শুভ জন্মদিন শ্রদ্ধেয় নিবলু ভাইয়া।

in আমার বাংলা ব্লগlast year (edited)

বিসমিল্লাহি রহমানের রাহিম

আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ।

প্রিয় , আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম।

আজ আমি আপনাদের, শ্রদ্ধেয় নিবলু ভাইয়ের জন্মদিনে আমার অনুভূতি সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

আসুন শুরু করি

ছোট্ট এই জীবনে হাজার মানুষ আসে
হাজার মানুষের ভিড়ে কিছু মানুষ হৃদয়ে
রয়ে যায় সারা জীবন।
কিছু সম্পর্ক এমন হয় হৃদয় দিয়ে অনুভব হয়
রক্তের সম্পর্ক চেয়ে আত্মার সম্পর্কেই বড়।
কিছু সম্পর্কে এমন হয় সম্পর্ক ভেঙ্গে যাবে
তা ভাবতে চোখের অশ্রু ঝরে পড়ে।
কিছু মানুষ শুধু দিয়ে যায়, নিতে কখনো চায় না
অন্যের চাওয়াটাকে প্রাধান্য দিয়ে নিজের পাওয়াটা
হাওয়াতে মিশে দেয়।
শ্রদ্ধা আর ভালোবাসার গভীরতা কখনো মাপা যায় না
শুধু হৃদয় কিছুটা দিয়ে অনুভব করা যায়।

IMG_20210523_163439.jpg

source
Device :- Redmi note 7

প্রথমে শ্রদ্ধেয় নিবলু ভাইয়ের জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই।
শুভ জন্মদিন।

আজ আমাদের সকলের প্রিয় মুখ @nevlu123 ভাইয়ের জন্মদিন। জন্মদিনের শুভক্ষণে ভাইকে জানাই, অনেক অনেক জন্মদিনের শুভেচ্ছা এবং অভিনন্দন। জন্মদিনের উপহার দেওয়ার মতন কিছু নেই আমার শুধু ভালোবাসা ছাড়া তাইতো আমি হৃদয়ের ভালোবাসা হাওয়াতে উড়িয়ে দিলাম। অনুরোধ রইলো নিঃশ্বাসে তা গ্রহণ করবেন ভাইয়া। অতীতেও প্রতিটি মুহূর্তে পাশে ছিলেন ভবিষ্যতেও সারা জীবন পাশে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করি। আসলে ভাইয়া হৃদয়ের সব অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। মানুষ যেমন অতি আনন্দে কেঁদে ফেলে ঠিক তেমনি কিছু সম্পর্কের অনুভূতি কখনো লিখে প্রকাশ করে হৃদয়ে তৃপ্তি পাওয়া যায় না। আপনাকে নিয়ে লেখার মতন সে যোগ্যতা আমার নেই। শুধু বলতে পারি ভাইয়া আপনাকে অনেক বেশি ভালোবাসি শ্রদ্ধা এবং সম্মান করি। আজকে দিনের মতো প্রতিটি দিন খুব সুন্দর এবং আনন্দময় কাটুক। পরিবারের সকলকে নিয়ে ভালো থাকবেন সৃষ্টিকর্তা কাছে শুধু এই প্রার্থনা করি।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iQRwpoRTSu9q3KtkUwzntCaoZQW7wbt6GpezTZR7x4WEc6rm1eC57Wk6mxrhBjtoN3JBiztPWNJ.png

আমি এক দরিদ্র বাবার সন্তান। নেই কোন আপন ভাই আমার। কখনো খেয়ে কখনো বা, না খেয়ে দিন পার হয়ে যায়। জীবন যুদ্ধে সংগ্রাম করতে করতে কখনো কাউকে সময় দিতে পারে নি, কার সাথে পারি নি সম্পর্ক তৈরি করতে পারে নি আমি কাউকে বন্ধু বা, ভাই বানাতে। দারিদ্রতার মাঝে যখন আমি হাবুডুবু খাচ্ছি ঠিক তখনই আপনি এসে সহায়তার হাত বাড়িয়ে দিলেন। আপনার হৃদয়ে ছোট ভাইয়ের আসন দিলেন আমাকে। আপনার হৃদয়ের ভালোবাসার পরশ দিয়ে আমার কষ্ট গুলোকে হালকা করার চেষ্টা করেছেন বহুবার। যখনই কোন সমস্যায় পড়েছি বেলায় অবেলায় আপনার কাছে ছুটে গিয়েছে কখনো বিরক্তবোধন হন নি হাসিমুখে সমস্যা সমাধান করার চেষ্টা করেছেন বারবার। ভাইয়া আপনার নিকট চির কৃতজ্ঞ আমি। সব সময় আপনি আমাকে অনেক দিয়েছেন আমি পারি নি কিছু দিতে আপনাকে খালি হাতে গিয়েছি বারবার আপনার দরজায়। আমার বড় ভাই নেই আপনি আমার ভাই। আপনাকে অনেক সময় রাগ অভিমান নিয়ে কথার মাধ্যমে অনেক কষ্ট দিয়েছে। ছোট ভাইকে ক্ষমা করে দিবেন ভাইয়া। কখনো যদি আমার কথা বা, কাজের মাধ্যমে কষ্ট পেয়ে থাকে তাহলে বুঝে নিবেন আমার হৃদয় ভালো নেই। জ্বর হলে যেমন মিষ্টিও তিতা লাগে ঠিক তেমনি আমার কথা যদি অগোছালো হয় তাহলে বুঝে নিবেন আমি আর আমার মাঝে নেই। তখন আমাকে ক্ষমা করে দিবেন।

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn5Ee1vjtXvRasnuk.png

আপনার মাধ্যমে স্টিম প্লাটফর্মে আসা। আপনি শুধু আমাকে এই প্লাটফর্মে নিয়ে এসে থেমে যান নি। প্রতিটি বিষয় হাতে-কলমে শিখিয়েছেন এখনো শিখিয়ে যাচ্ছেন। আপনার সাথে যখনই দেখা হয়েছে স্টিম কাজ সম্পর্কে জিজ্ঞেস করেছেন। প্রতিটি মুহূর্তে উৎস উদ্দীপনা দিয়েছেন। কিভাবে সামনের দিকে এগিয়ে যাওয়া যায় সেই পরামর্শ দিয়েছেন। আসলে ভাই আপনার মত নিঃস্বার্থ ভাই পাওয়া ভাগ্যের ব্যাপার। অন্যান্য বিষয় যদি আমার খুব দুর্ভাগ্য তবে আপনার মতোন একজন ভাই পেয়েছি এটা আমার খুব সৌভাগ্য। কখনো যদি স্টিমিট মার্কেট খারাপ এবং ভোটিং সাপোর্ট না পাওয়ার কারণে মন খারাপ হতো তখনই আপনি পাশে থেকে উৎসাহ জাগিয়েছেন। আপনার জন্য এত সুন্দর আমার বাংলা ব্লক কমিউনিটিতে কাজ করার সুযোগ হয়েছে। আমার স্টিম প্লাটফর্মে কাজ করার পেছনে যাদের অবদান অতুলনীয় তা হলো প্রিয় ভাই @narocky71 এবং @nevlu123 আমার যখন পরিবারে অবস্থা খুবই খারাপ ঠিক তখনই আপনার দুজনে আমাকে এই প্লাটফর্মে কাজ করার সুযোগ করে দিয়েছেন। যার মাধ্যমে এখন আমি কিছুটা হলেও পরিবারের আর্থিক দুর্বলতা দূর করতে পারছি। আপনাদের এই অবদান আমি কখনো ভুলবো না। আমরা দুজনই নিঃস্বার্থভাবে আমার জন্য যা করেছেন সত্যি তা অতুলনীয়। আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WGBHdJvSPqofr2EQVWMiGDyPnxdkg3P2Zc5mcjfZ547nxq8W8kXxq1Rbkqmd8XbF5PMjx4jijcV1F5aTP3Zp.png

আজকের এই শুভদিনে ভাইয়া আল্লাহ এবং তার প্রিয়তম হাবিব (সঃ) এর দরবারে বলতে চাই, জীবনের প্রতিটি মুহূর্ত যেন আপনার সুন্দর আনন্দময় কাটে। সকল বিপদ থেকে যেন মুক্ত থাকেন। পরিবারের সকলের সুস্থ থাকে। আপনি যেন সফলতা দূর থেকে বহুদূরে চলে যান। আপনার জীবনে সকল কাজে সফলতার চূড়ায় আপনাকে দেখতে চাই।

পরিশেষে বলছি ভাইয়া, ভালোবাসি ভাইয়া আপনাকে । আপনার জন্মদিনে হৃদয় থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনার প্রতি চির কৃতজ্ঞ ভাইয়া, ভালো থাকবেন সব সময়।

ppmw4FvW2DDmGSiwmh2jDqexvQA2qTsMf7nGoN1AUmAAQ58R244deFngFpD9vjaMrfiSimZP24FwTs6exBye8zrMbxy5TBxLSxehMg2yysco76Q5Ynvz5dieod364MZ2bmvfRJ2UjZo3mCHaSdimVYEqPMs7N5FUZa3wtXAHG6qBhgqRU3t9N2sgBreZ2yD7sGxhWBfb6PeY5P2BtDHSUnphNFxrgT9FWCbUz.png

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovaWuJriC1dwvP3MH6BQsuw5DmpRMdgkQT6aXuDWykkNVHvPKh4iVdtxSwphoj3XvhXfawWbRX9B2hghLYPvMPbkJ.jpeg

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি আরো বিভিন্ন বিষয় আপনাদের মাঝে উপস্থাপন করবো , ইনশাআল্লাহ।

  • অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো ।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে - আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলা এর প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানীত এডমিন মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে।বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 last year (edited)

সত্যি বলতে ভাইয়া আপনার লেখাগুলো পড়ে আমি মুগ্ধ হয়ে গেছি আপনি এত সুন্দর করে লিখেছেন।যার যখন কেউ থাকে না একমাত্র সৃষ্টিকর্তা সহায়। তার জন্য সৃষ্টিকর্তা আপনাকে অনেক ভালো একজন মানুষের সন্ধান দিয়েছেন।আপনার লেখা পড়ে বুঝতে পারলাম নেবলু ভাইয়া কত ভালো একজন মনের মানুষ।দোয়া করি আপনাদের দুইজনের এমন মধুর সম্পর্ক সারা জীবন অটুট থাকুক।

 last year 

নিভলু ভাই অনেক ভাল মনের মানুষ তা এই প্ল্যাটফর্মে কাজ করতে এসে বুঝেছি। তবে উনি এত মানুষের মনে জায়গা করে আছে তা জানতাম না। আপনি ভাই কে নিয়ে খুব সুন্দর কবিতা লিখেছেন। আপনার লেখাগুলো পড়ে কিছুটা আপ্লুত হয়েছি। কেউ এরকম ওপেন একজনের এত প্রশংসা করতে পারে এটা দেখে ভাল লাগল এবং নীভলু ভাইয়ের প্রতি আপনার শ্রদ্ধা দেখে আমার খুব ভাল লাগল। আসলে উপকারীর উপকার স্বীকার করাটাও মহৎ কাজ। ধন্যবাদ ভাইয়া ।

 last year 

সত্যি বলতে তোমার জন্য আমি কিছুই করতে পারিনি। তবে তোমার এরূপ ভালবাসার আত্মপ্রকাশ আমার অনেক ভালো লেগেছে।অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল।

 last year 

আসলেই নিবলু ভাই অনেক ভালো মনের মানুষ ৷ ওনার জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ৷ সারাজীবন ভালো থাকুক , সুস্থ থাকুক এই কমনা-ই করি ৷ যাই হোক আপনার অনুভুতি পড়ে অনেক ভালো লাগলো ৷ ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ৷ শুভ কামনা রইল আপনার জন্যও ৷

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.12
JST 0.029
BTC 66093.99
ETH 3559.79
USDT 1.00
SBD 3.13