লেভেল -০৪ ফাইনাল পরীক্ষা || শিয়াল পন্ডিতের পাঠশালা। [# Level 04 Exam]

in আমার বাংলা ব্লগ2 years ago

Professor : @moh.arif



ইতিমধ্যেই আপনারা অনেকেই লেভেল ৩ ব্যাজ অর্জন করেছেন। আপনাদের কে অভিনন্দন। লেভেল ওয়ানে স্টিমেট প্ল্যাটফর্ম সম্পর্কে বেসিক বিষয়গুলো আপনি জানতে পেরেছেন। এরপর লেভেল-টু তে সিকিউরিটি এবং ওয়ালেট সংক্রান্ত বিষয়গুলো সম্পর্কে জ্ঞান অর্জন করেছেন। লেভেল-৩ তে Learning Markdown Coding, Content Category ,Curation সংক্রান্ত বিষয়গুলো জেনেছেন। লেভেল-৪ এর এ পর্যায়ে এসে আপনার প্রফেসর আপনাকে যেই বিষয়গুলো সম্পর্কে শিক্ষা দান করেছে সেগুলো হলঃ -
  • p2p এর মাধ্যমে Steem/Sbd/Trx Transfer.
  • Internal Market এ SBD থেকে Steem এ Convert করা।
  • External Market এ Steem এবং TRX Exchange করা।


p2p এর মাধ্যমে Steem/Sbd/Trx Transfer.


p2p Transfer মানে হল Person to Person Transfer । Steemit এ p2p Transfer মানে আপনি আপনার Steemit Wallet হতে অন্য আরেকজনের Steemit Wallet এ Steem অথবা SBD অথবা TRX Transfer কে বোঝায়।


Internal Market এ SBD থেকে Steem এ Convert করা।


আমরা আমাদের Steemit পোস্ট হাতে আথর রেওয়ার্ড হিসাবে সাধারণত SBD এবং SP পাই। SBD কে আমরা Steem এ Convert করতে, Steemit এর ইন্টার্নাল এক্সচেঞ্জ মার্কেট ব্যবহার করব। SBD কে Steem এ Convert করার এটাই সবচেয়ে সহজ উপায়। এর জন্য প্রথমে আমরা Currency Market এ যাব। এরপর Buy Steem এ যাব, ওখানে price এর ঘরে Price দিব, Total এর ঘরে কত SBD কে Steem এ convert করতে চাই তা লিখব। সর্বশেষ Buy Steem এ Click করে SBD কে Steem এ Convert করব।


External Market এ Steem এবং TRX Exchange করা।


External Market এ Steem এবং TRX Exchange এর জন্য , External market হিসাবে আমরা Poloniex Exchange site ব্যবহার করব। এরপর প্রথমে আমরা আমাদের Steem, TRX কে Steemit wallet হতে Poloniex Exchange site এর wallet এ নিয়ে আসব। এরপর এখানে এ গিয়ে Sell এ click করে আপনার Steem কে USDT তে Convert করবেন। TRX কে USDT তে কনভার্ট করার জন্য এখানে এ গিয়ে Sell এ click করবেন।

লেভেল ৪ এর পরীক্ষায় আপনারা ঐ সকল বিষয়গুলো উল্লেখ করবেন যেগুলো আপনার প্রফেসর আপনাদেরকে শিখিয়েছেন । তবে বিষয়গুলো লেখতে যেন আপনাদের সুবিধা হয় এইজন্য এই পোষ্টের মধ্যে নির্দিষ্ট কিছু পয়েন্ট উল্লেখ করে দিচ্ছি । আপনারা এই পয়েন্টগুলোর সঠিক উত্তর লিখবেন আপনাদের লেভেল ৪ এর লিখিত পরীক্ষায়।


প্র শ্ন প ত্রঃ-

  • p2p কি?
  • P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 SBD সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।
  • P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 Steem সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।
  • P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.01 TRX সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।
  • Internal Market এ 0.1 SBD কে Steem এ Convert করুন। এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।
  • Poloniex Exchange site এ একটি Account Create করুন।
  • আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ Steem Transfer করুন।
  • আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ TRX Transfer করুন।
  • Poloniex Exchange site এ আপনার Steemit Account হতে প্রেরিত Steem এবং TRX কে USDT তে Exchange করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

লিখিত পরীক্ষায় উপরোক্ত প্রশ্নগুলো সম্পর্কে যথাযথ উত্তর লিখতে হবে । এর বাইরে আপনি বেশি কিছু জেনে থাকলে সেগুলো লিখতে পারেন ।যত বেশি ইনফর্মেশন থাকবে আপনার উত্তরপত্রের মধ্যে ,ততো বেশি সম্ভাবনা আপনার লেভেল উন্নতি হওয়ার । নিজে যেটা পারেন সেটাই লেখার চেষ্টা করুন । প্রয়োজনে আপনার প্রফেসর আপনাকে হেল্প করবে । তবুও কখনোই ভুলেও অন্যের পোস্ট কপি করতে যাবেন না । তাহলে আবার লেভেল ওয়ান এ নামিয়ে দেয়া হবে এবং প্রথম থেকে ক্লাস করতে হবে আবার।

নোট- লেভেল ৪ এর পরীক্ষা দেওয়ার সময় আপনারা এই টাইটেল আর ট্যাগ অবশ্যই ব্যবহার করবেন।

টাইটেলঃ লেভেল ৪ হতে আমার অর্জন - By @your-user-name
ট্যাগ: #abb-level04


Amar Bangla Blog



Amar Bangla Blog Discord Server

Sort:  
 2 years ago 

বাহ! বেশ ভালো লেগেছে তো। ট্রেডিং সম্পর্কে ভালো একটা আইডিয়া পেয়ে যাবে তারা আশা করি। অনেকেই আছে স্টিম বা এসবিডি বাই বা সেল করতে পারেনা। এই পোস্টটি পড়ে থাকলে আশা করি সে বুঝতে পারবে। নিজে নিজেই স্টিম বাই সেল করতে পারবে। আরিফ ভাইকে ধন্যবাদ দিতে চাই বিষয়টা সুন্দর করে বুঝিয়ে বলার জন্য। সবার জন্য শুভকামনা রইল যেন লেভেল-০৪ এ উত্তীর্ণ হতে পারে।

 2 years ago 

লেভেল 4 এর টপিকগুলো অনেক চমৎকার এবং সবার জন্য গুরুত্বপূর্ণ। অনেকেই আছেন যারা দীর্ঘ মেয়াদে কাজ করেন কিন্তু ট্রেডিং এর খুঁটিনাটি ব্যাপারগুলো সম্বন্ধে ধারণা রাখেন না। প্রশ্নপত্র দেখেই বুঝা যাচ্ছে এখানে খুঁটিনাটি ট্রেডিং এর ব্যবহার গুলো আলোচনা হবে এবং ধন্যবাদ চমৎকার করে সাজানোর জন্য। আমারও কিছু জায়গায় দুর্বলতা রয়েছে সেগুলো ক্লাস থেকে শিখে নেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা পোস্ট করার জন্য এখান থেকে অনেক বিষয়ে জানতে পারলাম যা আমাকে সামনে এগোতে সহায়তা করবে।

সত্যিই এমন উৎসাহ এবং অনুপ্রেরণা মূলক কাজ দেখে আমি শেয়াল পন্ডিতের স্কুলটি কৃতজ্ঞতা জানাই। আমিও অনেক বিষয় সম্পর্কে জানতে পারছি এবিবি স্কুল এর কাছ থেকে। খুঁটিনাটি বিষয় সম্পর্কে এবং ট্রেডিং সম্পর্কে সাধারণ জ্ঞান গুলো সত্যি আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক সাহায্য মুলক হিসেবে কাজ করতে সক্ষম।

প্রশ্নপত্র গুলো ভালোভাবে উত্তর দিতে পারলেই ট্রেডিং সম্পর্কে যথাযথ জ্ঞান লাভ করা সম্ভব এবং level-4 অর্জন করা সম্ভব।
@abb-school এর কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার বাংলা ব্লগ পরিবারের পক্ষ থেকে।

এতো সুন্দরএকটা পোস্ট করার জন্য ধন্যবাদ । এই লেভেলের প্রশ্নগুলো খুবই মানসম্পন্ন এবং সময়োপযোগী শুভকামনা থাকলো সবার জন্য।

সত্যিই এবিবি স্কুল আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এখানে আমাদেরকে দক্ষ করে তোলে।যাতে করে আমরা এখানে দক্ষতার সাথে কাজ করতে পারি।অনেক ধন্যবাদ জানাই @abb-school কে

লেভেল ৪ এর প্রশ্নগুলো এবং বিষয়টা বেশ গুরুত্বপূর্ণ। সব ধরনের ট্রেডিং এখানে খুব ভালো ভাবে বোঝানো হয়েছে। প্রশ্নগুলোও অনেক গুরুত্বপূর্ণ। যারা যারা লেভেল ৪ শেষ করবেন,তারা এক একজন অনেক কিছু অর্জন করবেন, যা তার আগামি পথটাকে সহজ করে দিবে। আমি আরিফ ভাইয়াকে অনেক ধন্যবাদ জানাই এতো সুন্দর প্রশ্ন বিস্তারিত আলোচনা এবং প্রশ্নগুলো তৈরি করে পরিক্ষা নেওয়ার জন্য। আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল এডমিন এবং মোডারেটররা সব সময় কাজ করে যাচ্ছেন,আমাদেরকে সাহায্যে করার জন্য। সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভ কামনা।
 2 years ago 

খুব এক্সাইটমেন্ট নিয়ে বসে ছিলাম লেভেল ৪ এর প্রশ্ন দেখার জন্য আর টপিক গুলো দেখার জন্য। যারা একদম জানে না তারা সবাই অনেক কিছু শিখতে পারবে। আমিও অনেক কিছু শিখবো আশা রাখি। আমি অপেক্ষায় আছি লেভেল ৪ এর ক্লাসের জন্য

 2 years ago 

বাহ! এটা আমার কাছে আবেদন. তারা বাণিজ্য সম্পর্কে একটি পুঙ্খানুপুঙ্খ ধারণা অর্জন করতে চায়। এমন অনেক লোক আছে যারা STEEM বা SBD কিনতে বা বিক্রি করতে পারছে না। মহান ব্যাখ্যা জন্য আপনাকে ধন্যবাদ. শুভ কামনা.

 2 years ago 

এই প্রশ্ন গুলোর মাধ্যমে আমরা অনেক ধরনের সমস্যা সমাধান করতে পারব। এবং অনেক বিষয়ের উপরে জ্ঞান অর্জন করতে পারবো সম্মানিত প্রফেসর এবং সহকারি প্রফেসর গণের প্রতি কৃতজ্ঞতা জানাই এত সুন্দর প্রশ্নপত্র তৈরি করার জন্য। সকলকে আন্তরিক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.032
BTC 63700.42
ETH 3084.27
USDT 1.00
SBD 3.83