আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩৪৩
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
বর্তমান যুগ ডিজিটালের দুনিয়া,
মানুষ আজ মেশিনে খুঁজে স্বপ্নের ছোঁয়া।
বন্ধু হাজার, তবু মন একা,
হাসি মুখে লুকিয়ে থাকে চোখের দুঃখের রেখা।
সময় দৌড়ে সবাই ছুটে চলে,
মানবতা হারায় মোবাইলের তলে।
জ্ঞান আছে, কিন্তু নেই অনুভবের ছায়া,
এই যুগে মানুষ বেঁচে থেকেও যেন হারায় মায়া।
লেখক
লেখকের অনুভূতি:
বর্তমান যুগে আধুনিকতার ছোঁয়ায় ভরপুর থাকলেও কোনকিছুতেই যেনো প্রশান্তি নেই।সময়ের সাথে ছুটতে গিয়ে মানুষ আজ বড়ই একা।মেধা কমবেশি সবার থাকলেও তা অনুভব আনা অসম্ভব প্রায়।তাই বর্তমানের মানুষ যেনো বেঁচে থেকেও মরা।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
| আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
|---|





যান্ত্রিক জীবনের মায়া আছে
এই যুগে মানুষ চলেছে যন্ত্রের ছন্দে মিলে।
হৃদয় নয় এখন কথা হয় মেশিনের বন্দে।
হাজার বন্ধ থাকে তবু সম্পর্ক শূন্য
হাসির আড়ালে লুকায় থাকে কষ্টের গন্ধ।
জ্ঞান বাড়ে মানুষের কিন্তু মমতা হয় ক্ষীণ
অনুভূতির জায়গায় বসে গেছে অজানা স্ক্রিন।
ডিজিটালের আলোয় হারায় মনুষ্যতা এখন
মানুষ আজ খুঁজে নিজের মনের অস্তিত্বতা।
নেটের জালে আজ বন্দী প্রাণ,
মানুষ খোঁজে ভালোবাসার গান।
ইমোজির হাসি, কিন্তু মনে শূন্যতা,
এই আধুনিকতা — এক নিঃশব্দ একাকিতা।
স্ক্রিনে জ্বলছে সম্পর্কের আলো,
বাস্তবে নিভে যায় মনের ভালো।
চ্যাটের ভিড়ে হারায় কথা,
হৃদয়ে জমে শুধু নিঃসঙ্গতা।
চোখে স্ক্রিন, হাতে প্রযুক্তির বাঁধন,
বাস্তব জীবন হারায় ভার্চুয়াল স্বাধন।
ভালোবাসা এখন ইমোজির ভাষায়,
মনের কথা ডুবে যায় ডেটার আশায়।
যন্ত্রের মতো চলছে মানবতা,
মনুষ্যত্ব আজ শুধু এক কল্পকথা।
সংযোগ আছে, নেই হৃদয়ের টান,
ডিজিটালের ভিড়ে হারিয়ে যায় প্রাণ।
আধুনিকতার ঘোলাটে আবছায়ায় আজ সবই রঙিন,
যান্ত্রিকতায় হারিয়ে গেছে সব স্বপ্নের দিন।
বিলাসিতার মাঝে থেকেও সবই ফিকে, একাকী মন,
সোডা মাটির গন্ধে লুকিয়ে আছে সব সুখের ঠিকানার দিনক্ষণ।
অবিরত ছুটে চলা সময়গুলো,
ফুরিয়ে আসে ছোট্ট যন্ত্রে আটকে রংতুলি।
পান্ডিত্য রয়েছে অনেক,উপলব্ধ নেই
অভিজ্ঞতা আছে,কিন্তু মূল্যায়ন নেই।
মানুষ এখন স্ক্রিনে থাকে,
বাস্তব জগৎ রয়ে যায় দূরে।
হাসি মুখে ছবি তোলে,
ভেতরটা তবে কাঁদে গোপনে।
বন্ধু অনেক, মনটা একা,
ভালোবাসা হয় না দেখা।
সময় চলে ব্যস্ত দিনে,
মানবতা হারায় ধীরে ধীরে।
একদম যৌক্তিক কথাগুলো আপনার কবিতায় তুলে ধরেছেন খুবই ভালো লাগলো আপনার কবিতা খানা পড়ে।
তবু আশার আলো আছে কোথাও
ভালোবাসা জাগে মনের গভীর নীড়ে ঠিক তাও।
যদি মানুষ মানুষকে বুঝতে শেখে আবার
তবে ফিরবে আনন্দ মুছে যাবে অন্ধকার।
চলো সবাই মিলে হাত ধরি
ডিজিটাল দুনিয়াতেও মানবতা গড়ি
হৃদয়ের ভাষা হোক যোগাযোগের সেতু
তবেই পৃথিবী হবে সত্যিই সুন্দর মধুর ও মিতু।
বর্তমান দুনিয়া ভার্চুয়ালের খেলায়,
মানুষ ডুবে থাকে স্ক্রিনের জেলায়।
হৃদয়ের ভাষা মুছে যায় নাইজ ডাকে,
রোবটের ছন্দে আজ মন ক্ষণে ক্ষণে ফাঁকে।
সংযোগ হাজার, নিষ্প্রাণ তার সুর,
বন্ধুত্ব হয় ডেটায়, নয় অনুভবে ভরপুর।
স্বপ্ন বিকোয় এখন অনলাইন বাজারে,
মানুষ খুঁজে মানুষকে ডিজিটালের অন্ধকারে।