আমার লেখা কবিতা " মা "
বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।
প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, আমার লেখা কবিতা মা সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।
আসুন শুরু করি
source
মা তুমি আমার এই পৃথিবীর স্বর্গ
তুমি আমার ভালোবাসার শেষ ঠিকানা,
তুমি আমার আশা আলো কল্পনার অনুভূতি
হৃদয়ের গহীন জুড়ে স্বপ্নের শেষ ভরসা।
মা তুমি আমার নীল
আকাশে সাদা মেঘের ভেলা,
মা তুমি আমার সন্ধ্যা আকাশে
ঐ দূরের শুকতারার মেলা
মা তোমার শীতল কোলে
নিরাপদ প্রশান্তির ছায়া,
মা তোমার প্রিয় মুখ
আমার হৃদয়ে ভালোবাসার মায়া।
মা তোমায় মায়াবী চেহারা দেখলে
হৃদয়ের অশান্তি দূর হয় চোখের পলকে,
মা তুমি আমার মাথায় দিলে হাত
পৃথিবীর সব সুখ খুঁজে পাই এক জলকে।
মা মানে আমার হৃদয়ের অসীম আকাশ
যার নাই কোন শেষ,
মা মানে আধার রাতের জোনাকির আলো
চঞ্চল হৃদয়ে আনন্দের রেশ।
মা মানে কত আদর নতুন নতুন বায়না
মায়ের মতো এতো আদর আর কোথায় পাইনা,
মা মানে হৃদয়ের অফুরন্ত ভালোবাসা
বিশ্বাসের বাতিঘরের স্বচ্ছ আয়না।
মা মানে মায়া মমতা সুখে ভরা
আমার নিত্যদিনের সুখের হাসি
মা মানে শত আবদার পূরণে
অক্লান্ত মমতা ভরা দুই নয়নে চাউনি।
তোমার হাসিতে আমার হৃদয়ে পূর্ণিমার আলো
মা তোমরা চরণে আমার এই জীবন,
মা তোমার তরে আমার প্রাণের নিঃশ্বাস
তোমার ভালোলাগার খুশিতে হয় যেন আমার মরণ।
পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
পোস্ট বিবরণ :-
শ্রেণী | কবিতা |
---|---|
ক্যামেরা | realme C55 |
পোস্ট তৈরি | @ah-agim |
লোকেশন | ফেনী, বাংলাদেশ |
এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের কবিতা আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।
অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।
আমার পরিচিতি
আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy
https://x.com/MdAgim17/status/1859234035526172925?t=ZRImyJSB7lLzlW13DL9vRA&s=19
মা নিয়ে খুবই সুন্দর কবিতা লিখেছেন। কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। অসাধারণ কিছু অনুভূতি যেন এই কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন।
কবিতাটি পড়ে সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
মাকে নিয়ে মনের অনুভূতি গুলো দারুন ভাবে প্রকাশ করেছেন। আপনার লেখা কবিতাটি সত্যি অসাধারণ হয়েছে ভাইয়া। আমার তো ইচ্ছে করছে বারবার পরি। সত্যি আমাদের প্রত্যেকেরই মাকে নিয়ে অনেক চিন্তা ভাবনা কল্পনা জেগে ওঠে মনের মধ্যে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
কবিতাটি পড়ে এতো সুন্দর প্রশংসা করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই আপু।
আপনার আজকের কবিতাটা আমার কাছে অনেক ভালো লেগেছে পড়তে । অনেক সুন্দর ভাবে আপনি মাকে নিয়ে এই কবিতা লিখেছেন। কবিতার প্রত্যেকটা লাইন ছিল অনেক বেশি সুন্দর। এরকম টপিক গুলো নিয়ে কবিতা লিখলে অনেক ভালো লাগে পড়তে। জাস্ট চমৎকার ছিল আপনার আজকের এই কবিতা।
কবিতা পড়ে আপনার কাছে ভালো লাগছে জেনে খুব খুশি হলাম। ধন্যবাদ আপনাকে আপু।
মা'কে নিয়ে দারুণ একটি কবিতা লিখেছেন ভাই। আসলে পৃথিবীতে মায়ের মতো আপন আর কেউ নেই। একমাত্র মা আমাদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। কবিতার লাইনগুলো জাস্ট অসাধারণ হয়েছে। এতো সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
জি ভাই, আসলে পৃথিবীতে মায়ের মতো আপন আর কেউ নেই।