You are viewing a single comment's thread from:

RE: "আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #২২৬ [তারিখ : ২২-০২-২০২৪]

in আমার বাংলা ব্লগ10 months ago

আজকের ফিচারড আর্টিকেলে আমি আমার নিজের নামটি দেখে অনেক খুশি হয়েছি। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি @kingporos দাদা কে । যদিও দাদা শুটকি মাছ খায় নাই তারপরও আমার পোস্টটি তার কাছে ভালো লেগেছে শুনে আমি অনেক খুশি হয়েছি।কলেজে টেস্ট পরীক্ষা চলার কারণে আমি সেই ভাবে সময় দিতে পাচ্ছি না তারপর ও এত ব্যস্ততার মাঝেও আমি এই শুটকি ভুনার পোস্টটি করেছিলাম।আমি ভাবতেও পারি নি এই রেসিপিটি আজকের ফিচারড আর্টিকেলে দেখতে পাবো।সত্যিই অনেক ভালো লাগছে।