ক্ষমতা আর টাকা থাকলে মূর্খও জ্ঞানী সমাজে।

in আমার বাংলা ব্লগ25 days ago

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, ক্ষমতা আর টাকা থাকলে মূর্খও জ্ঞানী সমাজে এই বিষয় সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

আসুন শুরু করি

1000035812.jpg
source

যতোদিন যাচ্ছে ততোই মানুষের জীবনযাত্রা উন্নত হচ্ছে। মানুষের কাজকর্ম অত্যাধুনিভাবে পরিচালনা করার চেষ্টা চালাচ্ছে‌। ক্রমাগত ভাবে প্রযুক্তিগত উন্নতির দিকে মানুষ ধাবিত হচ্ছে। কিন্তু মানুষের বিবেক এবং মনুষত্ববোধ হারিয়ে যাচ্ছে। আসলে দেখতে মানুষ হলেও যে মানুষের মাঝে মনুষত্ববোধ নেই সেই চার পা ওয়ালা পশুর সমান। এক সময় মানুষ বিবেক দিয়ে সব কাজ করতো। কোন কাজ করার পূর্বে অন্ততপক্ষে কয়েকবার ভেবে চিন্তে তারপর কাজ করতো বা, কারো সাথে কথা বলতো। বর্তমান সময়ে এখন আর ঐ রকম বিবেকবান মানুষ পাওয়া যায় না।

মানুষ মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে থাকে তা হোক ভালো বা, খারাপ । কথা বলার সময় কখন কিভাবে কার সাথে কথা বলতে হয় তাও একবার চিন্তা করে দেখে না। সমাজে আগে জ্ঞানী ব্যক্তিদের কদর ছিলো। কোন সমস্যা হলে মানুষ জ্ঞানী ব্যক্তিদের কাছে যেত সমস্যা সমাধান করার জন্য । বর্তমান সময়ে জ্ঞানী ব্যক্তিদের কোন কদর নেই। তাদের টাকা এবং ক্ষমতা না থাকলে প্রতি মুহূর্তে হেয় প্রতিপন্ন করে থাকে। বর্তমান সময়ের যুগ হচ্ছে ক্ষমতা আর টাকা থাকলে মূর্খ ব্যক্তিও জ্ঞানী সমাজে। মূর্খ হলেও যার কাছে টাকা আছে সেই সমাজে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি। বর্তমান সময়ে প্রকৃত জ্ঞানের প্রয়োজন নেই শুধুমাত্র হাতে ক্ষমতা থাকলে গিয়ে নেওয়া যায়।

এ কারণে সমাজ দিন দিন অধঃপতনের দিকে ধাবিত হচ্ছে। মানুষের মাঝে মনুষত্ববোধ এবং সততা হারিয়ে গেছে। মূর্খ ব্যক্তি ক্ষমতা পাওয়ার কারণে সত্যকে মিথ্যে মিথ্যা কে সত্য বলে চালিয়ে দিচ্ছে। টাকা আর ক্ষমতা থাকার কারণে মূর্খ ব্যক্তি নিজেকে মহান জ্ঞানী ভাবে। সমাজের সকল কাজের হস্তক্ষেপ করে। এখন প্রকৃত জ্ঞানী ব্যক্তি সবখানে অবহেলার শিকার হয়। অপরদিকে ক্ষমতা আর টাকার প্রভাবে মূর্খ ব্যক্তি জ্ঞানী সেজে বসে থাকে সমাজে। বর্তমান সময়ে প্রকৃত জ্ঞান, মনুষত্ববোধ এবং সততা দিয়ে মানুষকে মূল্যায়ন করা হয় না।

এখন মানুষ মূল্যায়িত হয় ক্ষমতা আর টাকার কাছে। ‌ যার ক্ষমতা এবং টাকা আছে তাকে সবখানে মূল্যায়ন করা হয়ে থাকে। ক্ষমতা আর টাকা থাকলে মূর্খও জ্ঞানী সমাজে।


পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের কবিতা আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 25 days ago 

আমি লক্ষ্য করেছি যারা মূর্খ কিন্তু অনেক টাকার মালিক সমাজে বর্তমানে অবস্থায় তারাই বেশি মূল্য পায় তাদের মতামত গুলোই বেশি গ্রহণ করা হয়। আর ক্ষমতার কথা বললে বেশিরভাগ মূর্খরাই বর্তমানে বেশি ক্ষমতাশালী।

 24 days ago 

পোষ্টটি খুবই শর্ট হয়ে গেছে, এখন অনেক বেশী এ্যাকটিভ মেম্বার রয়েছেন কমিউনিটিতে, সুতরাং প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শর্ট পোষ্ট করা যাবে না। ধন্যবাদ

 24 days ago 

বর্তমান সময়ে সব জায়গাতে মূর্খও জ্ঞানী লোকগুলো বেশি দেখা যায় কাজে কর্মে। আর সমাজে জ্ঞানী লোকদের এমনিতে কদর নেই। যাদের কাছে টাকা আছে ওই মূর্খ লোক গুলো এখন সব জায়গাতে দায়িত্ব পালন করে এবং জ্ঞানের কথা বলে। এই কারণে সমাজ এবং দেশ আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে। দেশ উন্নতি হলেও এই লোক গুলোর কারণে কাজের উন্নতি হচ্ছে না। সুন্দর একটি পোস্ট করার জন্য ধন্যবাদ আপনাকে।

 21 days ago 

খুবই বাস্তবিক একটি কথা ফুটিয়ে তুলেছেন আপনি৷ আপনি যেভাবে এই পোষ্টের মধ্যে সবকিছু খুব ভালোভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন তা পড়ে একেবারে ভালো লাগলো৷ আসলে টাকা এখন সব৷ টাকা দিয়ে সবকিছু করা যায়৷ টাকা থাকলে এখন সম্মানও কিনে নেওয়া যায়৷ একসময় যে ব্যক্তিদের কোনদিন জ্ঞানার্জনের জন্য কোথাও যাওয়া তো হয় নাই তাকে এখন সকলে সম্মান করে শুধুমাত্র তার টাকার জন্য। ধন্যবাদ এই পোস্টটি শেয়ার করার জন্য৷

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 68504.89
ETH 3816.55
USDT 1.00
SBD 3.51