You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩৪৩
নেটের জালে আজ বন্দী প্রাণ,
মানুষ খোঁজে ভালোবাসার গান।
ইমোজির হাসি, কিন্তু মনে শূন্যতা,
এই আধুনিকতা — এক নিঃশব্দ একাকিতা।
স্ক্রিনে জ্বলছে সম্পর্কের আলো,
বাস্তবে নিভে যায় মনের ভালো।
চ্যাটের ভিড়ে হারায় কথা,
হৃদয়ে জমে শুধু নিঃসঙ্গতা।