার বাংলা ব্লগ। আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই abb-school এর প্রফেসরদের।

 2 years ago 

অনেক ভালো লাগছে দেখে। খুব ভালোভাবে সম্পূর্ণ লেভেল পার করলে সে ভালোভাবেই জ্ঞান লাভ করতে পারবে। এই বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবে সবাই। অনেক ভালো লাগছে। সকলে এত সুন্দর একটি কাজ করতেছে এবং সকলের জন্য শুভকামনা রইল

 2 years ago 

সকল ইউজারদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি পোস্ট। নতুনদের পাশাপাশি পুরাতনদেরও অনেক দক্ষতা বাড়াতে সাহায্য করবে🙂🙂

 2 years ago (edited)

এই প্লাটফর্মে আজকের বিষয়বস্তু খুবই গুরুত্বপূর্ণ। এ পাসওয়ার্ড গুলো যদি জানা না থাকে তাহলে বিপদে পড়ার খুব সম্ভাবনা রয়েছে। এই ক্লাসগুলো থেকে আমি অনেক কিছু শিখতে পারতেছি। এডমিন মডারেটর সবার কাছে অনেক কৃতজ্ঞ জানাই এমন একটি উদ্যোগ নেওয়ার জন্য।

 2 years ago 

আলহামদুলিল্লাহ কি সম্পর্কে খুব ভালো ধারনা হবে সবার এই আশাই করছি। অনেক অনেক ধন্যবাদ দাদা এত সুন্দর করে সব গুরুত্বপূর্ন বিষয় তুলার জন্য। সব কিছু নিজের আয়েত্বে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.032
BTC 63700.42
ETH 3084.27
USDT 1.00
SBD 3.83